<p>চাঁদ আমাদের সঙ্গে চলে, এমন একটি ধারণা অনেকের মধ্যে আছে। বিশেষ করে শিশুরা এটা বিশ্বাসই করে—তারা যখন হাঁটাহাটিকরে রাতে, চাঁদ তাদের সঙ্গে চলে। এটা আসলে একধরনের অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম। যেটা মস্তিষ্ক থেকে আসে। </p> <p>বিজ্ঞান এ বিষয়ে কী বলে? </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মহাকাশে তুষারমানব!" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/26/1727347531-f4b920c9a9940d028cec6c5fe8d77bea.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মহাকাশে তুষারমানব!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/26/1429133" target="_blank"> </a></div> </div> <p>চাঁদ আমাদের থেকে অনে দূরে অবস্থিত, আকাশের অনেক উঁচুতে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৩,৮৪,৪০০ কিলোমিটার। তার মানে, মানুষ যখন পৃথিবীর বুকে হাঁটে, দৌড়ায় বা গাড়িতে চলে, চাঁদের সাপেক্ষে আমাদের স্থান পরিবর্তন হয় খুব সামান্য। সেটা এতটাই কম যে, ধর্তব্যের মধ্যেই পড়ে না। যতদূরেই যাই, মোটামুটি চাঁদ একই দূরেত্ব থাকে। অর্থাৎ চাঁদের সাপেক্ষে আমাদের দূরত্ব ও গতি স্থির। তাই মনে হয় চাঁদও আমাদের সাপেক্ষে স্থির থাকে। ফলে, যেখানেই যাই চাঁদকে একই জায়গায় দেখি, এ কারণে মনে হয়, চাঁদ আমাদের সঙ্গে চলছে।</p> <p>সূত্র: হাউ ইটস ওয়ার্কস</p>