ঢাকা, বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৬

বিএনপি ক্ষমতার পাগল নয়, ক্ষমতা বিএনপির প্রাপ্য : ফজলুর রহমান

কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ প্রতিনিধি
শেয়ার
বিএনপি ক্ষমতার পাগল নয়, ক্ষমতা বিএনপির প্রাপ্য : ফজলুর রহমান
ছবি : কালের কণ্ঠ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘বিএনপি ক্ষমতার জন্য পাগল নয়, ক্ষমতাটা বিএনপির প্রাপ্য।’ শনিবার (৫ এপ্রিল) কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম সদরের অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও জনসভায় তিনি এ কথা বলেন।

ফজলুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ গেছে, তারা মাঠে নেই। এখন বিএনপি হলো দেশের প্রধান রাজনৈতিক দল।

এখন নির্বাচন হলে বিএনপি দুই-তৃতীয়াংশ সিট পাবে। ফসলের জন্য ক্ষেত প্রস্তুত করেছে বিএনপি, বীজ লাগাইছি আমরা, নিড়ানি দিছি আমরা, রোগ-বালাই দমন করেছি আমরা। এখন ধান কি অন্যের ঘরে যাবে? তা হতে পারে না। রক্তে বোনা এই ধান পাওয়ার ন্যায্য অধিকার শুধু বিএনপিরই আছে।
জনগণ হচ্ছে দেশের মালিক। ইউনূস সাহেবরা হলেন পাহারাদার। কাজেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন। দেশের মালিকদের ঠিক করতে দিন দেশের পাহারাদার কে হবে, কোন দলে হবে।

দেশে চলমান বিশৃঙ্খলা প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আওয়ামী লীগ বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের নির্যাতন করেছে, অন্যায়ভাবে জেলে দিয়েছে। কিন্তু আমরা আওয়ামী লীগের মতো চলতে চাই না। আমরা চাই, দেশের আইন সঠিকভাবে চলুক। আমি বলি, আওয়ামী লীগের নির্দোষ লোকদের নির্যাতন করা যাবে না। তাদের ওপর অন্যায় আচরণ করা যাবে না।

বিএনপির এই নেতা বলেন, ‘৫ আগস্টের পর আমরা অনেক অন্যায় হতে দেখছি। মাজার ভেঙে ফেলা হচ্ছে। সংস্কৃতি ও গান-বাজনায় বাধা দেওয়া হচ্ছে। সংস্কৃতি হচ্ছে মানুষের মনের খোরাক। এগুলোকে রক্ষা করতে হবে। দেশের মানুষ গান শোনে। তারা লালন, হাসন রাজা, রাধারমনের গান শোনে। তাই আমি বলি দেশে ধর্ম থাকবে। বাঙালির সংস্কৃতিও থাকবে। ছেলেমেয়েরা ধর্মীয় শিক্ষা যেমন পাবে, তেমনি স্কুল-কলেজেও যাব। তারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। বিজ্ঞানকে কেউ অস্বীকার করতে পারবে না। পৃথিবীতে বিজ্ঞানকে কেউ অস্বীকার করতে পারে না। বিজ্ঞান মানতে হবে। বিজ্ঞান থাকবে, ইসলামও থাকবে। এই দুইটা সমানে সামনে চলবে। তা না হলে পৃথিবীতে আমরা সর্বশ্রেষ্ঠ হতে পারব না।’

একাত্তর ও মুক্তিযুদ্ধ সম্পর্কে ফজলুর রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে তারা ভালো মানুষ নয়। আপনি যদি মুক্তিযুদ্ধকে না মানেন, আমি আপনাকে রাজাকার বলব। মুক্তিযুদ্ধকে না মানলে আমি বলব আপনার পূর্বপুরুষ আলবদর ও দালাল ছিল। এ জন্য আপনারা আমাকে যত গালাগালিই করেন না কেন, আমি মুক্তিযুদ্ধকে ছাড়তে পারব না। কারণ আমরা লাখ লাখ মানুষের রক্তের বিনিময়ে এ দেশকে স্বাধীন করেছি।’

রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ করে ফজলুর রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধকে মাইনা আপনি পাল্লা (দাঁড়িপাল্লা) মার্কায় ভোট চান, ডালিম মার্কায় ভোট চান, ইসলামের কথা বলে ভোট চান, হেফাজতে ইসলামের কথা বলে ভোট চান, আহলে হাদিসের নামে ভোট চান। আমার আপত্তি নেই। মানুষ যদি আপনাদের ভোট দেয়, ইসলামের কথা শুনে যদি ভোট দেয়—আপনি দেশ চালান। আপনাকে আমি স্যালুট করব।’

তিনি আরো বলেন, ‘মুক্তিযুদ্ধের সঙ্গে হাসিনার কোনো সম্পর্ক নেই। হাসিনা আর মুক্তিযুদ্ধ এক নয়। এখন হাসিনা ফেল করেছে। তাই বলে তার সঙ্গে মুক্তিযুদ্ধ তো ফেল করেনি। একটা জাতির মুক্তিযুদ্ধ কখনো ফেল করে না। যারা এসব বলছে তারা মুক্তিযুদ্ধকে হেয় করতে চায়, ছোট করতে চায়।’

ফজলুর রহমান তার নিজ নির্বাচনী এলাকা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম প্রসঙ্গে বলেন, ‘আল্লাহর পরে এই এলাকার মানুষ হচ্ছে আমার মালিক। আমি নেতা না, আমি আপনাদের গোলাম। আমি এখাকার প্রতিনিধি হতে পারলে, এখানে যেন ওয়াজ হবে, তেমনি ফুটবল খেলা হবে, সংস্কৃতিচর্চা হবে। ইসলামী শিক্ষা যেমন থাকবে, তেমনি থাকবে জ্ঞান-বিজ্ঞাননির্ভর আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানও। থাকবে মানুষের জীবন-জীবিকার অর্থনৈতিক সুযোগ-সুবিধা।’

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘সাধারণত ৩ মাসের মধ্যে নির্বাচন হতে হয়। আপনারা ৮ মাস পার করে ফেলেছেন। নানা অজুহাতে, সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করছেন। কখনো বলেন, ডিসেম্বরে, কখনো বলেন জুনে। আমরা হাসিনা সরকারকে বিদায় করেছি নতুন আরেকটি সরকার বা প্রধানমন্ত্রীর জন্য। কাজেই দ্রুত নির্বাচন দিতে হবে। অনির্বাচিতদের হাতে বেশিদিন দেশ থাকতে পারে না। নির্বাচনের মাধ্যমে দেশের মালিকদের পছন্দের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এটাই হচ্ছে আমাদের প্রধান চাওয়া।’

সমাবেশে অন্যান্যের মধ্যে অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হেসেন মুকুল, অষ্টগ্রাম সদর বিএনপির সভাপতি সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, সাধারণ সম্পাদক মো. দানাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

ট্রেন থেকে তেল চুরি, চালকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
ট্রেন থেকে তেল চুরি, চালকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থামিয়ে লোকোমোটিভ (ইঞ্জিন) থেকে তেল চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ট্রেনের চালক, পরিচালকসহ ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ এ ঘটনার রেলওয়ে নিরাপত্তাবাহিনীর পূর্বাঞ্চলের সহকারী কমান্ড্যান্ট মো. ফিরোজ আলীকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। এদিকে, আজ বৃহস্পতিবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলার আসামিরা হলেন, ট্রেন চালক মো. নাসির উদ্দিন, সহকারী চালক আব্দুর রাজ্জাক, ট্রেন পরিচালক (গার্ড) মো. ওমর ফারুক, ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার কোড্ডা গ্রামের পারভেজ ওরফে জাফর (৩১), কাজী রতন (৪৫), মুরাদ মিয়া (২৮), ইসহাক মিয়া (৩০) ও শামীম মিয়া (৪৭)। 

আরো পড়ুন
সাধারণ মানুষ চায় এই সরকার আরো ৫ বছর থাকুক : স্বরাষ্ট্র উপদেষ্টা

সাধারণ মানুষ চায় এই সরকার আরো ৫ বছর থাকুক : স্বরাষ্ট্র উপদেষ্টা

 

