ঢাকা, শনিবার ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শনিবার ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

৯ বছর পর আবারও প্রশ্নবিদ্ধ আরাফাত সানির বোলিং অ্যাকশন

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
৯ বছর পর আবারও প্রশ্নবিদ্ধ আরাফাত সানির বোলিং অ্যাকশন
৯ বছর পর আবারও প্রশ্নবিদ্ধ আরাফাত সানির বোলিং অ্যাকশন। ছবি : কালের কণ্ঠ

আবারও প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের মুখে পড়েছেন আরাফাত সানি। ফরচুন বরিশালের বিপক্ষে গত ১ জানুয়ারির ম্যাচ শেষে চিটাগাং কিংসের স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। আম্পয়ারদের সন্দেহ প্রকাশের বিষয়টি বেশ কটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রকিবুল হাসান।

নিয়ম অনুযায়ী ৭ দিনের মধ্যে পরীক্ষা দিতে হবে সানিকে।

বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল বলেছেন, ‘সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে বোলিং পরীক্ষা দিতে হবে। তবে আপাতত সানির বোলিং করতে কোনো বাধা নেই।’

এর আগে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাসকিন আহমেদের সঙ্গে সানির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল।

পরে অ্যাকশন শুধরে বোলিং করার অনুমতি পান দুজনে। এবারের বিপিএলে সানিই প্রথম বোলার নন, বাঁহাতি স্পিনারের আগে তারই বিপিএল সতীর্থ আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। আলিস পরীক্ষা দিলেও তার ফল এখন পাওয়া যায়নি।

বোলিং অ্যাকশনের সন্দেহর দিনটাও ভালো যায়নি সানির।

তবে বরিশালকে হারিয়ে সেদিন কোয়ালিফায়ার নিশ্চিত করে তার দল চিটাগাং। ওদিন ৪১ রান দিয়ে ১ উইকেট নেন ৩৮ বছর বয়সী স্পিনার। গতকাল অবশ্য ফাইনালে ওঠার ম্যাচে বরিশালের কাছেই হেরেছে। তবে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সের বিপক্ষে আগামীকাল জিততে পারলে ফাইনাল নিশ্চিত হবে তার দলের। সব মিলিয়ে এবারের বিপিএলে ৯ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন তিনি।

মন্তব্য

সম্পর্কিত খবর

মোহামেডান-আবাহনীর হাইভোল্টেজ ম্যাচ ড্র

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
মোহামেডান-আবাহনীর হাইভোল্টেজ ম্যাচ ড্র

প্রিমিয়ার লিগে মোহামেডান ও আবাহনীর হাইভোল্টেজ ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। ম্যাচে মোহামেডানের মাহবুব আলম লাল কার্ড দেখলে গ্যালারিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং খেলা দুই দফা বন্ধ থাকে। শেষ দিকে আবাহনী মরিয়া হলেও গোলের দেখা পায়নি। প্রথম লেগে আবাহনীকে ১-০ গোলে হারিয়েছিল মোহামেডান।

আবাহনীর সঙ্গে গোলশূন্য ড্রয়ে লিগে শীর্ষে থাকল মোহামেডান। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করলেও ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে আলফাজ আহমেদের দল। ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মারুফুল হকের আবাহনী।

ম্যাচের প্রথমার্ধে খুব বেশি আক্রমণ না হলেও অষ্টম মিনিটে সুমন রেজার হেডটি পোষ্ট ঘেঁষে বাইরে চলে যায়।

৩৯তম মিনিটে সুযোগ পেলেও বলের নিয়ন্ত্রণ হারিয়ে গোল মিস করেন মোহামেডানের আরিফ হাসান।

এর পরই মোহামেডান বড় ধাক্কা খায়। সুমন রেজাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন মাহবুব আলম। গ্যালারিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে, ছোড়া হয় ফ্লেয়ার ও অন্যান্য বস্তু, যার কারণে খেলা বন্ধ থাকে পাঁচ মিনিট।

কিছুক্ষণ পর আবারও গ্যালারি থেকে বোতল ছোড়ায় খেলা বন্ধ থাকে আরও দশ মিনিট।

দ্বিতীয়ার্ধে আক্রমণে আধিপত্য করে আবাহনী। ৬৫তম মিনিটে সহজ এক সুযোগে গোল করতে ব্যর্থ হন মোহাম্মদ ইব্রাহিম। পরে দিয়াবাতের পাসে মোজাফ্ফরের শট যায় সাইড পোস্ট দিয়ে বাইরে। ৮০তম মিনিটে কর্নার থেকে সুমনের শট ফিরিয়ে দেন মোহামেডানের গোলরক্ষক সুজন হোসেন।

