ঢাকা, শনিবার ০৫ এপ্রিল ২০২৫
২২ চৈত্র ১৪৩১, ০৫ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শনিবার ০৫ এপ্রিল ২০২৫
২২ চৈত্র ১৪৩১, ০৫ শাওয়াল ১৪৪৬

সুযোগ হারানোর আক্ষেপ বাংলাদেশের

শেয়ার
সুযোগ হারানোর আক্ষেপ বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক : অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিন দারুণভাবে শুরু করে বাংলাদেশ। প্রথম ৩ ওভারের মধ্যে জসুয়া দা সিলভা (১৬) ও আলজারি জোসেফকে (৪) আউট করেন হাসান মাহমুদ। গতকাল ৫ উইকেটে ২৫০ রানে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ যখন মনে হচ্ছিল তিন শ রানের মধ্যে গুটিয়ে যাবে, তখন প্রতিরোধের দেয়াল তোলেন জাস্টিন গ্রিভস ও কেমার রোচ। দুজনই ক্যারিয়ারসেরা ইনিংসের সঙ্গে গড়েন রেকর্ড জুটি।

এই জুটি আগেই থামাতে পারত সফরকারীরা। তবে সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ দল।

তাসকিন আহমেদের বলে ব্যক্তিগত ৭৭ রানে উইকেটের পেছনে ক্যাচ দেন গ্রিভস। কিন্তু আউটের জন্য আবেদনই করেননি বাংলাদেশের ফিল্ডাররা।

সুযোগ কাজে লাগিয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেন তিনি। তার সঙ্গে ১৪০ রানের জুটিতে ৪৮ রানের ইনিংস খেলেন রোচ। দুজনের এই জুটি বাংলাদেশের বিপক্ষে অষ্টম উইকেটে সর্বোচ্চ।

চা বিরতি পর্যন্ত ৮ উইকেট হারানো ক্যারিবীয়দের সংগ্রহ ৪১৫ রান।

গ্রিভস ১০৯ রানে ব্যাট করছিলেন।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

টিভিতে

শেয়ার
টিভিতে

ফুটবল

ইপিএল, এভারটন-আর্সেনাল

সরাসরি, বিকেল ৫-৩০ মিনিট

স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা, রিয়াল মাদ্রিদ-ভ্যালেন্সিয়া

সরাসরি, রাত ৮-১৫ মিনিট, জিও সিনেমা

বার্সেলোনা-রিয়াল বেতিস

সরাসরি, রাত ১টা, জিও সিনেমা

বুন্দেসলিগা, ফ্রেইবুর্গ-ডর্টমুন্ড

সরাসরি, সন্ধ্যা ৭-৩০ মিনিট, টেন ২

ক্রিকেট

নিউজিল্যান্ড-পাকিস্তান, তৃতীয় ওয়ানডে

সরাসরি, ভোর ৪টা, টেন ৫

প্রাসঙ্গিক
মন্তব্য

টি স্পোর্টস

শেয়ার
টি স্পোর্টস

ক্রিকেট

আইপিএল

চেন্নাই-দিল্লি

সরাসরি, বিকেল ৪টা

পাঞ্জাব-রাজস্থান

সরাসরি, রাত ৮টা

প্রাসঙ্গিক
মন্তব্য

সিটিকে টপকে চারে চেলসি

শেয়ার
সিটিকে টপকে চারে চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার গন্তব্য অনেকটা নিশ্চিত। লিভারপুলের ট্রফি উদযাপন সময়ের ব্যাপার বলা যায়। তবে সেরা চারে থাকার লড়াই দারুণ জমে উঠেছে। এ ক্ষেত্রে তিন নম্বরে থাকা নটিংহাম ফরেস্ট খানিকটা সুবিধাজনক অবস্থানে যদিও।

তবে চার নম্বর স্থানটির জন্য বেশ জমজমাট লড়াই হচ্ছে। অন্তত পাঁচটি দল আছে সেরা চারে থাকার রেসে।

এ ক্ষেত্রে আপাতত চার নম্বরে আছে চেলসি। টটেনহামকে হারিয়ে ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলেছে ব্লুজরা।

স্ট্যামফোর্ড ব্রিজে টটেনহামের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে চেলসি। পঞ্চাশতম মিনিটে জয়সূচক গোলটি করেছেন এনসো ফের্নান্দেস। ইএসপিএন

মন্তব্য

আজই উৎসব পিএসজির!

শেয়ার
আজই উৎসব পিএসজির!

পিএসজির শিরোপা নিশ্চিতই। আজ রাতে অজির বিপক্ষে হার এড়ালে আনুষ্ঠানিকতাটুকুও সেরে নেবে লুই এনরিকের দল। ছয় রাউন্ডের খেলা বাকি থাকতে ফরাসি লিগের শিরোপা উৎসব করবে তারা। সাত রাউন্ডের খেলা বাকি থাকতে তারা ২১ পয়েন্ট এগিয়ে।

পিএসজির লক্ষ্য এখন অপরাজিত থেকে লিগ শেষ করা। ফরাসি লিগে যে কীর্তি নেই আর কোনো ক্লাবের। এএফপি

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