ঢাকা, শনিবার ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শনিবার ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

স্বাস্থ্য পরীক্ষা শেষে সোমবার দেশে ফিরবেন মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
স্বাস্থ্য পরীক্ষা শেষে সোমবার দেশে ফিরবেন মির্জা ফখরুল

সহধর্মিণী রাহাত আরা বেগমসহ নিজের স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী সোমবার (১৪ এপ্রিল) দেশে ফিরবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১১ এপ্রিল) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে শায়রুল কবির খান জানান, স্বাস্থ্য পরীক্ষায় বিএনপি মহাসচিব ও তার সহধর্মিণীর সবগুলো রিপোর্ট ভালো। মির্জা ফখরুলের সহধর্মিণী রাহাত আরা বেগমের অবস্থা ভালো।

তিনি সুস্থ ও ভালো আছেন।

এর আগে, গত ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম।

এর মধ্যে বৃহস্পতিবার ফখরুলের নামে একটি ভেরিফায়েড ফেইসবুক পেইজ থেকে তার স্ত্রীকে নিয়ে এক পোস্ট আলোচনার জন্ম দেয়।

২০২২ সালে কারাবন্দি থাকা অবস্থায় স্ত্রী রাহাত আরা বেগমের অসুস্থতা ও অস্ত্রোপচার নিয়ে আবেগঘন ওই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ফেসবুক পোস্টটি সম্পর্কে জানতে চাইলে ফখরুল বলেন, ‘আমি ফেসবুকে কোনো স্ট্যাটাস দেইনি।’ তিনি উল্লেখ করেন যে, তিনি ব্যক্তিগতভাবে ওই অ্যাকাউন্টটি পরিচালনা করেন না।
 

মন্তব্য

সম্পর্কিত খবর

গ্যাস সরবরাহ নিশ্চিতে এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত সরকারের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
গ্যাস সরবরাহ নিশ্চিতে এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত সরকারের

অন্তর্বর্তীকালীন সরকার দেশের কারখানাগুলোতে স্বাচ্ছন্দে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল বৃহস্পতিবার দোহায় সাংবাদিকদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। 

তিনি বলেছেন, ‘অনেকে বলেছেন, গ্যাসের অভাবে তারা কারখানা স্থাপন করতে পারছেন না। তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করতে চাই যাতে পর্যাপ্ত গ্যাস (বিদেশ থেকে) আনা যায়।

তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দোহা সফরের সময় কাতার এনার্জির সাথে একটি পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল।

শফিকুল বলেছেন, বাংলাদেশের কারখানাগুলোতে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে মিগগির স্থলভিত্তিক এলএনজি টার্মিনালটি স্থাপন করা হবে।

প্রধান উপদেষ্টার দোহা সফর সম্পর্কে তিনি বলেছেন, এই সফর অত্যন্ত সফল এবং ফলপ্রসূ হয়েছে।

তিনি বলেছেন,  ‘আমি বলব এটি সবচেয়ে সফল এবং অত্যন্ত আকর্ষণীয় সফরগুলোর মধ্যে একটি।

শফিকুল আলম আশা প্রকাশ করেছেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশের সুনাম বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে এবং অনেক বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগের জন্য এগিয়ে আসবেন।

দেশের অর্থনীতির উত্থান-পতনের কথা তুলে ধরে তিনি বলেছেন, ক্ষমতাচ্যুত সরকারের সময় ৩ শ ২০ কোটি মার্কিন ডলার ঋণ ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তা কমিয়ে ৬০ কোটি মার্কিন ডলারে নিয়ে এসেছে।

প্রেস সচিব বলেছেন, অবশিষ্ট ঋণ কয়েক মাসের মধ্যে পরিশোধ করা হবে। তিনি আরো বলেছেন, ‘এটি বিশ্বের বাইরে ইতিবাচক সংকেতের অনুভূতি যে আমরা ব্যবসার জন্য প্রস্তুত।

চার দিনের সফর শেষে প্রফেসর ইউনূস আজ শুক্রবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগদানের জন্য দোহা থেকে ইতালির রোমের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে। 

মন্তব্য

প্রাথমিক শিক্ষকদের জরুরি বার্তা দিল অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
প্রাথমিক শিক্ষকদের জরুরি বার্তা দিল অধিদপ্তর
ফাইল ছবি

