শুভ কাজে সবার পাশে

গাজীপুরে ২৫ মার্চ গণহত্যা দিবসে শুভসংঘের মোমবাতি প্রজ্বালন

  • দিনাজপুরে মাদরাসাছাত্রদের নিয়ে ইফতার
  • বোয়ালখালীতে ট্রাফিক পুলিশকে ছাতা উপহার
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
গাজীপুরে ২৫ মার্চ গণহত্যা দিবসে শুভসংঘের মোমবাতি প্রজ্বালন
২৫ মার্চ গণহত্যা দিবসে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গতকাল গাজীপুরে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়। ছবি : কালের কণ্ঠ

২৫ মার্চ গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে এক মিনিট নীরবতা পালন ও মোমবাতি প্রজ্বালন করেছে বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলা শাখা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজবাড়ী মাঠসংলগ্ন স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। সংগঠনের উদ্যোগে গতকাল দিনাজপুরের ফুরকানিয়া ও রহমানিয়া তালিমুল কোরআন হাফিজিয়া মাদরাসার ছাত্রদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বোয়ালখালী শাখার উদ্যোগে ট্রাফিক পুলিশকে ছাতা উপহার দেওয়া হয়েছে।

প্রতিনিধিদের পাঠানো খবর :

গাজীপুরে ২৫ মার্চ গণহত্যা দিবসে শুভসংঘের মোমবাতি প্রজ্বালনগাজীপুর : ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে এক মিনিট নীরবতা পালন ও মোমবাতি প্রজ্বালন করেছে বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলা শাখা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রাজবাড়ী মাঠসংলগ্ন স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সভাপতি মো. ইমরান হোসেনের সভাপতিত্বে শুরুতে এক মিনিট নীরবতা পালনের পর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে মোমবাতি প্রজ্বালন করেন শুভার্থীরা। তাঁরা শহীদদের আত্মত্যাগের কথাও তুলে ধরেন।

এ সময় সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ, শুভার্থী হারুন অর রশীদ, জেরিন, শ্যামল, মুসাফির আরিফ, জুয়েল, জোহা, জয়, বিপ্লব হাসান, সুমাইয়া, ইমা, খাইরুল, মিজান, আকাশ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

বোচাগঞ্জ (দিনাজপুর) : হাফিজিয়া মাদরাসার ছাত্রদের নিয়ে ইফতার করেছে বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সদর উপজেলা শাখা। গত সোমবার ফুরকানিয়া ও রহমানিয়া তালিমুল কোরআন হাফিজিয়া মাদরাসার ছাত্রদের নিয়ে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সদর উপজেলা শাখার সভাপতি আসতারুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল করিম, কালের কণ্ঠের দিনাজপুর প্রতিনিধি এমদাদুল হক মিলন, বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সভাপতি মো. রাসেল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত রাফি, দিনাজপুর সরকারি কলেজ শাখার সভাপতি স্বপন আলী, সহসভাপতি মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, দপ্তর সম্পাদক মিলন আহম্মেদ, প্রচার সম্পাদক মেহেদী হাসান ফুয়াদ, কার্যকরী সদস্য আশরাফুল ইসলাম, মারুফ ইসলাম প্রমুখ।

বোয়ালখালী (চট্টগ্রাম) : তীব্র গরমে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক এটিএসআই সাইফুল ইসলাম। সুশৃঙ্খলভাবে গাড়ি যাতায়াতের ব্যবস্থা করে দিতে দেখা যাচ্ছিল তাঁকে। তবে সূর্যের তাপে শরীর যেন নুয়ে পড়ছে তাঁর। এমন দৃশ্য নজরে আসে বসুন্ধরা শুভসংঘের সদস্যদের। তাঁরা গত রবিবার বিকেলে গোমদণ্ডী ফুলতল এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালন করা সাইফুল ইসলামকে ছাতা উপহার দেন।

এ সময় উপস্থিত ছিলেন মোশরাফুল হক, মো. বেলাল হোসেন, শাহাদাত হোসেন নয়ন, পারভেজ, কামাল উদ্দীন, মিজান, আজম, সালেহ আহমদ প্রমুখ।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

