চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাংলাদেশের বিদায়ের পর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে দুই অভিজ্ঞ ব্যাটার মাহমুদ উল্লাহ ও মুশফিকুর রহিমকে নিয়ে। দুই ক্রিকেটার কবে ব্যাট-প্যাড তুলে রাখবেন তা নিয়ে। তাদের অবসর নিয়ে তাই প্রায় সময় প্রশ্নের উত্তর দিতে হচ্ছে বিসিবি কর্মকর্তাদের।
বেশ কৌশলে উত্তরটাও দিচ্ছেন তারা।
আজ যেমন বিসিবি পরিচালক আকরাম খান দিলেন। মুশফিক-মাহমুদ উল্লাহর বিদায়ের সিদ্ধান্তটা তাদের কোর্টেই ঠেলে দিয়েছেন তিনি। মিরপুরে গণমাধ্যমকে সাবেক অধিনায়ক বলেছেন, ‘একটা জিনিস প্রথমে আমি মনে করি যে, যারা সিনিয়র প্লেয়ার আছে তাদের সবাইকে সম্মান করা উচিত। খেলোয়াড়রাই বলতে পারবে একমাত্র ওদের ফিটনেস বা প্রেসার কিভাবে খেলাটা নিচ্ছে। একটা খেলোয়াড়ই বুঝতে পারে তার ভবিষ্যৎ কী অবস্থা।’
অবসরের সিদ্ধান্ত মুশফিক-মাহমুদ উল্লাহই নেবেন বলে জানান আকরাম। সঙ্গে জানিয়েছেন, তাদের অবসরের আলোচনা বাইরে করাটা সম্মানজনক দেখায় না। তিনি বলেছেন, ‘সব কিছু মিলে আমাদের খেলোয়াড়দের ওপর ছেড়ে দেওয়া উচিত, সিদ্ধান্তটাও ওরাই নিক।
যদি বেশি সমস্যা হয় টিম ম্যানেজমেন্ট আছে, খেলোয়াড়ও আছে ওরা বসে সিদ্ধান্ত নেওয়া উচিত। আমার মনে হয় এটা নিয়ে বাইরে আলাপ-আলোচনা করা সম্মানজনক দেখায় না।’
আকরামের এমন মন্তব্যর দিনেই ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ বিসিবির কেন্দ্রীয় চুক্তির একটি তালিকা প্রকাশ করেছে। যেখানে আগামী এক বছরে চুক্তিতে মুশফিক-মাহমুদ উল্লাহ দুজনই আছেন। বিসিবির আনুষ্ঠানিক ঘোষণায় তা সত্যি হলে তাহলে নিশ্চিতভাবেই বলা যায়, দুই অভিজ্ঞ ব্যাটারের অবসর খুব শিগগিরই হচ্ছে না।
এর আগে মুশফিক-মাহমুদ উল্লাহর অবসরের বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, ‘অবশ্যই, ওরা অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়। সব খেলোয়াড়ের ক্যারিয়ার শেষ করার একটা সময় আসেই। আমার মনে হয়, ওদের সঙ্গে কথা বলব। ওদের চিন্তা কী, সেটা নিয়ে আলাপ হবে।’