<p>মণিপুরের উখরুল জেলার হুনফুন ও হাংপাং গ্রামের বাসিন্দাদের মধ্যে গুলি বিনিময়ে তিনজন নিহত এবং চল্লিশেরও বেশি আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকাল ১০টা ৩০ মিনিটের দিকে।</p> <p>স্থানীয় লোকজন জানান, গ্রামের মধ্যে সীমানা বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। গ্রামবাসীর মধ্যে গুলি বিনিময় চলে সন্ধ্যা পর্যন্ত। পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে ৬ষ্ঠ মণিপুর রাইফেলসের একজন কর্মী রয়েছেন। যিনি ওয়ারিনমি থুমরা নামে পরিচিত। আহত গ্রামবাসীদের উখরুল ও ইম্ফলের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মণিপুরে গুলিতে কুকি কমান্ডার নিহত" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/03/1727919932-fee4e47f3e4c529b1f2c751035a4492c.gif" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মণিপুরে গুলিতে কুকি কমান্ডার নিহত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/10/03/1431332" target="_blank"> </a></div> </div> <p>উখরুল জেলায় গতকাল বিকেল থেকে ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট ও মোবাইল ডেটা পরিষেবা বন্ধ করে দেয় রাজ্য সরকার। উখরুলে পরিস্থিতি স্বাভাবিক করতে আধাসামরিক বাহিনীসহ অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।</p> <p>এদিকে, উখরুল এবং কামজং জেলার তিনজন বিধায়ক একটি যৌথ প্রেস বিবৃতিতে উভয় যুদ্ধরত গোষ্ঠীকে সংযম ও শান্তির আবেদন জানিয়েছেন। চার্চ সংস্থা এবং নাগা নাগরিক সমাজ সংস্থাগুলোও উভয় গ্রুপকে সহিংসতা থেকে বিরত থাকার জন্য আবেদন করেছে।</p> <p>সূত্র: নিউজ অন এয়ার, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস</p>