<p>ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানি জনগণের প্রতি একটি বার্তা দিয়েছেন। গতকাল মঙ্গলবার নেতানিয়াহু সরাসরি ওই বার্তায় বলেছেন, ইরানের সর্বচ্চো নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরকার ইসরায়েলের চেয়ে ইরানের জনগণকে বেশি ভয় পায়।</p> <p>ইরানে নারীদের অধিকার আন্দোলনের বিষয়ে ইঙ্গিত করে নেতানিয়াহু বলেন, ‘আমি আপনাদের যে কথা বলতে চাই তা হলো, আপনাদের স্বপ্নগুলো নষ্ট হতে দেবেন না। আমি ফিসফিস করে শুনতে পাই, নারী, জীবন, স্বাধীনতা। জান, জিন্দেগি, আজাদি।’</p> <p>তিনি আরো বলেন, ‘আশা হারাবেন না এবং জেনে রাখুন ইসরায়েল ও মুক্ত বিশ্বের অন্যরা আপনাদের সঙ্গে দাঁড়িয়ে আছে।’ </p> <p>নেতানিয়াহু তার বার্তায় ইসরায়েলের ওপর ইরানের গত ১ অক্টোবর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে বলেন, ‘এতে আপনাদের প্রায় ২৩০ কোটি ডলার পরিমাণ ‘মূল্যবান অর্থ’ খরচ হয়ে গেছে, কিন্তু ইসরায়েলের সামান্যই ক্ষতি হয়েছে।’ ইসরায়েলও গত ২৬ অক্টোবর ইরানের ওপর পাল্টা আঘাত করেছিল।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="উপ-নির্বাচনে আজ প্রিয়াঙ্কা গান্ধীর ভাগ্যের পরীক্ষা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/13/1731480666-a4dba9b67cf54c1c9da7b162dfbc1b74.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>উপ-নির্বাচনে আজ প্রিয়াঙ্কা গান্ধীর ভাগ্যের পরীক্ষা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/11/13/1446131" target="_blank"> </a></div> </div> <p>নেতানিয়াহু বলেন, ইরান যদি অবাধ হতো এবং সেখানকার তহবিলগুলো যুদ্ধ খাতে খরচ না করে শিক্ষা, রাস্তাঘাট, পানি ও হাসপাতাল খাতে খরচ করা হতো, তাহলে ইরানের মানুষের জীবন অন্যরকম হতে পারত।</p> <p>তিনি বলেন, ‘কিন্তু খামেনির সরকার আপনাকে (জনগণ) প্রতিদিনই এড়িয়ে যাচ্ছে। তারা ইরানকে গড়ে তোলার পরিবর্তে ইসরায়েলকে ধ্বংস করার জন্য উন্মাদনা পোষণ করে। আমি জানি আপনারা এই যুদ্ধ চান না। আমিও এই যুদ্ধ চাই না। ইসরায়েলের মানুষও এই যুদ্ধ চায় না।’</p> <p>সূত্র: রয়টার্স<br />  </p>