সুনামগঞ্জে মধ্য এপ্রিল বরাবর পাহাড়ি ঢল ও বর্ষণে হঠাৎ পানি বৃদ্ধি পায়। এবারও চলতি মাসের ১৮ তারিখ থেকে এক সপ্তাহ স্বাভাবিকের চেয়ে উজানে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ কেন্দ্র। এই পূর্ভাবাসের কারণে সুনামগঞ্জ জেলার সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করে ধান কাটা দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এই তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল থেকে হাওরে আনুষ্ঠানিক বোরো ধান কাটা শেষ হয়েছে। তবে পুরো মাস জুড়ে হাওরে ধান কাটা চলবে।
আরো পড়ুন
দাঁড়িয়ে থাকা ট্রাকে বালুভর্তি ট্রাকের ধাক্কা, নিহত ২
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, 'হাওরের কৃষকদের বোরো ধান কাটার মৌসুম এখন। এই এক ফসলী জমির ধান পেকে গেছে।
সরকার দ্রুত ধান কাটতে হার্ভেস্টর যন্ত্র দিয়েছে। ধান কাটা চলছে। তবে অন্যান্য বারের মতো এবারও ১৮ এপ্রিল থেকে ভারী বর্ষণ হবে ভারতে। তাই ভাটির জনপদ হাওর ঝূকিতে রয়েছে। এই অবস্থায় হাওরের বোরো ফসল ঘরে তুলতে আমাদের সকলের ছুটি বাতিল করা হয়েছে। ধান কাটা তদারকি করতে আমরা প্রতিটি দপ্তরকে নির্দেশ দিয়েছি।'
কৃষকের ধান গোলায় তোলার আগপর্যন্ত ডিসি, ইউএনওসহ জেলা ও উপজেলা প্রশাসন এবং কৃষি অফিসের সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে বলে জানান তিনি।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সজীব জানান, 'এখন প্রতিদিনই বজ্রবৃষ্টি ও কালবৈশাখীর পূর্ভাবাস আছে। তবে ভারী বৃষ্টির পূর্ভাবাস নেই।
'
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, '১৮ এপ্রিল থেকে উজান ও ভাটিতে বৃষ্টিপাত হবে। এতে হাওরের পাকা বোরো ধান যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং ধান কাটায় যাতে সহযোগিতা করা হয় সেজন্য জেলা প্রশাসন, পাউবো ও কৃষি বিভাগের ছুটি বাতিল করা হয়েছে।'
আরো পড়ুন
অটোরিকশায় অশোভন অঙ্গভঙ্গি করা সেই ব্যক্তি গ্রেপ্তার
এখন পুরোদমে ধান কাটা চলছে জানিয়ে তিনি বলেন, 'কৃষকদের ধানকাটায় সহযোগিতা করতে আমরা মাঠ পর্যায়ের সবাই সতর্ক আছি।'