ঢাকা, শনিবার ২৬ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শনিবার ২৬ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

আইপিএলে খেলতেই পাকিস্তানের বিপক্ষে নেই স্যান্টনার-রাচিনরা

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
আইপিএলে খেলতেই পাকিস্তানের বিপক্ষে নেই স্যান্টনার-রাচিনরা
আইপিএলে খেলতেই পাকিস্তানের বিপক্ষে সিরিজে নিজেদের সরিয়ে নিয়েছেন রাচিন-স্যান্টনাররা। ছবি : ক্রিকইনফো

দেড় সপ্তাহ পরেই শুরু হবে অর্থের ঝনঝনানির টুর্নামেন্ট আইপিএল। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতেই জাতীয় দলের দায়িত্ব থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটাররা। আছেন দলের নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনারও।

আগামী ২২ মার্চ শুরু হতে যাওয়া আইপিএলে খেলতেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না স্যান্টনার।

তার সঙ্গে খেলবেন না ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্রর মতো তারকারা। তাদের সবাইকে ভারতের ফ্যাঞ্চাইজি লিগ খেলতে অনাপত্তিপত্র দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। সঙ্গে ব্যক্তিগত কারণে এই সিরিজে থাকছেন না কেন উইলিয়ামসনও।

নিয়মিত একাদশের ক্রিকেটাররা না থাকায় সুযোগ মিলেছে এতদিন দলের বাইরে থাকা ক্রিকেটারদের।

বলা যায়, দ্বিতীয় সারির দল নিয়ে খেলবে কিউইরা। ফেরার তালিকায় আছেন ফিন অ্যালেন, টিম সাইফার্ট ও জিমি নিশামরা। সঙ্গে চোট কাটিয়ে ফিরেছেন ম্যাট হেনরি-বেন সিয়ার্সদের মতো পেসাররা। পেস বোলিংয়ে তাদের সঙ্গী হচ্ছেন কাইল জেমিসন ও উইলিয়াম ও’রুর্কি।
হেনরির শেষ দুই ম্যাচের বিপরীতে প্রথম তিন টি-টোয়েন্টিতে খেলবেন জেমিসন-ও’রুর্কি।

কিউইদের নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল। গত বছর পাকিস্তানের বিপক্ষেই প্রথমবার দলকে নেতৃত্ব দিয়েছিলেন এই অলরাউন্ডার। আবারো অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ব্রেসওয়েল বলেছেন, ‘দেশকে নেতৃত্ব দিতে পারাটা সত্যিই বড় সম্মান ও গর্বের। গত বছর পাকিস্তানের বিপক্ষে নেতৃত্বটা উপভোগ করেছিলাম।

সেই সফরের বেশ কজন খেলোয়াড় এবারো দলে থাকায় সত্যি ভালো লাগছে।’ 

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১৬ মার্চ, ক্রাইস্টচার্চে। সিরিজের পর্দা নামবে ওয়েলিংটনে ২৬ মার্চ।

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল:

মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস (শেষ দুই ম্যাচ), মিচেল হে, ম্যাট হেনরি (শেষ দুই ম্যাচ), কাইল জেমিসন (প্রথম তিন ম্যাচ), ড্যারিল মিচেল, জেমস নিশাম, উইলিয়াম ও’রুর্কি (প্রথম তিন ম্যাচ), টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সেইফার্ট ও ইশ সোধি।

মন্তব্য

সম্পর্কিত খবর

এশিয়া কাপের স্বপ্ন শেষ বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
এশিয়া কাপের স্বপ্ন শেষ বাংলাদেশের
ওমানের কাছে সেমিফাইনালে হেরে বাংলাদেশের এশিয়া কাপে খেলার স্বপ্ন শেষ। ছবি : এশিয়ান হকি ফেডারেশন

গত চার আসরে তিনবারই বাংলাদেশের কাছে ফাইনাল হেরে স্বপ্ন ভাঙা ওমান এবার হারিয়ে দিয়েছে বাংলাদেশকে। আজ এএইচএফ কাপের সেমিফাইনালে ৫-৪ ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছে গেছে ওমান। টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার মুকুট হারানোর সঙ্গে এ বছর ভারতে হতে যাওয়া এশিয়া কাপে খেলার সুযোগও হাতছাড়া হলো বাংলাদেশের। টুর্নামেন্টের সেরা দুই দল কাটবে এশিয়া কাপের টিকিট।

