<p style="text-align:justify">টিসিবির পণ্য কিনতে আর কার্ডের দরকার হবে না। আগামীকাল বৃহস্পতিবার থেকে কার্ডধারীদের পাশাপাশি কার্ড ছাড়াও টিসিবির নির্ধারিত পয়েন্টে ট্রাকের সামনে লাইনে দাঁড়িয়ে ন্যায্যমূল্যের পণ্য (৪৭০ টাকায় ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার সয়াবিন) নিতে পারবেন ভোক্তারা।</p> <p style="text-align:justify">বুধবার (২৩ অক্টোবর) টিসিবির দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="তথ্য মন্ত্রণালয়ে সচিব নিয়োগ, ঢাকা ও রংপুরে নতুন বিভাগীয় কমিশনার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/23/1729693525-e0da419712736c80dd38024d8dfeca6c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>তথ্য মন্ত্রণালয়ে সচিব নিয়োগ, ঢাকা ও রংপুরে নতুন বিভাগীয় কমিশনার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/23/1438371" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এ ছাড়া নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্যাদি বিক্রয় কার্যক্রমের পাশাপাশি সাধারণ ভোক্তার নিকট ঢাকা মহানগরীতে ৫০টি ও চট্টগ্রাম মহানগরীতে ২০টি ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি তেল, ডাল ও খাদ্য অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃত চাল বিক্রয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে।</p>