ঢাকা, শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২, ২৫ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২, ২৫ শাওয়াল ১৪৪৬
মানববন্ধন

পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকদের স্বপদে বহালের দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকদের স্বপদে বহালের দাবি
সংগৃহীত ছবি

সরকারের নির্দেশনা অনুযায়ী, জোরপূর্বক পদত্যাগে বাধ্য হওয়া ও হেনস্তার শিকার শিক্ষকদের বেতন-ভাতা চালু রাখতে মাউশি (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর) থেকে সরাসরি ইএফটিতে নাম অন্তর্ভুক্তকরণ ও দ্রুত স্বপদে বহালের দাবি জানিয়েছে পদবঞ্চিত প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষক জোট। এ বিষয়ে আজ রবিবার জোটের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। এর আগে শিক্ষা ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

পদবঞ্চিত প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষক জোটের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম তালুকদার স্বাক্ষরিত স্মারকলিপিতে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়।

এতে বলা হয়, অনতিবিলম্বে পদত্যাগকৃত ও হেনস্তার শিকার শিক্ষকদের বেতন-ভাতা চালু রাখতে মাউশি থেকে সরাসরি ইএফটিতে নাম অন্তর্ভুক্ত ও স্বপদে বহালের জন্য প্রজ্ঞাপন জারি করতে হবে। পদবঞ্চিত প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ, অপসারণ, বরখাস্ত, বাধ্যতামূলক ছুটি বাতিল এবং এমপিও থেকে নাম কর্তন না করে ডিলিটকৃত ইনডেক্স পুনর্বহাল করতে হবে। সরকারি আদেশ অমান্য করায় ভারপ্রাপ্ত প্রতিষ্ঠানপ্রধানদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও শৃঙ্খলাভঙ্গকারীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। শিক্ষকদের জন্য কর্মস্থলের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।
তাদের সমমানের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদে বদলির ব্যবস্থা করতে হবে।

স্মারকলিপিতে বলা হয়, ছাত্র-জনতার বিস্ময়কর অভ্যুত্থানের পর দেশে এক নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। অথচ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে একশ্রেণির সুবিধাভোগী শিক্ষকের প্ররোচনায় বহিরাগত স্বার্থান্বেষী মহল স্বীয় স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কোমলমতি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে কর্মরত অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দকে অপমান, অপদস্ত, হেনস্তা ও মারধর করে জোরপূর্বক পদত্যাগ করায়। 

কোথাও অপসারণ, বরখাস্ত, কর্মস্থলে বাধা ও বাধ্যতামূলক ছুটি দেয়।

প্রায় দুই হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের তিন হাজার শিক্ষক হেনস্তার শিকার হয়েছেন। এদের মধ্যে ছয়জন মৃত্যুবরণ করেছেন।  পাঁচ শতাধিক আহত ও অসুস্থ হয়েছেন। মিথ্যা মামলার কবলে পড়ে অনেকে জেলহাজতে আছেন। তারা পদবঞ্চিত হয়ে বেতন-ভাতাদি না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন।
পবিত্র রমজান মাসের রোজা পালনেও চরম কষ্ট করেছেন।

আরো বলা হয়, হেনস্তার শিকার ক্ষতিগ্রস্ত শিক্ষকগণের বেতন-ভাতা চালুর জন্য গত ১৪ জানুয়ারি ও ২০ জানুয়ারি প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এরপর ৭ এপ্রিল পুনর্বহাল ও ইএফটিতে বেতন-ভাতা চালু রাখার পরিপত্র জারি করা হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি আদেশ বাস্তবায়নের জন্য একাধিকবার পত্র প্রেরণ করা হয়েছে। অথচ ভারপ্রাপ্ত অধ্যক্ষ বা প্রধান শিক্ষক বারবার সরকারি আদেশ অমান্য করছেন। 

তারা হেনস্তার শিকার শিক্ষকদের ইএফটিতে নাম যুক্ত করছেন না। প্রতিষ্ঠান প্রদত্ত ভাতাদি চালু করছে না। তাদের বিদ্যাপীঠে প্রবেশ করতে দিচ্ছে না। ফলে ওই সব শিক্ষক কর্মস্থলে যেতে পারছেন না। এ অবস্থায় সকল প্রকার নৈরাজ্য ও বৈষম্য দূর করে গণ-অভ্যুত্থানের নতুন সম্ভাবনা কাজে লাগাতে পাঁচ দফা দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহাপরিচালকের হস্তক্ষেপ কামনা করা হয়েছে স্মারকলিপিতে।

