ট্রেনে তরুণকে জোর করে চুমু, ভুলে যেতে বললেন স্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ট্রেনে তরুণকে জোর করে চুমু, ভুলে যেতে বললেন স্ত্রী
সংগৃহীত ছবি

ভারতে একটি চলন্ত ট্রেনের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, ট্রেনের ভেতর এক ব্যক্তিকে অনবরত চড় মেরে যাচ্ছেন এক তরুণ। তবে ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি।

শোনিকপুর নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে।

ভিডিওতে ওই তরুণ যাত্রী চিৎকার করে অভিযোগ করেন, ওই ব্যক্তি তাকে জোর করে চুমু খেয়েছেন।

এ ছাড়া এমন আচরণ করার কারণ জানতে চাইলে ওই ব্যক্তি বলেন, ‘আমার ইচ্ছা হয়েছিল, তাই চুমু দিয়েছি।’

এমন আচরণের পরও ওই ব্যক্তি কোনো ক্ষমা চাননি। বরং তার স্ত্রী বিষয়টি জানার পর অভিযোগকারী তরুণকে পুরো ঘটনাটি ভুলে যাওয়ার জন্য অনুরোধ করেন।

তরুণ এই আচরণ মেনে না নিয়ে ভিডিও ধারণ করতে শুরু করেন এবং বলেন, ‘আমার জায়গায় যদি কোনো নারী থাকতেন, তাহলে কি এই অনুরোধ করতেন?’

তরুণ প্রতিবাদ করে আরো বলেন, ‘এটি একটি অসম্মানজনক আচরণ। আমি এ ঘটনা পুলিশে জানাব।’ 

এদিকে ঘটনাটি কোথায় ও কখন ঘটেছে তা স্পষ্টভাবে জানা যায়নি। তবে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা ওই ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

অনেকেই দাবি করেছেন, এমন অসভ্য আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

মন্তব্য

সম্পর্কিত খবর

বুধবার সারা দেশে ফিলিস্তিনের পতাকা উড়ানোর আহ্বান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বুধবার সারা দেশে ফিলিস্তিনের পতাকা উড়ানোর আহ্বান
সংগৃহীত ছবি

আগামীকাল সারা দেশে ফিলিস্তিনের পতাকা উড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।

মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

আরো পড়ুন
৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের মহাসমাবেশ

৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের মহাসমাবেশ

 

সাদিক কায়েম বলেন, বিশ্বকাপে অনেকেই পছন্দের দেশের পতাকা উড়ায়। খেলাধুলার আনন্দ ও উত্তেজনায় করা হয় এ কাজ।

নানান দেশের পতাকায় ছেয়ে যায় সারা দেশ।

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘আমরা কি পারি না ফিলিস্তিনের পতাকায় বাংলাদেশ ছেয়ে দিতে? তাদের লড়াই ও সংগ্রামের প্রতি আমাদের সংহতির অংশ হিসেবে আগামীকাল সারা দেশে, প্রতিটি বাড়ি, প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি ছাদ, প্রতিটি গাড়িতে উড়ুক ফিলিস্তিনের পতাকা।’

প্রাসঙ্গিক
মন্তব্য

বাংলাদেশ ৪৭তম ক্ষমতাধর রাষ্ট্রে পরিণত হওয়ার খবরটি কতটুকু সত্য?

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বাংলাদেশ ৪৭তম ক্ষমতাধর রাষ্ট্রে পরিণত হওয়ার খবরটি কতটুকু সত্য?
সংগৃহীত ছবি

‘অন্তর্বর্তী সরকার মাত্র ৮ মাসে বাংলাদেশকে ৪৭তম ক্ষমতাধর রাষ্ট্রে পরিণত করেছে’ এবং ‘র‍্যাংকিংটিতে বাংলাদেশ আগে ৪০তম ছিল, ৮ মাসে পিছিয়ে এখন ৪৭তম হয়েছে।’ এমন দুটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

দাবিগুলোর সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে ইউএস নিউজ নামে একটি ওয়েবসাইটের নাম।

ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছে, ইউএস নিউজ মূলত মার্কিন মিডিয়া কম্পানি, যারা সংবাদের পাশাপাশি গত কয়েক বছর ধরে নিয়মিত বিভিন্ন ক্যাটাগরির র‍্যাংকিং ও বিশ্লেষণ প্রকাশ করে আসছে।

আজ যে র‍্যাংকিং নিয়ে আলোচনা হচ্ছে তাতে দেখা যাচ্ছে, ৮৯টি দেশের মধ্যে সামগ্রিকভাবে বাংলাদেশের অবস্থান ৭১তম। এ ছাড়া দেশের বিভিন্ন ক্যাটাগরিভিত্তিক র‍্যাংকিংও আছে। যেমন—ক্ষমতা বা পাওয়ারের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান দেখাচ্ছে ৪৭তম। আলোচনা এটি নিয়েই।