আরো পড়ুন
হৃদয়ের নতুন করে পাওয়া শাস্তিকে হাস্যকর বলেছেন তামিম (ভিডিওসহ)

হৃদয়ের নতুন করে পাওয়া শাস্তিকে হাস্যকর বলেছেন তামিম (ভিডিওসহ)

 

টানা চার ম্যাচ জেতার আত্মবিশ্বাস নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তায় খেলতে নামে বাংলাদেশ। তবে অষ্টম মিনিটেই পিছিয়ে পড়ে মামুন উর রশিদের দল। প্রথম কোয়ার্টারে অবশ্য পেনাল্টি কর্নারে সমতা ফেরান সোহানুর রহমান সবুজ। পরের কোয়ার্টারে ওমানের ওপর চাপ বাড়াতে থাকে বাংলাদেশ।

২৪ মিনিটে আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নারে এগিয়ে নেন দলকে। এরপর দ্রুত ছন্দ হারিয়ে দুই গোল হজম করে বাংলাদেশ। আল ফাজারি রাশিদ সমতা ফেরানোর পর ওমানকে ফিল্ড গোলে এগিয়ে নেন আল ফাহাদ।

আরো পড়ুন
‘জনসম্মুখে ক্রিকেটারদের নাম প্রকাশ করা এবং ডেকে নিয়ে অভিনয় করানো অপমানের’

‘জনসম্মুখে ক্রিকেটারদের নাম প্রকাশ করা এবং ডেকে নিয়ে অভিনয় করানো অপমানের’

 

তৃতীয় কোয়ার্টারের শুরুতে আল আলিয়াস আলতো টোকায় ওমানকে আরও এগিয়ে দেন।

একটু পরই ওবায়দুল হোসেন জাল খুঁজে নিলে ম্যাচ জমে ওঠে। কোয়ার্টারের শেষ দিকে আল ফারাজির গোলে বাংলাদেশের স্বপ্ন ফিকে হয়ে যায়। খেলায় ফিরতে শেষ কোয়ার্টারে দুই গোল প্রয়োজন হলেও সোহানুরের পেনাল্টি স্ট্রোক ব্যবধান কমালেও বাংলাদেশের আর ম্যাচে ফেরা হয়নি। এখন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে বাংলাদেশ।
 

প্রাসঙ্গিক
মন্তব্য

তামিমদের চাপে হৃদয়ের শাস্তি এক বছর স্থগিত

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
তামিমদের চাপে হৃদয়ের শাস্তি এক বছর স্থগিত
আম্পায়ার সৈকতের সঙ্গে তর্ক করছেন হৃদয়। ছবি : কালের কণ্ঠ

তাওহিদ হৃদয়ের শাস্তি নিয়ে জলঘোলার যেন শেষ নেই। আম্পায়ারের সঙ্গে অসদাচরণের জন্য যে শাস্তি তার এবারের মৌসুমে পাওয়ার কথা ছিল তা এখন আগামী বছরের জন্য স্থগিত করা হয়েছে।

এতে করে সুপার লিগের বাকি দুই ম্যাচ মোহামেডানের হয়ে খেলতে বাধা নেই হৃদয়ের। তাই আগামীকাল গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে টস করতে মাঠে নামছেন বাংলাদেশি ব্যাটারই।

অথচ, গতকাল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) টেকনিক্যাল কমিটির প্রধানের দায়িত্ব পাওয়া নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছিলেন, গাজীর বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না হৃদয়।

তবে ফাহিমের বলাটা যেহেতু মুখে তাই শাস্তিটা কার্যকর হয়নি। কারণ আনুষ্ঠানিকভাবে হৃদয়কে শাস্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেনি সিসিডিএম। মোহামেডানের অধিনায়কের শাস্তির নাটক নিয়েই আজ তামিম ইকবালের নেতৃত্ব একদল ক্রিকেটার বিসিবির সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান ফাহিম ও আম্পায়ার্স ও মিডিয়া কমিটির প্রধান ইফতেখার রহমান।

আরো পড়ুন
হৃদয়ের নতুন করে পাওয়া শাস্তিকে হাস্যকর বলেছেন তামিম (ভিডিওসহ)

হৃদয়ের নতুন করে পাওয়া শাস্তিকে হাস্যকর বলেছেন তামিম (ভিডিওসহ)

