প্রথম দেখাতেই তাঁকে মনে ধরেছিল হাভিয়ের কাবরেরার। তখনো চ্যাম্পিয়নশিপ লিগ শুরু হয়নি। কিন্তু মিরাজুল ইসলামকে অনুশীলনে দেখেই এশিয়ান গেমসের প্রাথমিক দলে নিয়ে নিয়েছিলেন স্প্যানিশ কোচ। গত বছর সেই গেমস অবশ্য আর হয়নি।
গোলের মালা গাঁথছেন মিরাজ
ক্রীড়া প্রতিবেদক

তবে লিগ শুরু হতেই দেখা গেল জহুরি বাছাইয়ে ভুল করেননি জাতীয় দলের কোচ। মিরাজ একের পর এক গোল করে চলেছেন। অনূর্ধ্ব-২০ কি অনূর্ধ্ব-১৭ সাফ— সেখানেও একই ছন্দে এই তরুণ। ফলে মোহামেডান দলে ডেকে নেয় তাঁকে।
এলিট আট ম্যাচের যে ছয়টা জিতেছে, তার প্রত্যেকটিতে গোল করেছেন মিরাজ। হ্যাটট্রিক করেছেন উত্তরা এফসির বিপক্ষে। সর্বশেষ স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে ম্যাচটিসহ জোড়া গোল করেছেন চার ম্যাচে। তবে প্রতিটি ম্যাচে পেনাল্টিতে গোল আছে তাঁর।
মিরাজ বলেছেন গোল করে করে তাঁর আত্মবিশ্বাস এখন তুঙ্গে, ‘টানা গোলের মধ্যে থাকায় এখন মনে হচ্ছে মাঠে নামলেই কিছু একটা করতে পারব। দল হয়তো পিছিয়ে আছে, কিন্তু আমার বিশ্বাস আমি গোল পাব। সেটা পাচ্ছিও।’ পেনাল্টিতে করা গোল নিয়ে বলছিলেন, ‘এর চার-পাঁচটা আমি নিজেই আদায় করেছি। আর পেনাল্টির গোলও তো গোলই, তাই না!’
সম্পর্কিত খবর

এশিয়া কাপের স্বপ্ন শেষ বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক

গত চার আসরে তিনবারই বাংলাদেশের কাছে ফাইনাল হেরে স্বপ্ন ভাঙা ওমান এবার হারিয়ে দিয়েছে বাংলাদেশকে। আজ এএইচএফ কাপের সেমিফাইনালে ৫-৪ ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছে গেছে ওমান। টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার মুকুট হারানোর সঙ্গে এ বছর ভারতে হতে যাওয়া এশিয়া কাপে খেলার সুযোগও হাতছাড়া হলো বাংলাদেশের। টুর্নামেন্টের সেরা দুই দল কাটবে এশিয়া কাপের টিকিট।
টানা চার ম্যাচ জেতার আত্মবিশ্বাস নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তায় খেলতে নামে বাংলাদেশ। তবে অষ্টম মিনিটেই পিছিয়ে পড়ে মামুন উর রশিদের দল। প্রথম কোয়ার্টারে অবশ্য পেনাল্টি কর্নারে সমতা ফেরান সোহানুর রহমান সবুজ। পরের কোয়ার্টারে ওমানের ওপর চাপ বাড়াতে থাকে বাংলাদেশ।
তৃতীয় কোয়ার্টারের শুরুতে আল আলিয়াস আলতো টোকায় ওমানকে আরও এগিয়ে দেন।