মন্তব্য

সম্পর্কিত খবর

মশক নিধনে ধানমণ্ডি সোসাইটির সচেতনতামূলক শোভাযাত্রা (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মশক নিধনে ধানমণ্ডি সোসাইটির সচেতনতামূলক শোভাযাত্রা (ভিডিওসহ)
সংগৃহীত ছবি

বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে এ আয়োজন করা হয়। ‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন নগর গড়ি’ প্রতিপাদ্যে এ আয়োজনে মশার ওষুধ ছিটানো ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

ধানমণ্ডি সোসাইটির সহযোগিতায় এ আয়োজনে নগরবাসীকে সচেতন করে শোভাযাত্রা বের করা হয়।

ধানমণ্ডি এলাকার বিভিন্ন সড়ক ঘুরে শোভাযাত্রাটি রবীন্দ্র সরোবরে গিয়ে শেষ হয়। 

বিস্তারিত ভিডিও প্রতিবেদনে... 

 

মন্তব্য

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

ঢাকা ও এর আশপাশের এলাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ ছাড়া দক্ষিণ-পশ্চিম/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। 

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ।

আরো পড়ুন
একনজরে আজকের কালের কণ্ঠ (২৫ এপ্রিল)

একনজরে আজকের কালের কণ্ঠ (২৫ এপ্রিল)

 

দেশে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও আজেকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

প্রাসঙ্গিক
মন্তব্য
পর্যটন সম্ভাবনা তুলে ধরতে উদ্যোগ

হাতিরঝিলে বিউটিফুল বাংলাদেশ রান শুক্রবার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
হাতিরঝিলে বিউটিফুল বাংলাদেশ রান শুক্রবার
সংগৃহীত ছবি

বাংলাদেশের সম্ভাবনাময় পর্যটন খাতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে শুক্রবার রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হচ্ছে বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫ ম্যারাথন প্রতিযোগিতা। অনুষ্ঠানটির আয়োজন করেছে এ খাতে অন্যতম অংশীদার এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি)।

বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫ আয়োজনটির টাইটেল স্পন্সর রিদম গ্রুপ এবং পাওয়ার্ড বাই বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। এ আয়োজনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের, ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, নেপাল, ব্রাজিল, আলজেরিয়া, আর্জেন্টিনা ও ব্রুনেইসহ ১০ দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, দেশ-বিদেশের এভিয়েশন ও পর্যটন খাত সংশ্লিষ্ট কর্মী, ট্রাভেলার ও পেশাদার রানারসহ সাত শতাধিক রানার অংশগ্রহণ করবেন।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ৬টায় রাজধানীর হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে সাড়ে ৭ কিলোমিটার রান ও ২ কিলোমিটার ফান রান অনুষ্ঠিত হবে।

আয়োজক সংগঠন এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার বলেন, ‘এটিজেএফবি বরাবরই দেশের পর্যটন শিল্পের বিকাশে না উদ্যোগ নিয়ে থাকে। একাধিক সফল ট্যুরিজম ফেস্টও আয়োজন করেছে। এরই ধারাবাহিকতায় এবারের রান আয়োজন।

রানের মাধ্যমে দেশের এভিয়েশন এবং পর্যটন খাতকে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। বাংলাদেশের সম্ভাবনাময় এই দুটি খাতের নানা দিক তুলে ধরা হবে এই মেগা ইভেন্টে।’

রান আয়োজনে ইনফ্লুয়েন্সার হিসেবে থাকছেন ডা. নাসরীন আক্তার শিমু। এ ছাড়া পেসার হিসেবে থাকছেন শাহরিয়ার মোর্শেদ সিদ্দিকী, জান্নাতুল ফেরদৌস মিতু, ডা. মো. নাঈম হোসাইন খান এবং কে এম ইয়াসির আরাফাত অমি।

রান আয়োজনটির সহযোগিতায় রয়েছে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, টুরিস্ট পুলিশ বাংলাদেশ, আটাব, টোয়াব, ইলেক্ট্রোলাইট ড্রিঙ্কস একটিভ, ঢাকা ওয়াসা, ফেমাস স্পেশালাইজড হসপিটাল ও ফেমাস ক্রিয়েশন।

বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫-এ আরো পৃষ্ঠপোষকতা করেছে ইথিওপিয়ান এয়ারলাইন্স, ভাইয়া গ্রুপ, ইস্টার্ন ব্যাংক, ফিটস এয়ার, বেঙ্গল এয়ার লিফট, শেয়ার ট্রিপ, এয়ার ইন্ডিয়া, আমেরিকান ট্যুরিস্টার, টিপিসি, টাইটান, স্যামসোনাইট, স্কিন পারফিউম, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার ও এয়ার আস্ট্রা।