 

হৃদয়ের শাস্তি স্থগিত হওয়ার বিষয়টা যে ক্রিকেটারদের চাপেই হয়েছে সেটা না বললেও আর চলে। গত ১২ এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়ে এক ম্যাচের শাস্তি পান হৃদয়। সঙ্গে আবাহনীর বিপক্ষে ম্যাচটিতে অসদাচরণের জন্য ৪ ডিমেরিট ও ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।

কিন্তু ম্যাচ শেষে সংবাদমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখালে হৃদয়কে নতুন করে তিনটি ডিমেরিট পয়েন্ট ও ৮০ হাজার জরিমানা করা হয়। ফলে নিষেধাজ্ঞা বেড়ে দুই ম্যাচ হয়। কিন্তু এক ম্যাচ পরেই মাঠে নামেন তিনি। তা নিয়েই পরে বড় রকমের ঝামেলার সৃষ্টি হয়।

হৃদয়ের শাস্তি কমানোয় সিসিডিএমের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও আম্পায়ার এনামুল হক।

এমন সিদ্ধান্তে পরে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আর পরিচালনা করবেন না বলে বিসিবিকে চিঠি দেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতও। আইসিসির এলিট প্যানেলের একমাত্র বাংলাদেশি আম্পায়ারের এমন সিদ্ধান্তে নড়েচড়ে বসে বিসিবি। নিজেদের ভুল বুঝতে পেরে পরে আম্পায়ার্স বিভাগ জানায়, আগের শাস্তি অনুযায়ী হৃদয়কে এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতেই হবে।

আরো পড়ুন
‘জনসম্মুখে ক্রিকেটারদের নাম প্রকাশ করা এবং ডেকে নিয়ে অভিনয় করানো অপমানের’

‘জনসম্মুখে ক্রিকেটারদের নাম প্রকাশ করা এবং ডেকে নিয়ে অভিনয় করানো অপমানের’

 

কিন্তু আজ ক্রিকেটার ও বিসিবির বৈঠকের পর সিদ্ধান্তে পরিবর্তন এসেছে। হৃদয়ের শাস্তির বিষয়ে বৈঠক শেষে তামিম বলেছেন, ‘তাওহিদ হৃদয়ের দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তখন কেউ নিয়ে কোনো কথা বলেনি। কিছুদিন পর তার শাস্তি দুই ম্যাচ থেকে এক ম্যাচ করা হয়েছে। বিসিবি এটা করেছে। তখনো আমরা কোনো কথা বলিনি। এক ম্যাচ শাস্তি ভোগ করার পর সে দুই ম্যাচ খেলল। তার মানে সে তার শাস্তি ভোগ করেছে। দুই ম্যাচ খেলার পর গতকাল আমরা শুনেছি তাকে আবার এক ম্যাচের জন্য বহিষ্কার করা হয়েছে। এটা কোন নিয়মে করা হয়েছে আমাদের জানা নেই। এটা হাস্যকর। বিসিবি তাকে খেলতে দিয়েছে, আবার কিভাবে শাস্তি দেয়।’

প্রাসঙ্গিক
মন্তব্য

‘জনসম্মুখে ক্রিকেটারদের নাম প্রকাশ করা এবং ডেকে নিয়ে অভিনয় করানো অপমানের’

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
‘জনসম্মুখে ক্রিকেটারদের নাম প্রকাশ করা এবং ডেকে নিয়ে অভিনয় করানো অপমানের’
বাংলাদেশের সাবেক ওপেনার তামিম। ফাইল ছবি

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এক ম্যাচ ঘিরে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। সেই ম্যাচ নিয়ে তদন্তও চলছে। যাদের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে সেই দুই ক্রিকেটারকে তদন্তের অংশ হিসেবে মিরপুরে ডেকে নিয়ে মিডিয়ার সামনে এভাবে দৃশ্য ধারণ করার বিষয়টি মানতে পারছেন না তামিম ইকবাল।

তামিমের মতে, তারা যদি দোষী হয় তাহলে শাস্তি পাক আমরাও চাই।

কিন্তু এভাবে ডেকে মিডিয়ার সামনে অভিনয় করানোর অধিকার কারো নেই। আজ বিসিবির সভাপতি ও দুই কর্মকর্তার সঙ্গে ক্রিকেটারদের মিটিংয়ের পর এমনটিই জানিয়েছেন বাংলাদেশের সাবেক বাঁহাতি ওপেনার।