দুই শহীদ পরিবারকে ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
দুই শহীদ পরিবারকে ঈদ উপহার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ গোলাম নাফিজ ও শহীদুল ইসলামের পরিবারকে ঈদ উপহারসামগ্রী দিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। গতকাল শুক্রবার ঢাকায় নাফিজের মা-বাবা ও শহীদুলের মায়ের হাতে তারেক রহমানের পক্ষ থেকে স্মারকপত্র ও ঈদ উপহার তুলে দেন জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার। উপহার দেওয়ার সময় উপস্থিত ছিলেন জেডআরএফের পরিচালক প্রকৌশলী মো. মাহবুব আলম ও সদস্য ডা. জাহাঙ্গীর আলম। ফরহাদ হালিম ডোনার কালের কণ্ঠকে জানিয়েছেন, দেশের অন্যান্য স্থানে ফাউন্ডেশনের প্রতিনিধিদের মাধ্যমে উপহার পাঠানো হচ্ছে।

এখন পর্যন্ত ৭০০ শহীদ পরিবারকে এই উপহার পৌঁছে দেওয়া হয়েছে। তিনি বলেন, এই ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তাঁদের নির্দেশে আমরা এই উপহার পৌঁছে দিচ্ছি। উপহারসামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, লাচ্ছা, চাল, ডাল, তেল, টুপি, জায়নামাজসহ ঈদে একটি পরিবারের জন্য প্রয়োজনীয় সব কিছু।

মন্তব্য

প্রসিকিউটর সিলভিয়ার নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
প্রসিকিউটর সিলভিয়ার নিয়োগ বাতিল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগ বাতিল করেছে আইন মন্ত্রণালয়। গতকাল শুক্রবার তাঁর নিয়োগ বাতিল করার বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর (প্রশাসন) গাজী এম এইচ তামিম। গত বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী আফরোজ পারভীন সিলভিয়াসহ চারজনকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় সরকার। এরপর সিলভিয়ার নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা হয়।

সিলভিয়াকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেত্রী হিসেবে উল্লেখ করে তাঁর নিয়োগ বাতিলের দাবি করেন আইনজীবীদের অনেকে।

মন্তব্য
আমীর খসরু

সংস্কার আপনাদের কাজ না : খসরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
সংস্কার আপনাদের কাজ না : খসরু
আমীর খসরু

সংস্কার অন্তর্বর্তী সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি সরকারের উদ্দেশে বলেছেন, গণতন্ত্র ফিরিয়ে দিন। ভোটাধিকার ফিরিয়ে দিন। দ্রুত নির্বাচনের দিনকাল ঘোষণা করেন।

বাংলাদেশের মানুষ তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সংসদ গঠন করবে, সরকার গঠন করবে। যারা বাংলাদেশের মানুষের আগামী দিনের আশা পূরণ করবে।

গতকাল শুক্রবার চট্টগ্রাম ক্লাবে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে আমীর খসরু এসব কথা বলেন। তিনি বলেন, পরিপূর্ণভাবে বিএনপিসহ যুগপৎ আন্দোলনে যারা রাস্তায় ছিলাম, সবাই মিলে ৩১ দফা সংস্কারের ওয়াদা করেছি জাতির কাছে।

সেটা আগামী নির্বাচনের পরে জাতীয় সরকারের মাধ্যমে বাস্তবায়ন করব। সুতরাং এই কাজ নির্বাচিত সরকারের সংসদের। আর কারো কোনো কাজ নেই।

আমীর খসরু বলেন, আমরা এই কাজ করছি, সেই কাজ করছি; আমরা সংস্কার করব, বাংলাদেশে বিনিয়োগের ব্যবস্থা করছি ইত্যাদি ইত্যাদি।

এসব গল্প শুনেছি শেখ হাসিনার কাছ থেকে। আমি উন্নয়ন করছি তো বাংলাদেশে। আপনাদের নির্বাচনের দরকার কী? আপনাদের জন্য কাজ করতেছি।...আবার মনে হচ্ছে, এ রকম একটা সুর কেন যেন বাজতে শুরু করেছে যে আমরা এটা-সেটা করছি। আমরা চলে গেলে রাজনীতিবিদরা এই কাজগুলো করবে না।
এগুলো পরিপূর্ণভাবে শেষ করতে হবে। সরি, এটা আপনাদের দায়িত্ব না। এটার দায়িত্ব আগামী দিনে বাংলাদেশের মানুষ যাদের নির্বাচিত করে সংসদে পাঠাবে, তাদের।

