ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে মেডিক্যালের এক শিক্ষার্থীর ‘ঝুলন্ত লাশ’ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, ওই ছাত্রকে দুর্বৃত্তরা হত্যা করে তার হাত বেঁধে লাশ গাছে ঝুলিয়ে রাখে। ভুক্তভোগী ডালিম আহমেদ (২৬) সাতক্ষীরা মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন।
খবর পেয়ে পুলিশ আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়।
আরো পড়ুন
ঈদের পর ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের শামসুল হকের ছেলে ডালিম আহমেদ (২৬) সাতক্ষীরা মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন। কিন্তু বছর দুইয়েক আগে তিনি মানসিক রোগে আক্রান্ত হন। এরপর মেডিক্যাল কলেজ ছেড়ে বাড়ি চলে আসেন।
এলাকার লোকজন জানান, আজ সকালে খাগাতুয়া গ্রামের অদূরে একটি পুকুরের পাশের কড়ই গাছে মেডিক্যালের মেধাবী ছাত্র ডালিমের মরদেহ ঝুলতে দেখা যায়। তবে ঝুলন্ত ওই লাশের হাত দুটো দড়ি দিয়ে বাঁধা ছিল। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
আরো পড়ুন
২৬ দিনেই প্রবাসী আয়ে নতুন রেকর্ড
ডালিমের পরিবারের স্বজনেরা এটিকে পরিকল্পিত ‘হত্যাকাণ্ড’ বলে দাবি করে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
আরো পড়ুন
ইফতার পার্টিতে গিয়ে তোপের মুখে গায়ক শান
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত কর কালের কণ্ঠকে বিকেল সাড়ে তিনটার দিকে জানান, ‘হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলানো অবস্থায় মেডিক্যাল কলেজে পড়ুয়া ওই ছাত্রের লাশ পাওয়া গেলেও প্রাথমিক অবস্থায় এটিকে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে।’
ওসি আরো বলেন, ‘ময়নাতদন্তের পরই সব পরিষ্কার হয়ে যাবে।’