<p>শেখ মোরসালিনের আগমনটা ছিল আশাজাগানিয়া। এলেন, দেখলেন, জয় করলেন<span lang="DA" style="font-size:12.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">―</span></span>ব্যাপারটা ছিল অনেকটা এমনই। সাফ চ্যাম্পিয়নশিপে জাতীয় দলে প্রথমবার সুযোগ পেয়ে বাজি মাত করে হয়েছিলেন শিরোনাম। কিন্তু কিছুদিনের ব্যবধানে মুদ্রার উল্টো পিঠও দেখতে হয়েছে এই তরুণকে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাদ পড়েন ক্লাব ও জাতীয় দল থেকে। সেই ঘটনা মাসখানেক একপ্রকার ফুটবল থেকেই তাঁকে দূরে সরিয়ে রেখেছিল। ছিলেন না অনুশীলনের মধ্যেও। সেখান থেকে অবশ্য আবারও জাতীয় দলে ফিরেছেন তিনি। বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ম্যাচ দিয়েই ফেরার উপলক্ষ পেয়েছেন এই তরুণ। তবে ফেরার সুযোগটা কতটুকু কাজে লাগাতে পারবেন, সেটা নিয়েও আছে শঙ্কা!</p> <p>এই শঙ্কা জাগার কারণও আছে বটে। গত ১৯ সেপ্টেম্বরের পর প্রতিযোগিতামূলক ম্যাচে মাত্র ২৫ মিনিট মাঠে থাকার সুযোগ পেয়েছেন মোরসালিন। বসুন্ধরা কিংসের জার্সিতে স্বাধীনতা কাপে নৌবাহিনীর বিপক্ষে বদলি হয়ে নেমেছিলেন তিনি। এর মাঝে তাঁর অনুপস্থিতিতে বিশ্বকাপ বাছাই প্লে অফে মালদ্বীপের বিপক্ষে একাদশে সুযোগ পেয়েছিলেন ফয়সাল আহমেদ ফাহিম। সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরেন ফয়সাল। ফিরতি লেগে কিংস অ্যারেনায় তাঁর গোলেই জিতেছিল বাংলাদেশ। তাই হাভিয়ের কাবরেরা নিশ্চয়ই চাইবেন, মালদ্বীপ ম্যাচের কম্বিনেশন অস্ট্রেলিয়া ম্যাচেও ধরে রাখতে। সে ক্ষেত্রে সকারুদের বিপক্ষে একাদশে মোরসালিনকে না রাখার সম্ভাবনাই বেশি। যদিও এ নিয়ে আনুষ্ঠানিক কিছু জানাননি এই স্প্যানিয়ার্ড।</p> <p>গত সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে নিজের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচে গোল করেছিলেন মোরসালিন। যে ছন্দে ছিলেন, ঠিক সেখান থেকে আবারও শুরু করতে পারবেন কি না এ নিয়েও আছে প্রশ্ন। তবে মোরসালিন অবশ্য এসব নিয়ে ভাবছেন না। দলের সঙ্গে ভালোভাবে মানিয়ে নেওয়াতেই আপাতত মনোযোগ তাঁর, ‘একাদশে থাকব কি না এই ব্যাপারটা নিয়ে আসলে ভাবছি না। ফিরেছি এটা আমার জন্য স্বস্তির। খেলব কি না সেটা কোচ ঠিক করবেন। আমি আমার কাজটা করে যাচ্ছি। দলের সঙ্গে অনুশীলন করছি, মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। সুযোগ পেলে নিজেকে মেলে ধরার সর্বোচ্চ চেষ্টা করব।’</p> <p>মাঝমাঠ নিয়ন্ত্রণ করতে পারার দারুণ দক্ষতা আছে এই তরুণের মধ্যে। সেই সঙ্গে আছে গোল করা ও করানোর সামর্থ্য। যে কারণে তাঁকে চিনতে ভুল হয়নি হাভিয়ের কাবরেরার। মাত্র সাত ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ার। এরই মধ্যে গোল করেছেন তিনটি। যে কারণে দেশের ঘুণে ধরা ফুটবলে আশার আলো হয়ে আসা এই তরুণকে নিয়ে নতুন স্বপ্নই বুনেছিল সমর্থকরা। সেই স্বপ্নপূরণের পথে কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়তে হচ্ছে মোরসালিনকে। নিজের ফেরাটা কিভাবে রাঙান, সেটাই এখন দেখার।</p>