<p>একের পর এক বিতর্কিত মন্তব্য করে সমালোচনার শিকার হচ্ছেন ধর্মপ্রচারক ড. জাকির নায়েক। সম্প্রতি  মালয়েশিয়া থেকে চীনাদের বের করে দেয়ার কথা বলায় তার ওপর চটেছেন মালয়েশিয়ার মন্ত্রিপরিষদের কমপক্ষে চার মন্ত্রী। তারা প্রকাশ্যে জাকির নায়েককে ভারতে পাঠিয়ে দেয়ার জন্যে জোর অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে। </p> <p>এর আগে মাহাথির বলেছিলেন, নায়েককে ভারতে পাঠানো যাচ্ছে না। কারণ সেখানে তার 'খুন হয়ে যাওয়ার ভয়' রয়েছে। এই ভারতীয় ইসলাম ধর্মপ্রচারক মালয়েশিয়া থেকে আদিবাসী সংখ্যালঘু চীনাদের বিতাড়নের কথা বলে ক্ষোভের শিকার হয়েছেন। এই মুহূর্তে মালয়েশিয়ায় স্থায়ী নাগরিকত্ব নিয়ে বসবাস করছেন জাকির নায়েক। কিন্তু তার এমন মন্তব্যের পর কয়েকজন মন্ত্রী তার নাগরিকত্ব বাতিল করে ভারতে পাঠিয়ে দেয়ার দাবি তুলেছেন। গতকাল বুধবার দুজন মন্ত্রী প্রধানমন্ত্রী মাহাথিরকে মোহাম্মদের কাছে এ দাবি তোলেন। নায়েকের বক্তব্য 'হিংসাত্মক প্রকৃতিগতভাবে' বলে মন্তব্য করেন তারা। কমপক্ষে চারজন মন্ত্রীর সাথে আরো কয়েকজন জ্যেষ্ঠ রাজনীতিবিদ জাকির নায়েককে নিজ দেশ ভারতে ফেরত পাঠানোর দাবি জানান। </p> <p>মালয়েশিয়ার কমিউনিকেশন্স অ্যান্ড মাল্টিমিডিয়া বিষয়ক মন্ত্রী গোবিন্দ সিং দেও এবং মানবসম্পদ বিষয়ক মন্ত্রী এম কুলাসেগারান যৌথ বিবৃতিতে বলেন, আমরা আমাদের অবস্থান সুস্পষ্ট করছি যে, জাকির নায়েককে মালয়েশিয়ায় থাকতে দেয়া যাবে না এবং এই বিষয়ে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে। </p> <p>বিবৃতিতে আরো বলা হয়, প্রধানমন্ত্রী আমাদের মতামত নোট করে নিয়েছেন। আমরা সিদ্ধান্তের ভার তার ওপর ছেড়ে দিচ্ছে এবং এ সমস্যা সমাধানে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেবেন বলে আশা করছি। </p> <p>সূত্র জানায়, প্রধানমন্ত্রী মন্ত্রীদের বলেছেন যে সমস্যার সমাধান করবেন তিনি। এর বেশি কিছু জানা যায়নি। মন্ত্রিসভা কবে নাগাদ নায়েকের বিষয়ে সিদ্ধান্তে উপনীত তা পরিষ্কার করে বলা হয়নি। </p> <p>মালয়েশিয়ার বিগত সরকার ড. জাকির নায়েককে স্থায়ী নাগরিকত্ব প্রদান করে এবং তিনি তিন বছর ধরে সেখানে বসবাস করছেন। </p> <p>এর আগেও উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিতর্কিত হন এই ধর্মপ্রচারক। সম্প্রতি তিনি মালয়েশিয়ার কোটা বারু শহরে এক বক্তৃতায় ভারতের মুসলমানদের সঙ্গে মালয়েশিয়ার হিন্দুদের অবস্থান তুলনা করেন। সেখানে তিনি বলেন, ভারতের সংখ্যালঘু মুসলমানরদের তুলনায় মালয়েশিয়ায় হিন্দুরা ১০০ শতাংশের বেশি সুযোগ-সুবিধা ভোগ করছেন।</p> <p>এর পর অতিসম্প্রতি মালয়েশিয়ার সংখ্যালঘু চীনাদের নিয়ে মন্তব্য করেন তিনি। মালয়েশিয়ায় যেহেতু তারা 'মেহমান' হিসেবে এসছিলেন, কাজেই তাদের দেশ ত্যাগ করা উচিত, বক্তব্যে বলেন নায়েক। </p> <p>তিনি বলেছিলেন, আপনারা জানেন অনেকেই এখানে আমাকে মেহমান বলে সম্বোধন করেন। </p> <p>তার মালয়েশিয়ার ত্যাগের যে দাবি ওঠে সে প্রসঙ্গ টেনে আরো বলেন, তাই আমি বলি, আমার আগে চীনারা এখানকার মেহমান হয়েছিলেন। তাই যদি নতুন মেহমানকে আগে চলে যেতে বলেন, তবে পুরনো মেহমানদেরও ফিরে যেতে বলুন। </p> <p>সূত্র: আল-জাজিরা </p>