এর আগে গত ৮ এপ্রিল আখাউড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শোভন কুমার দাশ বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন। অভিযানের সময় দুটি ড্রামে ২১০ লিটার তেল উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন পার হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা এলাকায় ট্রেন থামিয়ে ইঞ্জিন থেকে তেল চুরির ঘটনা ছিল ওপেন সিক্রেট।

তবে কালের কণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে গত কয়েক বছর যাবত তেল চুরি বন্ধ হয়। তবে সাম্প্রতিক চুরির ঘটনা বেড়ে গেছে।

পুলিশের দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়, গত ৭ এপ্রিল রাত সোয়া ১২টার দিকে কোড্ডা এলাকায় ৬০৩ নম্বর কনটেইনার অনির্ধারিত যাত্রাবিরতি দিয়ে ইঞ্জিন থেকে তেল নামানো হচ্ছিল। সবুজ সংকেত দেওয়া থাকা সত্ত্বেও ট্রেনটি দাঁড়ানো ছিল।

এ অবস্থায় রেলওয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশকে দেখামাত্র চালক ট্রেন চালানো শুরু করেন। পুলিশের পক্ষ থেকে সংকেত দেওয়া হলেও ট্রেন থামানো হয়নি। এ সময় একটি বড় ড্রামে ২০০ লিটার ও একটি ছোট ড্রামে ১০ লিটার তেল উদ্ধার করা হয়। এ ছাড়া তেল পাচারের কাজে ব্যবহৃত একটি বড় পাতিল ও একটি বাঁশ উদ্ধার করা হয়।

তবে কনটেইনার ট্রেনের চালক মো. নাসির উদ্দিন এ অভিযোগ অস্বীকার করেছেন। কালের কণ্ঠকে তিনি বলেন, ‘লালবাতি থাকায় ট্রেন থামানো হয়। পরে সবুজ বাতি পেয়ে ট্রেন চালানো হয়। তেল চুরির বিষয়ে আমি কিছুই জানি না।’

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন খন্দকার সাংবাদিকদের জানান, কনটেইনার থেকে তেল চুরির ঘটনায় মামলা করা হয়েছে। অভিযানের সময় ২১০ লিটার তেল উদ্ধার করা হয়।

মন্তব্য

ইসরায়েলের গণহত্যা আন্তর্জাতিক শক্তির নীরব সমর্থন : অধ্যাপক মোর্শেদ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শেয়ার
ইসরায়েলের গণহত্যা আন্তর্জাতিক শক্তির নীরব সমর্থন : অধ্যাপক মোর্শেদ
সংগৃহীত ছবি

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের চালানো গণহত্যাকে আন্তর্জাতিক শক্তির নীরব সমর্থন ও মুনাফার রাজনীতি হিসেবে উল্লেখ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সাদা দল এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে সবাই ও কালোব্যাজ ধারণ করেন।

 

এ সময় অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, গত আট বছর ধরে ফিলিস্তিনের জনগণকে অত্যাচার নির্যাতন করে যাচ্ছে ইসরাইল। তারা এটি করেই যাবে। এর বিরুদ্ধে আমাদের সশস্ত্র প্রতিবাদ জানাতে হবে। ইসরায়েলের গণহত্যা আন্তর্জাতিক শক্তির নীরব সমর্থন ও মুনাফার রাজনীতি।

তা না হলে এত অন্যায় ও অবিচার হওয়ার কথা নয়। সারা বিশ্বের সবগুলো দেশকে ঐক্যবদ্ধ থেকে ইসরাইলকে মোকাবিলা করতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে যুদ্ধে নাম লেখাতে আমরা প্রস্তুত আছি। অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করতে হবে।

আরো পড়ুন
বিদেশি বিনিয়োগ আসবে কবে থেকে, জানালেন নাহিয়ান রহমান

বিদেশি বিনিয়োগ আসবে কবে থেকে, জানালেন নাহিয়ান রহমান

 

সাবেক ঢাবি উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আ.ফ.ম ইউসুফ হায়দার বলেন, ২০২৩ সালের অক্টোবরে তাদের ধারণা ছিল তারা ফিলিস্তিনকে ধ্বংস করে ফেলবে। কিন্তু হামাস এবং হিজবুল্লার প্রতিরোধের মুখে আল্লাহর রহমতে এখনও তারা এই লক্ষ্য অর্জন করতে পারেনি। তবে যে যেই ভাষা বোঝে তাকে সে ভাষায় জবাব দিতে হবে। ইসরায়েল ফিলিস্তিনকে জাতিগত নিধন করতে চায়। তাদের দর্শন হলো এখন যদি শিশুদের হত্যা করা না হয় তাহলে তারা বড় হয়ে যুদ্ধ করবে।