আরো পড়ুন
মিথ্যা তথ্য প্রচার, প্রথম আলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে শিবির

মিথ্যা তথ্য প্রচার, প্রথম আলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে শিবির

 

রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, এই তালিকাটি আজই বা এ বছর প্রকাশ হয়নি। তালিকাটি প্রকাশিত হয়েছে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর। মূলত জরিপের তথ্য ব্যবহার করে এই র‍্যাংকিং প্রকাশিত হয়। এই র‍্যাংকিংয়ের জরিপ হয়েছে ২০২৪ সালের ২২ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত।

রিউমর স্ক্যানার ইউএস নিউজের ওয়েবসাইটের বিভিন্ন সময়ের আর্কাইভ বিশ্লেষণ করে দেখেছে, সাইটটি প্রতিবছরের সেপ্টেম্বরে এই র‍্যাংকিং প্রকাশ করে থাকে এবং এসংক্রান্ত জরিপ হয় সে বছরের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে। যেমন—২০২৩ সালেরটি প্রকাশিত হয় সে বছরের ৬ সেপ্টেম্বর (জরিপ হয় সে বছরের ১৭ মার্চ থেকে ১২ জুন)। বাংলাদেশের অবস্থান পাওয়ারে ৪০তম, ওভারঅল : ৬৯তম (মোট ৮৭ দেশের মধ্যে)।

একইভাবে ২০২২ সালেরটি প্রকাশিত হয় সে বছরের ২৭ সেপ্টেম্বর (জরিপ হয় সে বছরের ৩০ এপ্রিল থেকে ১৩ জুলাই)। বাংলাদেশের অবস্থান পাওয়ারে ৪৪তম, ওভারঅল : ৭১তম (মোট ৮৫ দেশের মধ্যে)।

 

এসব তথ্য বিশ্লেষণ থেকে এটা নিশ্চিত যে ২০২৫ সালের র‍্যাংকিং এখনো প্রকাশ করেনি ইউএস নিউজ। রেওয়াজ অনুযায়ী, তা চলতি বছরের সেপ্টেম্বরে প্রকাশিত হবে। 

দাবি অনুযায়ী, বাংলাদেশ ১২৩তম স্থান থেকে উন্নীত হয়ে বর্তমানে ৪৭তম অবস্থানে এসেছে বলে বলা হলেও ওয়েবসাইটটির আর্কাইভ বিশ্লেষণ করে রিউমর স্ক্যানার দেখতে পায়, বাংলাদেশ এই র‍্যাংকিংয়ে প্রথম অন্তর্ভুক্ত হয় ২০২২ সালে। ওই বছর থেকে পরবর্তী সময়গুলোতে র‍্যাংকিংয়ে অন্তর্ভুক্ত দেশের সংখ্যা ছিল যথাক্রমে : ২০২২ সালে ৮৫টি, ২০২৩ সালে ৮৭টি এবং ২০২৪ সালে ৮৯টি। এ পর্যন্ত কোনো বছরেই র‍্যাংকিংয়ে ১২৩টি দেশ অন্তর্ভুক্ত ছিল না, ফলে বাংলাদেশের কখনো ১২৩তম অবস্থানে থাকার দাবি বাস্তবসম্মত নয়।

২০২৪ সালের সেপ্টেম্বরের এই র‍্যাংকিং নিয়ে হঠাৎ আলোচনা শুরুর প্রেক্ষাপটও জানার চেষ্টা করেছে রিউমর স্ক্যানার। গ্লোবাল স্ট্যাটিসটিকস নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে গত ৬ এপ্রিল রাতে ইউএস নিউজকে সূত্র দেখিয়ে শিরোনামে ২০২৫ সালের র‍্যাংকিং দাবি করে এসংক্রান্ত প্রথম পোস্টটি করা হয় বলে প্রতীয়মান হয়। এর পরই বিষয়টি আলোচনায় আসে।

অর্থাৎ অন্তর্বর্তী সরকারের ৮ মাসে ৪৭তম হওয়া কিংবা ৮ মাসে ৭ পিছিয়ে ৪৭তম হওয়া সংক্রান্ত দুটো দাবিই ভুয়া।

প্রাসঙ্গিক
মন্তব্য

গতকালের ঘটনা নিয়ে আহমাদুল্লাহর পোস্ট, যা বললেন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
গতকালের ঘটনা নিয়ে আহমাদুল্লাহর পোস্ট, যা বললেন
শায়খ আহমাদুল্লাহ