বিউটিফুল বাংলাদেশ রানের চিফ কো-অর্ডিনেটর শফিউল্লাহ সুমন বলেন, ‘এই আয়োজন শুধুমাত্র রানেই সীমাবদ্ধ থাকবে না, এটি ইতোমধ্যেই এক উৎসবে রূপ নিয়েছে। ম্যারাথনে বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারী সকলের জন্য র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। র‌্যাফেল ড্র-তে ঢাকা-রোম-ঢাকা, ঢাকা-জোহানেসবার্গ-ঢাকা, ঢাকা-মালদ্বীপ-ঢাকা, ঢাকা-ব্যাংকক-ঢাকা ও ঢাকা-কক্সবাজার-ঢাকার রিটার্ন টিকিট থাকবে।

রান শেষে অংশগ্রহণকারীদের জন্য থাকছে ছাতা, ফটো কনটেস্ট। রানে অংশগ্রহণ করা সবাই ইথিওপিয়ান এয়ারলাইনসের পক্ষ থেকে প্লেনের টিকিটে ১০% ছাড় পাবেন।

মন্তব্য

কামরাঙ্গীরচরে ‘জনতার বাজার’ উদ্বোধন, মিলবে ন্যায্য মূল্যে পণ্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
কামরাঙ্গীরচরে ‘জনতার বাজার’ উদ্বোধন, মিলবে ন্যায্য মূল্যে পণ্য
সংগৃহীত ছবি

নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজারমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং জনজীবনে স্বস্তি আনতে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে রাজধানীর কামরাঙ্গীরচরে ‘জনতার বাজার’ নামে ন্যায্য মূল্যের বাজার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল ) বিকেলে জনতার বাজার-২ উদ্বোধন করেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ।

এ সময় তিনি বলেন, ‘ঢাকা শহরে এ ধরনের বাজার করা চ্যালেঞ্জিং। দেশে যে স্থানে পণ্যের দাম কম থাকবে সেখান থেকে পণ্য এনে জনতার বাজারে কম দামে বিক্রির উদ্যোগ নিয়েছি।

এখন আলাদা কোনো দোকান হবে না। শুক্রবার থেকে বিক্রি শুরু হবে। বাজারের দামের চেয়ে উল্লেখযোগ্য কম দামে বিক্রি করা হবে।

তিনি আরো বলেন, ‘এখানে কোনো পাইকারি বিক্রি হবে না, খুচরা বিক্রি করা হবে।

ভোক্তা নির্দিষ্ট পরিমাণ পণ্য নিতে পারবেন। ঢাকা শহরে ছয়-সাতটি জনতার বাজার করার পরিকল্পনা রয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার (উপপরিচালক) মুহাম্মদ শওকত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) শামীম হুসাইন, ড. শাফায়েত আহমেদ সিদ্দিকি, লালবাগ জোনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফুল হক, কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম প্রমুখ।

আয়োজকরা জানান, নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম রোধ এবং ন্যায্য মূল্যে খাদ্যপণ্য বিক্রয়ের জন্য এই বাজারের যাত্রা।

এর আগে মোহাম্মদপুর উদ্বোধন করা হয়েছে, আজকে কামরাঙ্গীরচরে ‘জনতার বাজার-২’ নামে আরেকটি বাজার চালু করা হলো। দুই বাজারে চাল, ডাল, ডিম, আলু, পেঁয়াজ, শাক-সবজি, মাছ ও মাংস বিক্রি করা হবে। পাশাপাশি মজুদ ব্যবস্থাপনা ও রিয়েল টাইম মূল্যের তথ্য প্রদর্শনের জন্য একটি আধুনিক সফটওয়্যার চালু করা হবে।

তারা আরো জানান, বাজার দুটিতে ভালো সাড়া পাওয়া গেলে ঢাকার বাড্ডার বড় বেরাইদ বাজার, গুলশানের ঢেলনা মসজিদ মাঠ এবং ডেমরার সারুলিয়া বাজার এলাকায়ও এ ধরনের বাজার চালু করা হবে। এই বাজারে পাইকারি ভিত্তিতে কোনো পণ্য বিক্রয় করা হবে না।

সাধারণ ক্রেতারা দৈনন্দিন প্রয়োজনীয় খাদ্যপণ্য ক্রয় করতে পারবেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