<p>রেকর্ডটা যে গড়বেন, তা জানাই ছিল। তবে কত দ্রুত গড়তে পারবেন তাইজুল ইসলাম সেটাই দেখার বিষয় ছিল। কেননা রেকর্ডটি গড়তে ৬ টেস্ট হাতে ছিল তার। তবে রেকর্ড গড়তে প্রথমবার সেই সুযোগ পেয়ে লুফেই নিলেন তিনি।</p> <p>মিরপুরের স্পিন স্বর্গে বাংলাদেশের হয়ে টেস্টে দ্রুততম ২০০ উইকেটের রেকর্ড গড়েছন তাইজুল। তার মাইলফলক উইকেটের শিকার ম্যাথু ব্রিটজকে। দক্ষিণ আফ্রিকার ব্যাটারকে বোল্ড করে কীর্তিটা গড়েছেন বাঁহাতি স্পিনার। ৪৮ টেস্টে ২০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিন। তার আগে এই রেকর্ডের মালিক ছিলেন সাকিব আল হাসান। ৫৪ ম্যাচে রেকর্ডটি গড়েছিলেন তিন সংস্করণের সাবেক এক নম্বর অলরাউন্ডার।</p> <p>বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে ২০০ উইকেটের কীর্তি গড়েছেন তাইজুল। প্রথমজন স্বাভাবিকভাবেই যার রেকর্ড ভেঙেছেন সেই সাকিব। মিরপুরে ব্যাটিং ব্যর্থতার দিনে বাংলাদেশকে ম্যাচেও ফিরিয়েছেন তাইজুল। তার ঘূর্ণিতেই বাংলাদেশকে বাগে পেয়েও ব্যাটিংয়ে ধুঁকছে প্রোটিয়ারা। </p> <p>কীর্তি গড়ার পর তাইজুল পরে টেস্টে ১৩তম বারের মতো ৫ উইকেট নেওয়ার মাইলফলকও স্পর্শ করেছেন। তার ঘূর্ণিতে দিশাহারা হয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত  ৬ উইকেটে ১৩১ রান করেছে দক্ষিণ আফ্রিকা। তাদের লিড দাঁড়িয়েছে ২৫ রানের। ১৫ রান করা কাইল ভেরেইনের বিপরীতে ১১ রান করে অপরাজিত আছেন উইয়ান মুল্ডার। বাকি উইকেটটি নিয়েছেন পেসার হাসান মাহমুদ। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয়।</p>