ঢাকা, বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত ইয়াসিনের মা পাবেন তারেক রহমানের উপহার

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
শেয়ার
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত ইয়াসিনের মা পাবেন তারেক রহমানের উপহার
ছবি : কালের কণ্ঠ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত ময়মনসিংহের গৌরীপুরের ডৌহাখলা ইউনিয়নের মরিচালী গ্রামের ইয়াসিন মিয়া শেখের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে নতুন ঘর করে দেওয়া হবে বলে জানিয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার দলীয় নেতাকর্মীদের নিয়ে গৌরীপুরের ডৌহাখলা ইউনিয়নের মরিচালী গ্রামে ইয়াসিনের বাড়িতে গিয়ে তার পরিবারের সার্বিক খোঁজখবর নিয়ে পরিবারকে ঘর নির্মাণের সুখবর দেন। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন ইয়াসিনের মা ফিরোজা বেগমের হাতে।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, ‘ইয়াসিন মিয়া শেখ আমাদের ছাত্রদলের কর্মী ছিলেন।

তাই আমাদের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে এই পরিবারের পাশে থাকা। আমরা আজকে আনুষ্ঠানিকভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইয়াসিনের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছি এবং তারেক রহমানের পক্ষ থেকে এই পরিবারকে একটি ঘর উপহার দেব। এ রকম বার্তা পাঠিয়েছেন তারেক রহমান।’

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, হাফেজ মো. আজিজুল হক, অ্যাডভোকেট নুরুল হক প্রমুখ।

প্রসঙ্গত, ইয়াসিন মিয়া শেখ গৌরীপুরে ডৌহাখলা ইউনিয়নের মরিচালি গ্রামের মৃত আব্দুস সাত্তার শেখের ছেলে। গত বছরের ৪ সেপ্টেম্বর ইয়াসিন রাশিয়ার একটি কম্পানিতে চাকরির জন্য দেশ ত্যাগ করেন। সেখানে কয়েক মাস চাকরির পর গত বছরের ২২ ডিসেম্বর চুক্তিভিত্তিক যোদ্ধা হিসাবে রাশিয়ান সেনাবাহিনীতে যোগদান করেন ইয়াসিন। রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেয়ার ছবি ও ভিডিও ইয়াসিন নিজের ফেসবুকে প্রকাশ করতেন।

কিন্তু ঈদের পরদিন এপ্রিলের ১ তারিখ তার মৃত্যুর খবর পেয়েছে পরিবার। যুদ্ধ চলাকালে মিসাইল হামলায় তিনি প্রাণ হারান বলে জানিয়েছেন রাশিয়ায় থাকা পরিচিতজনেরা।

ইয়াসিন মিয়া শেখের পরিবারের লোকজন জানায়, ধারদেনা ও জমি বিক্রি করে ১৫-১৬ লাখ খরচ করে ইয়াসিনকে রাশিয়া পাঠানো হয়। যাওয়ার পর দেড় লাখ টাকা পাঠিয়েছিলেন। এর মধ্যেই নিহত হন।

মন্তব্য

সম্পর্কিত খবর

সাবেক এমপির ভাই ফরিদ মোল্লার কারাদণ্ড, কোটি টাকা অর্থদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী প্রতিনিধি
শেয়ার
সাবেক এমপির ভাই ফরিদ মোল্লার কারাদণ্ড, কোটি টাকা অর্থদণ্ড
সংগৃহীত ছবি

পটুয়াখালী-২ (বাউফল) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আ স ম  ফিরোজের ছোট ভাই একেএম ফরিদ মোল্লাকে এক বছরের কারাদণ্ড এবং এক কোটি ৮০ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে পটুয়াখালী যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মো. বেলাল হোসেন এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার প্রথম শ্রেণির ঠিকাদারী প্রতিষ্ঠান ‘মেসার্স হোসেন অ্যান্ড ব্রাদার্স’-এর স্বত্বাধিকারী এ.টি.এম মোকাম্মেল হোসেনের কাছ থেকে দীর্ঘ ব্যবসায়িক সম্পর্কের সুবাদে ফরিদ মোল্লা বিভিন্ন সময়ে মোট এক কোটি ৮০ লাখ টাকা ধার নেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না দিয়ে ক্ষমতাবান ভাইয়ের প্রভাব দেখিয়ে সময়ক্ষেপণ করতে থাকেন।