সুতরাং ইসরায়েলকে তাদের ভাষায় জবাব দিতে হবে। আমার তো মনে হয় যুদ্ধ প্রয়োজন নেই। কেবল ওপেকভুক্ত দেশগুলো যদি তেল দেওয়া বন্ধ করে তাহলে যুদ্ধ বন্ধ হয়ে আসবে।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অংশ হিসেবে নয় শিক্ষক হিসেবে এখানে এসেছি। যদি মনুষত্ববোধ থেকে থাকে আমাদের সকলেরই এ বিষয়ে সামনে আসা উচিত। আমাদের যদিও করার কিছু নেই কিন্তু আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। ইসরাইল যা খুশি করুক না কেন তারা ফিলিস্তিনি জাতির কিছুই করতে পারবে না তারা জেগে থাকবে, টিকে থাকবে। ইসরায়েলের সাথে যেসব প্রতিষ্ঠানের ব্যাবসা আছে তার সাথে আমাদের সম্পর্কচ্ছেদ করতে হবে। সকল দেশ ও জাতিসংঘকে আহ্বান জানাচ্ছি এই নৃশংসতা বন্ধ করার জন্য। 

ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের সভাপতিত্বে এ মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ঢাবির সাদা দলের যুগ্ম আহবায়ক অধ্যাপক ড. আবুল কালাম সরকার, বিজ্ঞান অনুষদের ডীন ও সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম, আইন অনুষদের ডীন অধ্যাপক ড. ইকরামুল হক, ঢাবির কলা অনুষদের ডীন অধ্যাপক ড.ছিদ্দিকুর রহমান খান, ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক ড. মহিউদ্দিন, ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, সহকারী প্রক্টর রফিকুল ইসলাম প্রমুখ।

মন্তব্য

বাসায় ফেলে আসা প্রবেশপত্র এনে দিল পুলিশ

রংপুর অফিস
রংপুর অফিস
শেয়ার
বাসায় ফেলে আসা প্রবেশপত্র এনে দিল পুলিশ
জেলার মানচিত্র

তখন সকাল সাড়ে ৯টা পেরিয়ে গেছে। পরীক্ষাকেন্দ্রের দায়িত্বরত সিকিউরিটি শিক্ষার্থীদের প্রাথমিক চেকআপ শেষে কেন্দ্রে প্রবেশের অনুমতি দিচ্ছিলেন। প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড দেখিয়ে বন্ধু, সহপাঠীসহ অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থীরাও একে এক প্রবেশ করছে, কিন্তু হঠাৎ চোখে পড়ে প্রবেশপত্র সঙ্গে নেই তীর্থ রায়ের। কেন্দ্রের প্রধান ফটকেই কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন তিনি।

বাসায় গিয়ে প্রবেশপত্র আনতে আরো আধাঘণ্টা সময় পেরিয়ে যাবে তার। এ সময় পরীক্ষায় দারুণ প্রভাব পড়বে। এই অবস্থা দেখে পুলিশ তাকে পরীক্ষার হলে প্রবেশ করতে সহযোগী করে বাসা থেকে এনে দেয় প্রবেশপত্র। এমন ঘটনা ঘটে রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।

 

আরো পড়ুন
খালি পয়সা খান, কাম তো করেন না : স্বরাষ্ট্র উপদেষ্টা

খালি পয়সা খান, কাম তো করেন না : স্বরাষ্ট্র উপদেষ্টা

 


পরীক্ষার্থী শ্রী তীর্থ রায় বলেন, ‘তড়িঘড়ি করতে গিয়ে প্রবেশপত্র ফেলে আসি বাসায়। কেন্দ্রে এসে দেখি আমার কাছে প্রবেশপত্র নেই। হাতে সময়ও কম। বাসায় গিয়ে প্রবেশপত্র এনে পরীক্ষায় বসা দেরি হয়ে যাবে।