তামিমদের চাপে হৃদয়ের শাস্তি এক বছর স্থগিত
ক্রীড়া ডেস্ক

তাওহিদ হৃদয়ের শাস্তি নিয়ে জলঘোলার যেন শেষ নেই। আম্পায়ারের সঙ্গে অসদাচরণের জন্য যে শাস্তি তার এবারের মৌসুমে পাওয়ার কথা ছিল তা এখন আগামী বছরের জন্য স্থগিত করা হয়েছে।
এতে করে সুপার লিগের বাকি দুই ম্যাচ মোহামেডানের হয়ে খেলতে বাধা নেই হৃদয়ের। তাই আগামীকাল গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে টস করতে মাঠে নামছেন বাংলাদেশি ব্যাটারই।
তবে ফাহিমের বলাটা যেহেতু মুখে তাই শাস্তিটা কার্যকর হয়নি। কারণ আনুষ্ঠানিকভাবে হৃদয়কে শাস্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেনি সিসিডিএম। মোহামেডানের অধিনায়কের শাস্তির নাটক নিয়েই আজ তামিম ইকবালের নেতৃত্ব একদল ক্রিকেটার বিসিবির সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বৈঠক করেন।
হৃদয়ের শাস্তি স্থগিত হওয়ার বিষয়টা যে ক্রিকেটারদের চাপেই হয়েছে সেটা না বললেও আর চলে। গত ১২ এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়ে এক ম্যাচের শাস্তি পান হৃদয়। সঙ্গে আবাহনীর বিপক্ষে ম্যাচটিতে অসদাচরণের জন্য ৪ ডিমেরিট ও ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।
হৃদয়ের শাস্তি কমানোয় সিসিডিএমের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও আম্পায়ার এনামুল হক।
কিন্তু আজ ক্রিকেটার ও বিসিবির বৈঠকের পর সিদ্ধান্তে পরিবর্তন এসেছে। হৃদয়ের শাস্তির বিষয়ে বৈঠক শেষে তামিম বলেছেন, ‘তাওহিদ হৃদয়ের দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তখন কেউ নিয়ে কোনো কথা বলেনি। কিছুদিন পর তার শাস্তি দুই ম্যাচ থেকে এক ম্যাচ করা হয়েছে। বিসিবি এটা করেছে। তখনো আমরা কোনো কথা বলিনি। এক ম্যাচ শাস্তি ভোগ করার পর সে দুই ম্যাচ খেলল। তার মানে সে তার শাস্তি ভোগ করেছে। দুই ম্যাচ খেলার পর গতকাল আমরা শুনেছি তাকে আবার এক ম্যাচের জন্য বহিষ্কার করা হয়েছে। এটা কোন নিয়মে করা হয়েছে আমাদের জানা নেই। এটা হাস্যকর। বিসিবি তাকে খেলতে দিয়েছে, আবার কিভাবে শাস্তি দেয়।’

‘জনসম্মুখে ক্রিকেটারদের নাম প্রকাশ করা এবং ডেকে নিয়ে অভিনয় করানো অপমানের’
ক্রীড়া ডেস্ক

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এক ম্যাচ ঘিরে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। সেই ম্যাচ নিয়ে তদন্তও চলছে। যাদের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে সেই দুই ক্রিকেটারকে তদন্তের অংশ হিসেবে মিরপুরে ডেকে নিয়ে মিডিয়ার সামনে এভাবে দৃশ্য ধারণ করার বিষয়টি মানতে পারছেন না তামিম ইকবাল।
তামিমের মতে, তারা যদি দোষী হয় তাহলে শাস্তি পাক আমরাও চাই।
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তামিম বলেছেন, ‘কিছুদিন আগে আপনারা দেখেছেন গুলশান আর শাইপুকুরের ম্যাচে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমরা বোর্ডকে খুবই স্পষ্টভাবে বলেছি দেখুন, যদি সেখানে কোনো দুর্নীতি হয় বা কোনো ক্রিকেটার কোনো ভুল কিছু করেছে তার শাস্তি হোক আমরা সবাই চাই।
গত ৯ এপ্রিল গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুরের ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। সেই ম্যাচে শাইনপুকুরের দুই ব্যাটার সন্দেহজনকভাবে আউট হন। সেই দুই ক্রিকেটার হচ্ছেন- রহিম আহমেদ ও মিনহাজুল আবেদীন সাব্বির।
শুধু ডিপিএলের নয়, বিপিএলের ফিক্সিং নিয়েও কথা বলেছেন তামিম। ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে ১০ জন ক্রিকেটারের নাম মিডিয়াকে দেওয়ায় বিসিবির সমালোচনা করেছেন তিনি। বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেছেন, ‘এর আগে বিপিএলেও একই ঘটনা ঘটেছে। দশজনের নাম লিক হয়েছে। বিসিবি থেকে দশজনের ছবি দিয়েছে বিভিন্ন মিডিয়াতে। ওইখান থেকে যদি কোনো ক্রিকেটার দোষী হয় তাহলে আমরা সব ক্রিকেটার চাই তার শাস্তি হোক। যতটুকু শাস্তি সম্ভব দেয়া হোক। যদি ওইখান থেকে দুজন নির্দোষ বা আটজন নির্দোষ, নামগুলো লিক করে দেয়া পাবলিকলি এটা ক্রিকেটারদের জন্য অপমানজনক। এগুলো নিয়ে আমরা চিন্তায় ছিলাম। ক্রিকেটারদের এভাবে ট্রিট করতে থাকলে ভালো কিছু হবে না।’

বসুন্ধরা ফুটবল একাডেমির টার্ফ আন্তর্জাতিক মানের (ভিডিওসহ)
অনলাইন ডেস্ক

বসুন্ধরা কিংস ফুটবল একাডেমিতে প্রশিক্ষণ নেওয়া প্রশিক্ষণার্থীদের মতে, বসুন্ধরার টার্ফ আন্তর্জাতিক মানসম্পন্ন, যা তাদের স্বপ্নপূরণে বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে। উন্নত অবকাঠামো ও পেশাদার পরিবেশে তারা পাচ্ছে বিশ্বমানের অভিজ্ঞতা।
বিস্তারিত ভিডিওতে...
।