<p>পিটার বাটলারের অধীনে অনুশীলনে ফিরবে না সিদ্ধান্তে অটল আছেন ১৮ নারী ফুটবলার। গত রবিবার ও সোমবারে বাফুফের বিশেষ কমিটির কাছে দেওয়া জবানবন্দিতে তাদের অনড় অবস্থানের কথা জানান সাবিনা খাতুনরা। </p> <p>এদিকে নিজের সিদ্ধান্তে অটল আছেন কোচ পিটার বাটলারও। এর আগে বাফুফেকে বাটলার জানিয়েছিলেন, সাত ফুটবলার থাকলে তিনি কাজ চালিয়ে যাবেন না। কালের কণ্ঠ গত রবিবার সেই নাম পাঠকদের কাছে তুলে ধরে। তাঁরা হলেন; সাবিনা খাতুন, মাসুরা পারভিন, মারিয়া মান্দা, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার, নিলুফা ইয়াসমিন নীলা ও শামসুন্নাহার সিনিয়র।</p> <p>মঙ্গলবার বিশেষ কমিটি ডেকেছিল বাটলারকে। এরপর কালের কণ্ঠকে বাটলার বলেছেন, 'যেটা সত্য সেটাই আমি বলেছি।' তবে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ব্রিটিশ এই কোচও নিজের সিদ্ধান্তে অটল আছেন। কমিটির কাছে বলেছেন, হয় এই সাতজন থাকবে না হয় তিনি চলে যাবেন।</p> <p>বিশেষ কমিটি প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে আগামী বৃহস্পতিবারে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কি হতে যাচ্ছে সেটারই এখন অপেক্ষা। আগামীকাল বুধবার বাফুফে ভবনে আসার কথা রয়েছে সভাপতি তাবিথ আউয়ালের।</p> <p>এদিকে মঙ্গলবারও বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন করিয়েছেন বাটলার। সবমিলিয়ে এদিন অনুশীলনে ছিলেন ৩৩জন ফুটবলার।</p>