আরো পড়ুন
হৃদয়ের নতুন করে পাওয়া শাস্তিকে হাস্যকর বলেছেন তামিম

হৃদয়ের নতুন করে পাওয়া শাস্তিকে হাস্যকর বলেছেন তামিম

 

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তামিম বলেছেন, ‘কিছুদিন আগে আপনারা দেখেছেন গুলশান আর শাইপুকুরের ম্যাচে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমরা বোর্ডকে খুবই স্পষ্টভাবে বলেছি দেখুন, যদি সেখানে কোনো দুর্নীতি হয় বা কোনো ক্রিকেটার কোনো ভুল কিছু করেছে তার শাস্তি হোক আমরা সবাই চাই।

আমরা শতভাগ এটার সঙ্গে একমত। কিন্তু তার মানে এই নয় যে এই দুটো ছেলেকে নিয়ে মিডিয়ার সামনে অভিনয় করাবেন। এটা করানোর কোনো অধিকার আপনার নেই। এটা বিশ্ব এন্টি করাপশন বা কোনো জায়গায় এমন নিয়ম নেই মিডিয়ার সামনে একই জিনিস করিয়ে দুটো ছেলেকে বেইজ্জত করবেন।
এটা ক্রিকেটারদের প্রতি অপমান। আমরা এটা নিয়ে এক ফোটাও খুশি ছিলাম না।’

গত ৯ এপ্রিল গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুরের ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। সেই ম্যাচে শাইনপুকুরের দুই ব্যাটার সন্দেহজনকভাবে আউট হন। সেই দুই ক্রিকেটার হচ্ছেন- রহিম আহমেদ ও মিনহাজুল আবেদীন সাব্বির।

তাদের আউট হওয়াকে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়। মাঠে কিভাবে তারা বিতর্কিত স্ট্যাম্পিংয়ে আউট হন সেটাই পরে বিসিবি কর্মকর্তা-মিডিয়াসহ সকলের সামনে করে দেখান।

আরো পড়ুন
৫১ বছরের অপেক্ষা ফুরাল ইতালিয়ান ক্লাবের

৫১ বছরের অপেক্ষা ফুরাল ইতালিয়ান ক্লাবের

 

শুধু ডিপিএলের নয়, বিপিএলের ফিক্সিং নিয়েও কথা বলেছেন তামিম। ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে ১০ জন ক্রিকেটারের নাম মিডিয়াকে দেওয়ায় বিসিবির সমালোচনা করেছেন তিনি। বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেছেন, ‘এর আগে বিপিএলেও একই ঘটনা ঘটেছে। দশজনের নাম লিক হয়েছে। বিসিবি থেকে দশজনের ছবি দিয়েছে বিভিন্ন মিডিয়াতে। ওইখান থেকে যদি কোনো ক্রিকেটার দোষী হয় তাহলে আমরা সব ক্রিকেটার চাই তার শাস্তি হোক। যতটুকু শাস্তি সম্ভব দেয়া হোক। যদি ওইখান থেকে দুজন নির্দোষ বা আটজন নির্দোষ, নামগুলো লিক করে দেয়া পাবলিকলি এটা ক্রিকেটারদের জন্য অপমানজনক। এগুলো নিয়ে আমরা চিন্তায় ছিলাম। ক্রিকেটারদের এভাবে ট্রিট করতে থাকলে ভালো কিছু হবে না।’

মন্তব্য

বসুন্ধরা ফুটবল একাডেমির টার্ফ আন্তর্জাতিক মানের (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বসুন্ধরা ফুটবল একাডেমির টার্ফ আন্তর্জাতিক মানের (ভিডিওসহ)
ছবি: কালের কণ্ঠ

বসুন্ধরা কিংস ফুটবল একাডেমিতে প্রশিক্ষণ নেওয়া প্রশিক্ষণার্থীদের মতে, বসুন্ধরার টার্ফ আন্তর্জাতিক মানসম্পন্ন, যা তাদের স্বপ্নপূরণে বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে। উন্নত অবকাঠামো ও পেশাদার পরিবেশে তারা পাচ্ছে বিশ্বমানের অভিজ্ঞতা।

বিস্তারিত ভিডিওতে...

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