পরে ২০১৯ সালের ২২ ডিসেম্বর ফরিদ মোল্লা তাঁর প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব (মেসার্স মনিরা এন্টারপ্রাইজ) থেকে বাদীকে এক কোটি ৮০ লাখ টাকার একটি চেক প্রদান করেন। কিন্তু পরদিন চেকটি রূপালী ব্যাংকের পটুয়াখালী নিউ টাউন কর্পোরেট শাখায় জমা দিলে তা ডিজঅনার হয়।

এরপর বাদী ২০২০ সালের ৯ জানুয়ারি আইনজীবীর মাধ্যমে একটি লিগ্যাল নোটিশ পাঠান। কিন্তু আসামি বাদীর দাবি অস্বীকার করেন।

নিরুপায় হয়ে বাদী মোকাম্মেল হোসেন আদালতের দ্বারস্থ হন।

বাদীপক্ষ অভিযোগ করেন, আসামির ভাই ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা হওয়ায় তাদের দাপটে অভিযোগের বিচারিক কার্যক্রম প্রভাবিত হয়ে আসছিল। তবে ৫ আগস্টের পর মামলার বিকচারিক কার্যক্রমে গতি আসে। এরপর রায় পেয়ে বাদি আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

ব্যবসায়ী এ.টি.এম মোকাম্মেল হোসেন বলেন, ‘আমি সবসময় সততার সঙ্গে ব্যবসা করেছি। দীর্ঘ ছয় বছর ধৈর্য ধরার পর আজ ন্যায়বিচার পেয়েছি। ন্যায় বিচার প্রতিষ্ঠা করায় আদালতের প্রতি কৃতজ্ঞ।’

আসামিপক্ষের বিরুদ্ধে ন্যায়বিচার প্রভাবিত করার অভিযোগ প্রসঙ্গে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মামলাটি প্রভাবিত করার চেষ্টা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আইনের বিজয় হয়েছে।

’ 

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আল-আমীন সুজন বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে তারা নানাভাবে আদালতকে প্রভাবিত করার চেষ্টা করেছিলো। সর্বশেষ এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে, কেউই আইনের ঊর্ধ্বে নয়।’

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের ১৫ বছর পটুয়াখালীতে দল ও ভাইয়ের প্রভাব খাটিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের ঠিকাদারি কাজ বাগিয়ে নিয়েছেন ফরিদ। এছাড়াও অন্যের অন্যের দরপত্র পাওয়া কাজও নিজে প্রভাব খাটিয়ে ভাগিয়ে নিয়েছেন।

মন্তব্য

শেরপুরে অটোরিক্সা চাপায় গৃহবধূ নিহত

শেরপুর প্রতিনিধি
শেরপুর প্রতিনিধি
শেয়ার
শেরপুরে অটোরিক্সা চাপায় গৃহবধূ নিহত

শেরপুরের নকলায় সড়ক দুর্ঘটনায় শিরিনা বেগম (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২ টার দিকে শেরপুরের নকলা উপজেলার চরসন্তি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ শিরিনা বেগম ওই এলাকার রেহারচর গ্রামের সোহেল রানার স্ত্রী। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন নকলা থাকার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান।

 

ওসি হাবিবুর রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

স্থানীয়দের বরাতে ওসি জানান, বৃহস্পতিবার সকালে শিরিনা বেগম তার এসএসসি পরীক্ষার্থী মেয়েকে নকলার গৌরদ্বার বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পৌঁছে দেন। পরে তিনি একটি অটোরিকশাযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে চরবসন্তি মোড়ে অটো থেকে নামেন।

তারপর বাড়িতে যাওয়ার জন্য আরেকটি অটোরিক্সার নিতে রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করেন। এসময় পাশ দিয়ে যাওয়া আরেকটি অটোরিক্সা তাকে চাপা দিলে শিরিনা বেগম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মন্তব্য

বেলকুচিতে বিএনপির ২ নেতার পদ স্থগিত, যুবদলের ৭ নেতাকে বহিষ্কারের সুপারিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি
শেয়ার
বেলকুচিতে বিএনপির ২ নেতার পদ স্থগিত, যুবদলের ৭ নেতাকে বহিষ্কারের সুপারিশ
ছবি: কালের কণ্ঠ

বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা পরিপস্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচিতে ওয়ার্ড বিএনপির ২ নেতার পদ স্থগিত এবং যুবদলের বিভিন্ন ইউনিটের ৭ নেতাকে বহিষ্কারের সুপারিশ করেছে জেলা বিএনপি। 

বুধবার (৯ এপ্রিল) রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পদ স্থগিত হওয়া নেতারা হলেন, বেলকুচি পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মো. জুলহাস ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য ফটিক হোসেন।

আরো পড়ুন
কেন্দুয়ায় এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৬৯ জন

কেন্দুয়ায় এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৬৯ জন

 

বহিষ্কারের জন্য সুপারিশ করা যুবদল নেতারা হলেন, বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সদস্য পল্টন জোয়াদ্দার, শরিফ আল আকবর শশী ও হাফিজুল ইসলাম এবং পৌর যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. কাইয়ুম, সাবেক সদস্য উজ্জ্বল হোসেন, হাবিল ওরফে হাবলু ও ২নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি চাইনিজ রফিকুল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা পরিপস্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় বেলকুচি উপজেলা ও পৌর বিএনপির সুপারিশ অনুযায়ী উল্লিখিত ৯ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া বিএনপির ২ নেতার পদ ইতোমধ্যে স্থগিত করা হয়েছে। আর ৭ যুবদল নেতার বহিষ্কারাদেশ কার্যকরের জন্য যুবদল জেলা কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। যা জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক অনুমোদন করেছেন।


 

মন্তব্য

চাকরির কথা বলে বাসায় এনে যুবককে ধর্ষণ, ক্ষোভে হত্যা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
চাকরির কথা বলে বাসায় এনে যুবককে ধর্ষণ, ক্ষোভে হত্যা
সংগৃহীত ছবি

এক যুবককে চাকরি দেওয়ার কথা বলে বাসায় নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে আল আমীন নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার পর আল আমীনকে হত্যা করেন ধর্ষণের শিকার ওই যুবক। তাকে গ্রেপ্তারও করেছে পুলিশ। 

আরো পড়ুন
কেন্দুয়ায় এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৬৯ জন

কেন্দুয়ায় এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৬৯ জন

 

গাজীপুর মহানগরের বাসন থানার পূর্ব চান্দনা এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার (৯ এপ্রিল) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব তথ্য দিয়েছেন হত্যা মামলা আসামি। 

পিবিআইয়ের গাজীপুর জেলা পুলিশ সুপার আবুল কালাম আজাদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। 

আরো পড়ুন
মেয়ের হবু স্বামীর সঙ্গে পালালেন মা

মেয়ের হবু স্বামীর সঙ্গে পালালেন মা

 

পিবিআই জানায়, শেরপুর সদরের পাকুরিয়া ফকিরপাড়া আশ্রাব আলীর ছেলে আল আমীন পাঁচ বছর ধরে গাজীপুরের চান্দনা পূর্বপাড়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। পেশায় পান-সিগারেট বিক্রি করতেন।

আসামিকে গত শনিবার নিজের ভাড়া বাসায় নিয়ে আসেন আল আমীন। 

পিবিআই জানায়, রাতের তারা একই কক্ষে ঘুমান। শেষ রাতে ওই যুবককে ধর্ষণ করেন আল আমীন। এতে ক্ষিপ্ত হয়ে গলায় গামছা পেঁচিয়ে আল আমীনকে হত্যার পর পাশের একটি কক্ষে লাশ রেখে পালিয়ে যান তিনি।

ঘর থেকে লাশের গন্ধ বের হলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। গত সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় ওই দিনই নিহত আল আমীনের মা আকলিমা আক্তার বাদী হয়ে বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়। তথ্য প্রযুক্তির সহযোগিতায় আল আমীন হত্যাকাণ্ডে জড়িতকে মঙ্গলবার শ্রীপুরের শৈলাট গ্রাম থেকে গ্রেপ্তার করে পিবিআই।

পিবিআই এর গাজীপুর জেলা পুলিশ সুপার বলেন, মঙ্গলবার রাতে তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