<p style="text-align:justify">দানকৃত অর্থের কোনো আয়কর দিতে হবে না জানিয়ে দাতাদের সুসংবাদ দিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। রবিবার (২০ অক্টোবর) এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্ট দিয়েছেন তিনি।</p> <p style="text-align:justify">ওই পোস্টে তিনি লিখেছেন, ‘আস-সুন্নাহ ফাউন্ডেশনের দাতাদের জন্য সুসংবাদ! গত ১০ অক্টোবর জারীকৃত প্রজ্ঞাপন মতে এখন থেকে আস-সুন্নাহ ফাউন্ডেশনে দান করলে দাতাকে দানকৃত অর্থের কোনো আয়কর দিতে হবে না। ফাউন্ডেশনের দাতাদের কর রেয়াত অনুমোদন করায় আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দেশ ছাড়ার আগে যা বলতে চেয়েছিলেন শেখ হাসিনা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/20/1729428811-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দেশ ছাড়ার আগে যা বলতে চেয়েছিলেন শেখ হাসিনা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/20/1437199" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">তিনি আরো লিখেছেন, ‘পাশাপাশি অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠান, যারা স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে বৃহৎ পরিসরে মানবিক কাজ করে যাচ্ছে, তাদের অনুদান দিলেও দাতাদের কর রেয়াতের আহ্বান জানাই।’</p> <p style="text-align:justify">‘উল্লেখ্য, আস-সুন্নাহ ফাউন্ডেশনের করযোগ্য তেমন কোনো আয় নেই। যৎসামান্য যা আছে, সেগুলোর নিয়মিত কর প্রদান করা হয়।’</p>