শেষদিকে রাফায়েলের হেড আটকে দেন তপু।

সব মিলিয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ হয় গোলশূন্য ড্রয়ে, পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
 

মন্তব্য

মুস্তাফিজ-এনামুলদের নিয়েই বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
মুস্তাফিজ-এনামুলদের নিয়েই বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

মে মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুটি চার দিনের ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ‘এ’। নিউজিল্যান্ড দল বাংলাদেশে আসবে ১ মে।

প্রথম দুই ওয়ানডে ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

ম্যাচ দুটি হবে ৫ ও ৭ মে।

শেষ চার দিনের ম্যাচটি ছাড়া বাকি সব ম্যাচই হবে সিলেটে।

বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড (প্রথম ও দ্বিতীয় ওয়ানডে)

পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম ভূঁইয়া, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, শামীম হোসেন, তানভীর ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রেজাউর রহমান রাজা।

প্রাসঙ্গিক
মন্তব্য

শেষ বলে জিতে আবাহনীর ‘ফাইনাল’-এর সঙ্গী মোহামেডান

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
শেষ বলে জিতে আবাহনীর ‘ফাইনাল’-এর সঙ্গী মোহামেডান
গাজী গ্রুপকে ৪ উইকেটে হারিয়েছে মোহামেডান।

আবাহনী নিজেদের কাজ সেরে রেখেছিল—বিকেএসপিতে রূপগঞ্জ লিজেন্ডসকে ৭ উইকেটে হারিয়ে। শিরোপার অপেক্ষায় ছিল মোসাদ্দেক হোসেনের দল। তাদের চোখ ছিল মিরপুরে মোহামেডান-গাজী গ্রুপ ম্যাচের দিকে। গাজী গ্রুপের কাছে মোহামেডান হারলেই আজই শিরোপা নিশ্চিত হতো আবাহনীর।

কিন্তু শেষ বলে মোহামেডানের নাটকীয় জয়ে এখন সুপার লিগের শেষ রাউন্ডে আবাহনী ও মোহামেডানের মুখোমুখি লড়াই রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে।

শিরোপা দৌড়ে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না মোহামেডানের সামনে। গাজী গ্রুপের বিপক্ষে এমন এক ম্যাচে শেষ ওভারে তৈরি হয় নাটকীয়তা। জয়ের জন্য দরকার ছিল ১২ রান, বল হাতে পারভেজ ইমন।

উইকেটে ছিলেন সাইফউদ্দিন ও নাসুম আহমেদ। প্রথম চার বল থেকে আসে মাত্র ৫ রান। তীব্র চাপের মুহূর্তে পঞ্চম বলে নাসুম হাঁকান বিশাল এক ছক্কা, ম্যাচ ঘুরে যায় মোহামেডানের পক্ষে। শেষ বলে প্রয়োজনীয় ১ রানও তুলে নেন তারা, নিশ্চিত হয় নাটকীয় জয়।

মিরপুরে মোহামেডানের সামনে লক্ষ্যটা ছিল মোটামুটি সহজ। টসে হেরে আগে ব্যাট করে গাজী গ্রুপ ক্রিকেটার্স ৪৯.৪ ওভারে অলআউট হয়ে তোলে ২৩৬ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রান আসে ওপেনার মুনিম শাহরিয়ারের ব্যাট থেকে। মোহামেডানের হয়ে সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান নেন সর্বোচ্চ ৩টি করে উইকেট। 

রান তাড়ায় শুরুটা ভালো হয়নি মোহামেডানের, দ্বিতীয় ওভারেই আউট হন ওপেনার আনিসুল ইসলাম।

তবে রনি তালুকদার ও তাওহিদ হৃদয়ের ৭৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দলটি। ১১৫ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে রনি আউট হওয়ার পর হৃদয় ও মাহমুদ উল্লাহ মিলে ইনিংস গড়ার চেষ্টা করেন। কিন্তু হৃদয় (৩৭) ও মাহমুদ উল্লাহ (৪৯) ফিরে গেলে ম্যাচটি হয়ে পড়ে সমানে-সমান। সেখান থেকে শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন সাইফউদ্দিন (৩০*) ও নাসুম আহমেদ (২১*)।

এই জয়ের ফলে সুপার লিগের শেষ রাউন্ডে আবাহনী-মোহামেডান ম্যাচটা রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। সেই ম্যাচে যে দল জিতবে, তাদের হাতেই উঠবে শিরোপা। সেই ম্যাচে মোহামেডান জিতলে দুই দলের পয়েন্ট সমান হবে। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় মোহামেডানের হাতে উঠবে শিরোপা। আর ম্যাচ পরিত্যক্ত হলে চ্যাম্পিয়ন হবে আবাহনী।