তাই সঙ্গে সঙ্গে পুলিশকে বিষয়টি জানাই। আমার কথা শোনার পরপরই আমার নগরীর মুলাটোলের বাসা থেকে প্রবেশপত্র এনে দিয়ে সহযোগিতা করেছেন। আমি ও আমার পরিবার তাদের প্রতি কৃতজ্ঞ।’

পরীক্ষাকেন্দ্রের সামনে থাকা একাধিক ব্যক্তি জানান, পরীক্ষাকেন্দ্রে এসে ওই শিক্ষার্থী দেখে যে তার প্রবেশপত্র নেই। পুলিশকে বলার পর সেখানে থাকা রংপুর জেলা ট্রাফিকের টিআই নূর আলম সিদ্দিককে বিষয়টি তীর্থ নিজেই জানায়।

পরে এটিএসআই মোস্তাফিজুর রহমান তীর্থর বাসা থেকে প্রবেশপত্র এনে তাকে দিয়ে দেন। 

ট্রাফিক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘পরীক্ষার শুরুর পূর্বে এক পরীক্ষার্থী তার প্রবেশপত্র বাসায় ছেড়ে এসেছে বিষয়টি জানায়। সঙ্গে সঙ্গে আমাদের টিআই (অ্যাডমিন) গুরুত্ব সহকারে বিষয়টি দেখার কথা বললে আমি মোটরসাইকেল নিয়ে দ্রুত ওই পরীক্ষার্থীর বাসা থেকে প্রবেশপত্র এনে কেন্দ্রে পৌঁছে দিই। আসলে এটি সেই সময় দায়িত্ব মনে করেছি। বিশেষ করে ওকে ( শিক্ষার্থী) মানসিকভাবে সাপোর্ট দেওয়া হয়েছে, যাতে করে তার পরীক্ষায় প্রভাব না পড়ে।’

মন্তব্য

১৩ ফুট লম্বা অজগর লাউয়াছড়া বনে অবমুক্ত

কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জ প্রতিনিধি
শেয়ার
১৩ ফুট লম্বা অজগর লাউয়াছড়া বনে অবমুক্ত
সংগৃহীত ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়ায় ১৩ ফুট লম্বা অজগর সাপ অবমুক্ত করেছে বন বিভাগ। রেসকিউ সেন্টারে ১০ দিন পর্যবেক্ষণে রাখার পর শেষে বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে উদ্ধারকৃত অজগরটিকে বনে অবমুক্ত করা হয়। 

জানা যায়, লাউয়াছড়া জাতীয় উদ্যানে খাদ্যের সংকটে বন্য প্রাণীরা লোকালয়ে বের হয়ে আসছে। বিশেষ করে সংরক্ষিত বনের অজগর সাপগুলো লোকালয়ে মানুষের বাড়িঘরে হানা দিচ্ছে।

গত ৩০ মার্চ শ্রীমঙ্গলের জাগছড়া চা-বাগান এলাকা থেকে খবর পেয়ে লাউয়াছড়া বন্য প্রাণী প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন অজগর সাপটি উদ্ধার করে রেসকিউ সেন্টারে পর্যবেক্ষণে রাখে। এর ১০ দিন পর পর্যবেক্ষণ শেষে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় অজগরটিকে অবমুক্ত করা হয়। 

আরো পড়ুন

‘এড়িয়ে যেতে শিখেছি’, আমিরের সঙ্গে প্রেমের প্রসঙ্গে ফাতিমা

‘এড়িয়ে যেতে শিখেছি’, আমিরের সঙ্গে প্রেমের প্রসঙ্গে ফাতিমা

 

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলস্থ বন্য প্রাণী প্রকৃতি ও সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ কাজী নাজমুল হক, ইকো গাইড অজানা আহমদ কামরানসহ বন বিভাগের লোকজন।

লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, গত ৩০ মার্চ চা-বাগান হতে উদ্ধার করা হয় অজগর সাপটি।

রেসকিউ সেন্টারে পর্যবেক্ষণ শেষে সুস্থ অবস্থায় অজগরটি অবমুক্ত করা হয়। অজগর সাপটির দৈর্ঘ্য প্রায় ১৩ ফুট।

মন্তব্য

সর্বশেষ সংবাদ