<p>দীর্ঘদিন পর বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া জিম্বাবুয়ে জয় দিয়ে আসর শুরু করল। আজ সোমবার ‘বি’ গ্রুপের ম্যাচে তারা আয়ারল্যান্ডকে ৩১ রানে উড়িয়ে দিয়েছে। আইরিশরাও ভালোই লড়াই করেছে। ব্যাট হাতে বিধ্বংসী ইনিংসের পর বল হাতেও শিকার ধরে জিম্বাবুয়ের এই জয়ে অবদান রেখেছেন অলরাউন্ডার সিকান্দার রাজা। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।</p> <p>রান তাড়ায় নেমে আইরিশরা মাত্র ৬৪ রানে ৫ উইকেট হারায়। ব্রলেসিং মুজরাবানি এবং এনগ্রাভা বল হাতে ভয়ংকর হয়ে ওঠেন। পঞ্চম উইকেটে ৩৩ বলে ৪২ আর ষষ্ঠ উইকেটে ১৯ বলে ২৭ রানের দুটি জুটির দেখা পায় আইরিশরা। তবে এতে তারা হার এড়াতে পারেনি। ২২ বলে সর্বোচ্চ ২৭ রান করেন ক্রুইস্ট ক্যাম্পার। এ ছাড়া ডকরেল এবং ড্যালনি ২৪ রান করে সংগ্রহ করেন। শেষদিকে ম্যাকার্থির ১৬ বলে অপরাজিত ২২* পরাজয়ের ব্যবধান কমিয়েছে। ২৩ রানে ৩ উইকেট নিয়েছেন মুজরাবানি। ২টি করে নিয়েছেন এনগ্রাভা ও চাতারা। সিকান্দার রাজা নিয়েছেন ২২ রানে ১ উইকেট।</p> <p>এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৪ রান তোলে জিম্বাবুয়ে। সিকান্দার রাজার ব্যাট থেকে আসে ৪৮ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংস। তার ইনিংসে ছিল পাঁচটি করে চার ও ছক্কার মার। বেশ কয়েকটি কার্যকর জুটিতে এগিয়ে যায় জিম্বাবুয়ে। দ্বিতীয় উইকেটে ওয়েসলি মাধভেরে আর ক্রেইগ আরভিনের জুটিতে আসে ২৮ বলে ৩৭ রান।</p> <p>চতুর্থ উইকেটে শন উইলিয়ামস-সিকান্দার রাজা গড়েন ২৭ বলে ৪২ রানের জুটি। মাত্র ২৬ বলে ফিফটি তুলে নেন সিকান্দার রাজা। পঞ্চম উইকেটে রাজা-সুম্বার জুটিতে আসে ৩৫ বলে ৫৮ রান। ষষ্ঠ উইকেটে রাজার সঙ্গে ১৭ বলে ৩৩ রানের ধ্বংসাত্মক জুটি গড়েন লুকি জঙ্গুই। শেষ দিকে ১০ বলে অপরাজিত ২০ রান করে লুকি জঙ্গুইও ভালো অবদান রাখেন।</p>