দেশে বিনিয়োগ সম্মেলন চলাকালে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে যে লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে তা উদ্বেগজনক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন সামাজিক সাহায্য সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

আজ মঙ্গলবার এক ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি। এই ধরনের কাজ কেউ করতে গেলে তাকে থামিয়ে দেওয়ার আহ্বান জানান আহমাদুল্লাহ।

ওই পোস্টে তিনি বলেন, দেশে চার দিনের বিনিয়োগ সম্মেলন চলছে।

দেশের অর্থনীতিতে এই সম্মেলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী। এমন একটি স্পর্শকাতর সময়ে গতকাল কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে যে লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে তা উদ্বেগজনক ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরো বলেন, এর অন্যতম লক্ষ্য, আগ্রহী বিনিয়োগকারীদের বিভ্রান্ত করা। তাদের দেখানো যে বাংলাদেশে তাদের বিনিয়োগ নিরাপদ নয়।

বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ নষ্ট হলে কারা লাভবান হবে সেটাও স্পষ্ট।

আরো পড়ুন
হান্নান মাসউদের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা

হান্নান মাসউদের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা

 

আমরা বিশ্বাস করি, যারা লুটপাট করেছে তারা আন্দোলনকারী নয়। তারা চক্রান্তকারী এবং অপরাধী। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।

আমরা এই ধরনের লুটপাট ও অপরাধকর্ম কোনোভাবেই সমর্থন করি না। আন্দোলন চলাকালে এই ধরনের কাজ কেউ করতে গেলে তাকে থামিয়ে দিন।

ওই পোস্টের কমেন্টে বক্সে আহমাদুল্লাহ বলেন, গতকালের লুটপাট যে একটি চিহ্নিত মহলের ষড়যন্ত্র তা আরো স্পষ্ট করে দেয় এআইয়ের মাধ্যমে ছড়িয়ে দেওয়া একটি ভুয়া ছবি। চক্রান্তকারীরা কৃত্রিম ও ভুয়া ছবির মাথায় টুপি বসিয়ে আন্দোলনকারীদের ওপর দায় চাপাতে চেয়েছে। কিন্তু তাদের সেই চক্রান্ত নস্যাৎ হয়ে গেছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

দুই সেনা সদস্যের জরুরি রক্তদান, জীবন বাঁচল মা ও যমজ শিশুর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
দুই সেনা সদস্যের জরুরি রক্তদান, জীবন বাঁচল মা ও যমজ শিশুর
সংগৃহীত ছবি

মাগুরা সদর আর্মি ক্যাম্পে কর্তব্যরত দুই সেনা সদস্যের জরুরি রক্তদানে জীবন বেঁচেছে এক প্রসূতির। একই সঙ্গে যমজ পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ওই প্রসূতি মা। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ আর্মির অফিশিয়াল ফেসবুক পোস্টে বিষয়টি জানানো হয়েছে।

ওই পোস্টে বলা হয়েছে, আজ সকালে মাগুরা সদর আর্মি ক্যাম্পের কর্তব্যরত দুজন সেনা সদস্যের রক্তদানে জীবন ফিরে পেয়েছে এক প্রসূতি মা ও তার দুটি ফুটফুটে নবজাতক ছেলেসন্তান।

মাগুরা সদর উপজেলার মো. সজিব হুসাইন (২৮) নিরাশ মুখে সেনাক্যাম্পে এসে জানান, তার গর্ভবতী স্ত্রীর তাৎক্ষণিক অস্ত্রোপচারের জন্য জরুরি ভিত্তিতে দুই ব্যাগ রক্ত প্রয়োজন। যা তিনি রাতভর খুঁজেও জোগাড় করতে পারেননি।

এই মর্মস্পর্শী পরিস্থিতিতে মাগুরা সদর আর্মি ক্যাম্পের কর্তব্যপরায়ণ সেনা সদস্যরা তৎক্ষণাৎ সাড়া দেন। এমতাবস্থায় দুজন স্বেচ্ছাসেবী সেনা সদস্যকে সঙ্গে নিয়ে একটি টহল দল দ্রুত হাসপাতালে উপস্থিত হয় এবং রক্তদান সম্পন্ন করে।

এই রক্তদানের কারণে সম্ভব হয় সফল অস্ত্রোপচার এবং মো. সজিব হুসাইনের ঘরে জন্ম নেয় দুটি সুস্থ যমজ পুত্রসন্তান। বর্তমানে মা ও দুই শিশু সুস্থ আছে।

বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের সুরক্ষায় নয়, বরং মানবতার এক অক্লান্ত প্রহরী। অসহায়ত্বে সেনা সদস্যরা হয়ে ওঠেন সাহস ও নির্ভরতার প্রতীক।

মন্তব্য

সর্বশেষ সংবাদ