<p>নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৭ নম্বর গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক সরকারের বিরুদ্ধে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (২ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ১২ জন ইউপি সদস্য। পরে সন্ধ্যায় স্থানীয় সাংবাদিকদের কাছেও অভিযোগ পত্র প্রদান করেন তারা।</p> <p>অভিযোগকারীরা হলেন- ইউপি সদস্য আজিজুল রহমান, শহীদুল ইসলাম, জসিম উদ্দীন, ইদ্রিস আলী, রফিকুল ইসলাম, ইসমাইল হোসেন, আব্দুল আলী, আব্দুল ছালাম, নুরুল আমীন, শামসুন্নাহার, রোকিয়া খাতুন ও জেসমিন আক্তার।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বৃষ্টিতে গণপরিবহন কম, শান্ত শিল্পাঞ্চল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/03/1727943528-ddbac6792a98673cf32000e4509a6361.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বৃষ্টিতে গণপরিবহন কম, শান্ত শিল্পাঞ্চল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/03/1431404" target="_blank"> </a></div> </div> <p>অভিযোগে বলা হয়েছে, ২০২৩-২০২৪ অর্থ বছরে জনগণের কাছ থেকে উত্তোলন করা ট্যাক্স ও ইউপি সদস্যদের সম্মানিভাতার ৩০-৩৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক সরকার। চৌকিদার ও এনজিও কর্মীর মাধ্যমে জনগণের কাছ থেকে ট্যাক্সের টাকা উত্তোলন করেন চেয়ারম্যান। জনগণ টাকা উত্তোলনকারী লোকজনকে জিজ্ঞাসা করলে তারা বলতো তাদের সরকারিভাবে নিয়োগ দেওয়া হয়েছে এবং চেয়ারম্যান নিযুক্ত করেছেন।</p> <p>অভিযোগে আরো বলা হয়, ট্যাক্সের টাকা উত্তোলন করে এই টাকা দিয়ে এলাকার উন্নয়নমূলক কাজ করবেন বলা হয়েছে। প্রতিটি লোকের কাছ থেকে ২০০ থেকে শুরু করে আড়াই হাজার টাকা পর্যন্ত উত্তোলন করা হয়েছে। সেসময় চেয়ারম্যান ইউপি সদস্যদের বলেছেন, এই সমস্ত ট্যাক্স উত্তোলন করে সম্মানিভাতা দেওয়া হবে ও এলাকার উন্নয়নমূলক কাজ করা হবে। কিন্তু সেই টাকা সদস্যদের সম্মানিভাতা প্রদান না করে এবং এলাকার উন্নয়নমূলক কাজ না করে সমস্ত টাকা আত্মসাৎ করেছেন চেয়ারম্যান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় হাতীবান্ধায় আটক ৩" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/03/1727942361-0331f1beab22fb6d25616fda3a99b07b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় হাতীবান্ধায় আটক ৩</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/03/1431398" target="_blank"> </a></div> </div> <p>অভিযোগের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক সরকার মুঠোফোনে বলেন, ‘ট্যাক্সের টাকা আদায়, ব্যাংকে জমা ও সদস্যদের সম্মানিভাতা বিষয়গুলো সচিবের কাজ। আমার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ উত্থাপন করেছে তারা।’</p> <p>এ সময় তিনি পাল্টা অভিযোগ করে বলেন, ‘আমাকে চেয়ারম্যান পদ ছেড়ে দিতে চাপ দেওয়া হয়েছিল। কিন্তু আমি ছাড়িনি বলে এসব মিথ্যা অভিযোগ করা হচ্ছে আমার বিরুদ্ধে।’</p> <p>দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্তের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’</p>