<p>মিয়ানমারের ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে গৃহবন্দি থেকে রাজধানী নেপিটাওয়ের কারাগারে নির্জন কারাবাসে সরিয়ে নেওয়া হয়েছে।</p> <p>২০২১ সালের ফেবু্রয়ারিতে সামরিক বাহিনী ৭৭ বছর বয়সী সুচির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর তাকে গ্রেপ্তার করা হয়। সুচির বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে অনেক মামলা হয়েছে। কয়েকটিতে মোট ১১ বছরের কারাদণ্ডের সাজাও হয়েছে ইতিমধ্যে।</p> <p>গত এক বছর ধরে অং সান সুচিকে রাজধানীর অজ্ঞাত স্থানে রাখা হয়েছে। এখন তিনি কারাগারের অভ্যন্তরে স্থাপিত একটি বিশেষ আদালতে বিচারের শুনানিতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।</p> <p>সামরিক সরকারের পক্ষ থেকে প্রকাশিত একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারের ফৌজদারি আইন অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে।</p> <p>মানবাধিকার সংগঠনগুলো সামরিক সরকারের আদালতের বিচারকে জালিয়াতি বলে নিন্দা করেছে। এ মামলার রুদ্ধদ্বার শুনানি হয় যাতে জনসাধারণ এবং মিডিয়ার প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়েছে। সু চির আইনজীবীদের সাংবাদিকদের সঙ্গে কথা বলতেও নিষেধ করা হয়েছে।</p> <p>সূত্র : বিবিসি</p>