মন্তব্য

রূপগঞ্জকে উড়িয়ে শিরোপার আরো কাছে আবাহনী

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
রূপগঞ্জকে উড়িয়ে শিরোপার আরো কাছে আবাহনী
সংগৃহীত ছবি

আবাহনী লিমিটেডের দুই স্পিনার মোসাদ্দেক হোসেন সৈকত ও রাকিবুল হাসানের দুর্দান্ত বোলিংয়ে লিজেন্ডস অব রূপগঞ্জকে কম রানে আটকে দেয় আকাশি-নীলরা। এরপর পারভেজ ইমন ও জিশান আলমের ফিফটির জুটিতে সহজেই জয় নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।

 শনিবার বিকেএসপির ৪ নম্বর মাঠে সুপার লিগের এই ম্যাচে ৭ উইকেটের জয় পায় আবাহনী। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ২২৫ রান তোলে লিজেন্ডস অব রপগঞ্জ।

জবাবে ১২.৩ ওভার হাতে রেখে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় আবাহনী। এ জয়ে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার সম্ভাবনা উজ্জ্বল করল বর্তমান চ্যাম্পিয়নরা।

লিগ পর্বে ১৮ পয়েন্ট পাওয়া আবাহনী সুপার লিগে টানা চার জয়ে মোট ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। এখন তাদের নজর মোহামেডান ও গাজী গ্রুপের ম্যাচে।

মোহামেডান হেরে গেলে টানা তৃতীয়বারের মতো প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত হবে আবাহনীর। বর্তমানে মোহামেডানের পয়েন্ট ১৪ ম্যাচে ২২।

ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে লিজেন্ডস। ২২ রানের মধ্যে সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার, দুজনই হন অফ স্পিনার মোসাদ্দেক হোসেন সৈকতের শিকার।

এরপর সাইফ হাসান ও মেহেদী মারুফের ছোট্ট প্রতিরোধ চেষ্টা করলেও তারা বেশিদূর এগোতে পারেননি। ৩৭ রানের জুটি ভাঙে সাইফের বিদায়ে, তিনি বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানের বলে আউট হন। এরপর আফিফ হোসেনকেও টিকতে দেননি মোসাদ্দেক।
পঞ্চম উইকেটে ফের লড়াই শুরু করে লিজেন্ডস। মারুফের সঙ্গে অধিনায়ক আকবর আলী যোগ করেন ৫০ রান, তবে এই জুটিও ভাঙেন মোসাদ্দেক।
আকবর বিদায় নেওয়ার কিছু পর একপ্রান্ত আগলে থাকা মারুফও থামেন। ১৪২ রানে ৬ উইকেট হারানো দলটি এরপর চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও শরিফুল ইসলামের কল্যাণে দুইশ রান পার করতে সক্ষম হয়।

মারুফ সর্বোচ্চ ৪৮ রান করেন ৮৮ বলে। আকবরের ব্যাট থেকে আসে ৪০ বলে ৩৫ রান। সাতে নেমে রিজওয়ান করেন ৪৭ বলে ৪০ রান। আটে নামা শরিফুল, যার মূল কাজ বোলিং, তিনি ব্যাট হাতে খেলেন ২৩ বলে ৩৪ রানের অপরাজিত ঝড়ো ইনিংস। এক চারের সঙ্গে চার ছক্কা মারেন তিনি। আবাহনীর পক্ষে মোসাদ্দেক ৪ ও রাকিবুল ৩ উইকেট নেন। দুজনই ১০ ওভারের কোটা পূরণ করে সমান ৪১ রান খরচ করেন।

রান তাড়ায় আবাহনী ৪৪ রানের আক্রমণাত্মক উদ্বোধনী জুটি পায়। শাহরিয়ার কমল ২০ বলে তিনটি করে চার ও ছক্কায় ৩২ রান করেন। দ্বিতীয় উইকেটে পারভেজ ও জিশান ১১৩ রান যোগ করে ম্যাচটি নিজেদের দখলে নিয়ে আসেন। পারভেজ ৮৪ বলে আটটি চার ও একটি ছক্কায় ৭৩ রান করেন, আর জিশান ৬৯ বলে চারটি করে চার ও ছক্কায় ৬৩ রান করেন। এরপর মেহেরব হাসান ও মোহাম্মদ মিঠুন আবাহনীকে জয়ী করে মাঠ ছাড়েন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