চলছে প্রাথমিক শিক্ষকদের বদলি আবেদন। তবে অভিযোগ এসেছে, বিভিন্ন এলাকায় 'বদলির প্রলোভন' দেখিয়ে শিক্ষকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। প্রতারক চক্র থেকে বাঁচতে শিক্ষকদের জরুরি বার্তা দিয়েছে অধিদপ্তর।

সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) শিক্ষা অফিসার মো. রোকনুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ বার্তা দেওয়া হয়।

অধিদপ্তরের ওই বার্তায় বলা হয়, ‘এটি একটি প্রতারক চক্রের কাজ, যারা অসৎ উদ্দেশ্যে বিশাল অংকের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। শিক্ষক বদলি সংক্রান্ত কার্যক্রম প্রশাসন বিভাগের আওতাভুক্ত নয়। সকল শিক্ষক, কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের এমন প্রতারণামূলক যোগাযোগের বিষয়ে সতর্ক থাকতে বলা হলো।

এ ধরনের প্রতারণার আশ্রয় নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বার্তায় বলা হয়েছে, কেউ প্রতারণার আশ্রয় নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অধিদপ্তর আরো জানিয়েছে, ০১৯৭৯৯১৭৫৬৮ নম্বর থেকে একজন ব্যক্তি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) পরিচয়ে ফোন করে ২০ এর কম শিক্ষার্থীবিশিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের বদলির জন্য ৩০ হাজার টাকা দাবি করছেন। তবে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এই নম্বরটি অধিদপ্তরের কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যবহার করেন না এবং এই ধরনের কার্যক্রমের সঙ্গে প্রশাসন বিভাগের কোনো সংশ্লিষ্টতা নেই।

মন্তব্য

টোল প্লাজায় ডাকাতির অভিযোগ, যা বলছে পুলিশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
টোল প্লাজায় ডাকাতির অভিযোগ, যা বলছে পুলিশ

লালমনিরহাটে তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় ভাঙচুর ও ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ বলছে, ঘটনাটি ভাঙচুর বা ডাকাতির না। সেখানে মারধরের ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজ শুক্রবার লালমনিরহাট পুলিশের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

পুলিশের দাবি, কয়েকটি দৈনিক পত্রিকায় লালমনিরহাটে "পুলিশের টহল দলের সামনে ডাকাতি, ১৪ লাখ টাকা লুট" শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে ঘটনাটি সঠিক নয়।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, বুধাবর বিকেল সাড়ে ৩টার দিকে লালমনিরহাট সদর থানাধীন তিস্তা টোল প্লাজায় তিনজন আরোহীসহ একটি মোটরসাইকেল টোল প্লাজা অতিক্রমকালে টোল সংগ্রহকারী মোটরসাইকেলটি থামানোর সংকেত দেন। মোটরসাইকেল চালক মাহফুজার রহমান রাজু টোল দিতে অস্বীকৃতি জানান এবং তারা টোল দেন না বলে উল্লেখ করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয় এবং টোল প্লাজার অন্যান্য কর্মচারীদের উপস্থিতিতে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

এ সময় হাইওয়ে-১ এর দায়িত্বরত এসআই দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে বিষয়টি মীমাংসা করে দেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সদর দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনাকে কেন্দ্র করে ওইদিন রাত আনুমানিক সাড়ে ৭টায় মোটরসাইকেল চালক মাহফুজার রহমানের নেতৃত্বে একাধিক মোটরসাইকেল ও অটোরিকশায় প্রায় ২৫/৩০ জন ব্যক্তি টোল প্লাজায় উপস্থিত হয়ে টোল প্লাজার কর্মচারী জুয়েলকে মারধর করতে থাকে। এতে তার মাথা ফেটে যায়। তারা টোল প্লাজার ম্যানেজারকেও মারধর করে।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং টোল প্লাজার আহত কর্মচারীদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। এ ঘটনায় টোল প্লাজায় কোনো ভাঙচুর অথবা ডাকাতির ঘটনা ঘটেনি।

এ ঘটনায় টোল প্লাজা কর্তৃপক্ষ লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্তাধীন বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য

আসিফ মাহমুদের এপিএসের কোনো অভিযোগ আসেনি : সচিব (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আসিফ মাহমুদের এপিএসের কোনো অভিযোগ আসেনি : সচিব (ভিডিওসহ)
ছবি: কালের কণ্ঠ

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএসের দুর্নীতি নিয়ে কোনো অভিযোগ আসেনি বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। 

বিস্তারিত ভিডিও প্রতিবেদনে... 


 

মন্তব্য

সর্বশেষ সংবাদ