<p style="text-align:justify">জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এতিম বাচ্চাদের সকালের খাবার দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে  উপজেলার খাঁড়িতা গ্রামের “খাঁড়িতা-খড়িকাটা  হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ” এই আয়োজন করা হয়। এতে প্রায় ৪০ জন এতিম বাচ্চা অংশ নেয়। এ সময় শুভসংঘের সদস্যরা নিজ হাতে এতিম বাচ্চাদের মাঝে খাবার পরিবেশন করেন।</p> <p style="text-align:justify">বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এতিমখানার প্রধান শিক্ষক নবীউল ইসলাম বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ যে ধরনের মানবিক কাজ করে যাচ্ছে তা প্রশংসনীয়। তাদের এই কর্মকান্ড সত্যিই অনুপ্রেরণামূলক। তারা এই এতিম শিশুদের জন্য একবেলা খাবার প্রদান করে এতিম শিশুদের মনে আনন্দের পাশাপাশি উৎসাহ যুগিয়েছে।বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাই। বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগটি সমাজের অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনকে অনুপ্রাণিত করবে।’</p> <p style="text-align:justify">এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের জয়পুরহাট ক্ষেতলাল শাখার সভাপতি এম রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ক্রিড়া বিষয়ক সম্পাদক মোঃ আঃ মান্নান, প্রচার সম্পাদক আরমান হোসেন, হোপপীর হাট দাখিল মাদ্রসার সহকারী শিক্ষক আল আমিন, কার্যকরী সদস্য রাশেদ ইসলাম, আ: লতিফ প্রমুখ। </p>