<p>২০১৮ সালে অভিষেকর পর জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত আটটি ওয়ানডে খেলেছেন নাজমুল হোসেন শান্ত। আট ম্যাচের আট ইনিংস ব্যাট করে তার সংগ্রহ মোটে ৯৩ রান! মানে এক শও করতে পারেননি। গড় মাত্র ১১.৬২। চলতি বিপিএলেও তার পারফরম্যান্স মোটেও ভালো নয়। তার পরও আফগানিস্তানের বিপক্ষে ঘোষিত ওয়ানডে দলে শান্তর জায়গা পাকা। নির্বাচকরা এখনো নাকি তার ওপর আত্মবিশ্বাসী।</p> <p>গত জানুয়ারিতে উইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে ওয়ানডে সিরিজে খেলেছেন শান্ত। তিন ম্যাচে তার রান যথাক্রমে ১, ১৭ এবং ২০! এই ফরম্যাটে তার স্ট্রাইকরেট ৫৮.৮৬। সর্বোচ্চ স্কোর ৩৮ বলে ১৯। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে তিনি এই রান করেছিলেন। চলতি বিপিএলে এখন পর্যন্ত ১০ ম্যাচের ৯ ইনিংসে করেছেন ১৭৬ রান। সর্বোচ্চ ৪৫। গড় ২২.০০ আর স্ট্রাইকরেট মাত্র ৯২.৬৩! এর পরও তাকে আফগানিস্তান সিরিজে সুযোগ দেওয়া হয়েছে।</p> <p>শান্ত নিজেও সম্প্রতি বলেছেন, ব্যাটিং নিয়ে তিনি চিন্তিত নন। বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। জবাবে তিনি শোনান আত্মবিশ্বাসের কথা, 'শান্তকে নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা হয়েছে। ওয়ানডে ফরম্যাটে নিয়ে তাকে নিয়ে আমরাও যথেষ্ট আত্মবিশ্বাসী। সে আমাদের টেস্ট ক্রিকেটের নিয়মিত খেলোয়াড়। আশা করছি ৫০ ওভারের ফরম্যাটেও ভালো করবে।'</p>