জয়ে প্রথম লেগ শেষ করা শেখ রাসেল নব উদ্যমে নেমেছে দলবদলের বাজারে। মধ্যবর্তী দলবদলে নতুন বিদেশি আনছে তারা দ্বিতীয় লেগের জন্য। আসছেন দুই আইভরি কোস্টের ফুটবলার চার্লস দিদিয়ের ও নাইজেরিয়ার ইসমাহিল আকিনাদে। অবশ্য ভালো ‘নাম্বার নাইন’ এর সন্ধান পায়নি তারা এখনো।
দুই আফ্রিকান যোগ হচ্ছেন শেখ রাসেলে
ক্রীড়া প্রতিবেদক

শেখ রাসেল ক্রীড়া চক্রের কোচ জুলফিকার মাহমুদ মিন্টু বলেছেন, ‘দ্বিতীয় লেগে আমাদের ভালো করতে হবে। একটা সম্মানের জায়গায় লিগ শেষ করতে চাই আমি। তাই ভালো বিদেশিদের নিয়ে দলটা নতুন করে গোছাতে হবে। এ লক্ষ্যে ক্লাব ম্যানেজমেন্ট কাজ করছে।
তাঁদের জায়গায় আসছেন পুরনো আইভরিয়ান চার্লস দিদিয়ের। এই মিডফিল্ডার আগে চট্টগ্রাম আবাহনীর হয়ে খেলে গেছেন। তাঁর সঙ্গী হয়ে আসছেন আরেক নাইজেরিয়ান উইঙ্গার ইসমাহিল আকিনাদে। তিনি মিসর লিগে খেলেছিলেন, কিন্তু মাঝপথে চুক্তি শেষ করে দেন ক্লাবের সঙ্গে। দুজন চূড়ান্ত হয়ে গেলেও শেখ রাসেল খুঁজছে একজন বক্সের স্ট্রাইকার। ‘কলম্বিয়া অনূর্ধ্ব-১৭ দলের স্ট্রাইকার জোসে কোরিয়াসহ কয়েকজন তালিকায় আছে। আমরা চেষ্টা করছি একজন ভালো স্ট্রাইকার আনতে’—বলেছেন রাসেল কোচ মিন্টু। তাঁর লক্ষ্য হলো, আট নম্বরে থাকা দলটাকে চতুর্থ-পঞ্চম স্থানে নিয়ে তোলা।
সম্পর্কিত খবর

৫১ বছরের অপেক্ষা ফুরাল ইতালিয়ান ক্লাবের
ক্রীড়া ডেস্ক

শেষবার যখন ইতালিয়া কাপের ফাইনালে ওঠে বোলোনিয়া তখন চ্যাম্পিয়নও হয়েছিল। কিন্তু সেই যে ১৯৭৪ সালে ট্রফি জয়ের স্বাদ পেল তা পরবর্তীতে স্পর্শ করা তো দূরে থাক সামনে থেকে দেখারও সুযোগ পায়নি ইতালিয়ান ক্লাব।
অবশেষে সেই অপেক্ষা ফুরিয়েছে। সময়ের হিসেবে যা ৫১ বছর।
ফাইনালে ওঠার অর্ধেক কাজটা অবশ্য কোপা ইতালির সেমিফাইনালের প্রথমে লেগেই করে রেখেছিল বোলোনিয়া।
আগামী ১৪ মে কোপা ইতালির ফাইনাল হবে এস রোমার মাঠ এস্তাদিও ওলিম্পিকোতে। টুর্নামেন্টের শ্রেষ্ঠত্বের মঞ্চে বোলোনিয়ার প্রতিপক্ষ এসি মিলান। তারা নগরপ্রতিন্দন্দ্বী ইন্টার মিলাকে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল। সেমির দুই লেগ মিলিয়ে তাদের জয়ের ব্যবধান ছিল ৪-১। ২২ বছর পর আরেকটি শিরোপা জয়ের লক্ষ্যে নামবে ৫ বারের কোপা ইতালিয়া জয়ীরা।
সর্বশেষ ২০০৩ সালে জিতেছিল মিলান। ২০১৮ সালের ফাইনালে খেললেও জুভেন্টাসের কাছে ৪-০ গোলে হারে। এবার দুইবারের চ্যাম্পিয়ন বোলোনিয়ার বিপক্ষে তাদের কপালে কি অপেক্ষা করছে সেটাই দেখার বিষয়।

দেশপ্রেম নিয়ে প্রশ্ন ওঠায় ক্ষুব্ধ অলিম্পিকে স্বর্ণজয়ী ভারতীয় অ্যাথলেট
ক্রীড়া ডেস্ক