তিনি বলেন, গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার সংগ্রাম শেষ হয়নি। তা শেষ হবে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার মাধ্যমে। মালিকানা ফিরিয়ে দেওয়ার একমাত্র বাহক হচ্ছে জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার গঠন করা। নির্বাচনের ক্ষেত্রে যেসব ষড়যন্ত্র করার চেষ্টা হচ্ছে, সেটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না।

মন্তব্য

বাংলাদেশ-সৌদিতে এবার একই দিন ঈদ হতে পারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বাংলাদেশ-সৌদিতে এবার একই দিন ঈদ হতে পারে

স্বাভাবিকভাবে প্রতিবছর সৌদি আরবের পরের দিন বাংলাদেশে ঈদ উদযাপন করা হয়। তবে এবার একই দিনে সৌদি আরব ও বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এমনকি বিশ্বের প্রায় সব মুসলিম দেশে একই দিনে তথা আগামী সোমবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) বুধবার জানিয়েছে, আগামী ২৯ মার্চ পবিত্র শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এরপর ৩০ মার্চ চাঁদ দেখা যাওয়ার এবং পরদিন ৩১ মার্চ (সোমবার) ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

চাঁদের অবস্থান, সূর্যের সঙ্গে এর কৌণিক বিভাজন, সূর্যাস্তের সময় উচ্চতা এবং বায়ুমণ্ডলীয় পরিস্থিতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর ভিত্তি করে দেখা গেছে, বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৩০ মার্চ চাঁদ দেখা যাবে। ফলে এসব দেশে ৩১ মার্চ ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে।

তাদের বিশ্লেষণ অনুযায়ী, সৌদি আরবে আগামী ২৯ মার্চ চাঁদ দেখা প্রায় অসম্ভব।

কারণ মক্কায় চাঁদের বয়স সেদিন সূর্যাস্তের সময় প্রায় পাঁচ ঘণ্টা হবে। এর ফলে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যে ৩০ মার্চ চাঁদ দেখা যাবে। সেই হিসাবে সেসব দেশের মুসলমানরা ৩১ মার্চ ঈদ উদযাপন করবে। বাংলাদেশেও ওই দিন তথা ৩১ মার্চ ঈদ হতে পারে।

কারণ বাংলাদেশের আকাশে ৩০ মার্চ সন্ধ্যায় নবচন্দ্রের বয়স হবে ২৫ ঘণ্টা ১৬ মিনিট, যা কিছুটা ছোট হলেও খালি চোখেও দেখা যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান এহসানুল হক জুবায়ের গণমাধ্যমকে বলেন, ২৯ মার্চ ঢাকায় সূর্যাস্তের সময় নবচন্দ্রের বয়স হবে মাত্র এক ঘণ্টা ১৬ মিনিট। এই চাঁদ খালি চোখে তো নয়ই, টেলিস্কোপ দিয়েও দেখা যাবে না। পরদিন অর্থাৎ ৩০ মার্চ সন্ধ্যায় ঢাকার আকাশে যখন চাঁদ উঠবে, তখন সেটির বয়স ২৫ ঘণ্টা ১৬ মিনিট। আকারে কিছুটা ছোট হবে, তবে খালি চোখে দেখা যাবে।

তাই বাংলাদেশে ২৯ রোজা এবং ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে সৌদি আরব যেহেতু চাঁদ দেখতে টেলিস্কোপ ব্যবহার করে, তাই দেশটির চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে ৩০ মার্চ ঈদের ঘোষণা আসাটাও অস্বাভাবিক নয়। এ রকম হলে বাংলাদেশ ও সৌদি আরবের ঈদুল ফিতর উদযাপনে এক দিনের ব্যবধান থেকে যাবে। অর্থাৎ সৌদি আরব তখন ৩০ মার্চ ঈদ উদযাপন করবে আর অন্য দেশগুলোতে ৩১ মার্চ ঈদুল ফিতর হতে পারে।

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