টানা দুই অলিম্পিকে পদক জিতেছেন নীরজ চোপড়া। তার মধ্যে টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রোতে স্বর্ণ জিতেছেন তিনি। সেই ভারতীয় তারকার দেশপ্রেম নিয়েই এবার প্রশ্ন উঠেছে।
সঙ্গে নীরজসহ তার পরিবারকে সামাজিক মাধ্যমে অকথ্য ভাষায় আক্রমণ করছেন দেশটির উগ্র জনতা।
সর্বশেষ প্যারিস অলিম্পিকে জ্যাভলিনে সোনা ধরে রাখার মিশনে রুপা জিতেছেন নীরজ। আরশাদের কাছে সোনা হারিয়েছেন তিনি।
ভারতের হয়ে অলিম্পিকে স্বর্ণজয়ী নীরজ সম্প্রতি বেঙ্গালুরুতে একটি ‘এনসি ক্ল্যাসিক’ প্রতিযোগিতা আয়োজন করেছেন।
এ কারণেই নীরজের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছেন সেই সব উগ্র জনতারা। জনতার এমন কাণ্ডে হতাশ নীরজ সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘এত বছর ধরে গর্বের সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।
আরশাদকে আমন্ত্রণ জানানোর ব্যাখ্যায় নীরজ বলেছেন, ‘আরশাদ নাদিমকে এনসি ক্ল্যাসিকে আমন্ত্রণ জানানোয় প্রচুর কথা হচ্ছে। চারিদিকে শুধু ঘৃণা আর কটুক্তি। আমার পরিবারকেও আক্রমণ করছে তারা। একজন ক্রীড়াবিদ হিসেবে আরশাদকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তার চেয়ে বেশি কিছু নয়। আমার লক্ষ্য ছিল এনসি ক্ল্যাসিকের মাধ্যমে বিশ্বের সেরাদের ভারতে আনা। সব ক্রীড়াবিদের কাছে আমন্ত্রণ সোমবার পাঠানো হয়েছিল। পেহেলগাম কাণ্ডের আগেই আমন্ত্রণ চলে গিয়েছিল। পরের ৪৮ ঘণ্টায় যা ঘটেছে, তার পর আরশাদের এই প্রতিযোগিতায় যোগ দেওয়ার আর প্রশ্নই ওঠে না।’
কাশ্মীরে নিহতের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরজ আরও বলেছেন, ‘খুব কম কথার মানুষ বলে এই নয় যে, কোনও ভুল দেখলে কথা বলব না। আর যখন আমার দেশপ্রেম এবং পরিবারের সম্মান নিয়ে প্রশ্ন তোলা হয় তখন তো অবশ্যই মুখ খুলব। সব সময় আমার কাছে দেশ আগে। যারা নিজের প্রিয়জনকে হারিয়েছেন তাদের সমবেদনা জানাই। পেহেলগামে যা ঘটেছে, তা নিয়ে পুরো দেশের মানুষের মতো আমিও শোকাহত এবং ক্ষুব্ধ। আমি এই বিষয়ে আত্মবিশ্বাসী যে, আমার দেশ ঠিক এর জবাব দেবে এবং দেশের শক্তি প্রদর্শন করবে।’

তামিম-হৃদয়দের সঙ্গে আলোচনায় বসেছেন বিসিবি সভাপতি
ক্রীড়া ডেস্ক

তাওহিদ হৃদয়ের শাস্তি নিয়ে গত কদিন ধরেই নাটক শুরু হয়েছে। শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে একটা সমাধান দিলেও তাতে নাটক শেষ বলে ধরে নেওয়া যাচ্ছে না। কেননা শোনা যাচ্ছে মোহামেডানের বর্তমান অধিনায়কের বিষয়েই নাকি আজ সংবাদ সম্মেলন ডেকেছেন তামিম ইকবাল।
তামিমের ডাকেই আজ বিসিবিতে মোহামেডানের অনেকেই আসছেন।
গত ১২ এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়ে এক ম্যাচের শাস্তি পান হৃদয়। সঙ্গে আবাহনীর বিপক্ষে ম্যাচটিতে অসদাচরণের জন্য ৪ ডিমেরিট ও ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়। কিন্তু ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান হৃদয়।
হৃদয়ের শাস্তি কমানোয় সিসিডিএমের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও আম্পায়ার এনামুল হক।
কিন্তু গতকাল হঠাৎ করেই আজকের সংবাদ সম্মেলনের ডাক দেন তামিম। গত মাসে ডিপিএলের ম্যাচ খেলার সময় বিকেএসপিতে হার্ট অ্যাটাকে অসুস্থ হওয়ার পর থেকেই মাঠের বাইরে আছেন মোহামেডানের মূল অধিনায়ক। তার অবর্তমানেই দলকে নেতৃত্ব দিচ্ছেন হৃদয়। বাংলাদেশের সাবেক বাঁহাতি ওপেনারের ডাকে শুধু মোহামেডানের ক্রিকেটাররাই আসেননি অন্য দলেরও অনেকে এসেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন- নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, শামীম হোসেন পাটোয়ারী, ইলিয়াস সানি ও জিয়াউর রহমানরা।

আগামীকাল থেকে শুরু হচ্ছে এমএনসি চ্যাম্পিয়নস ট্রফি
ক্রীড়া ডেস্ক

২৬ এপ্রিল থেকে শুরু হচ্ছে এমএনসি চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫। ৬টি দলের অংশগ্রহণে হবে এই টুর্নামেন্ট।
উদ্ধোধনী দিনে হবে তিনটি ম্যাচ। যেখানে জেটিআইয়ের মুখোমুখি হবে স্টান্ডার্ড চাটার্ড ব্যাংক।
গ্রুপ পর্বে প্রত্যেক দল ৫টি করে ম্যাচ খেলবে। যেখানে প্রত্যেক দল সবার মুখোমুখি হবে।
২৬ এপ্রিল থেকে শুরু হয়ে ১০ মে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টটির। সব ম্যাচ অনুষ্ঠিত হবে বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট গ্রাউন্ডে।