<p>বিশ্বের সবচেয়ে প্রবীণ, জাপানি নারী টোমিকো ইতোওকা ১১৬ বছর বয়সে মারা গেছেন। তার আবাসস্থল আশিয়া শহরের প্রশাসন শনিবার এ তথ্য জানিয়েছে।</p> <p>আশিয়া শহরের মেয়র এক বিবৃতিতে জানিয়েছেন, ইতোওকা ২৯ ডিসেম্বর একটি বৃদ্ধাশ্রমে মৃত্যুবরণ করেন, যেখানে তিনি ২০১৯ সাল থেকে বসবাস করছিলেন। তিন ভাইবোনের একজন ইতোওকার চার সন্তান ও পাঁচ নাতি-নাতনি রয়েছে। </p> <p>১৯০৮ সালের ২৩ মে ওসাকা শহরে জন্মগ্রহণ করেন ইতোওকা। ওসাকা শহর আশিয়ার কাছাকাছি অবস্থিত। তার জন্মের মাত্র চার মাস পর যুক্তরাষ্ট্রে প্রথম ‘ফোর্ড মডেল টি’ গাড়ি বাজারে আসে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="টাইটানিক ডোবার বছরে জন্মানো বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির প্রয়াণ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/11/26/1732621275-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>টাইটানিক ডোবার বছরে জন্মানো বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির প্রয়াণ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/11/26/1450868" target="_blank"> </a></div> </div> <p>২০২৪ সালের আগস্ট মাসে স্পেনের মারিয়া ব্রান্যাস মোরেরা ১১৭ বছর বয়সে মৃত্যুবরণ করলে ইতোওকা বিশ্বের সবচেয়ে প্রবীণ হিসেবে স্বীকৃতি পান। আশিয়া শহরের ২৭ বছর বয়সী মেয়র রিয়োসুকে তাকাশিমা বলেন, ‘মিসেস ইতোওকা তার দীর্ঘ জীবনের মাধ্যমে আমাদের সাহস ও আশা যুগিয়েছেন। আমরা তার জন্য কৃতজ্ঞ।’</p> <p>ইতোওকা বিশ্বযুদ্ধ, মহামারি ও প্রযুক্তিগত বিপ্লবের মতো অনেক ঐতিহাসিক ঘটনা পেরিয়ে এসেছেন। শিক্ষার্থী থাকাকালীন তিনি ভলিবল খেলতেন। পরবর্তীতে বৃদ্ধ বয়সে তিনি কলা ও জাপানের জনপ্রিয় দুগ্ধ জাতীয় কোমল পানীয় ক্যালপিস খেতে পছন্দ করতেন বলে মেয়রের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/04/03/1712144781-e41b7dcf55ec92238f99ed4e781cab40.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/04/03/1377189" target="_blank"> </a></div> </div> <p>জাপানের নারীরা সাধারণত দীর্ঘায়ু লাভ করেন। তবে দেশটি এখন ভয়াবহ জনসংখ্যাগত সংকটের মুখে রয়েছে। প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা বাড়তে থাকায় স্বাস্থ্যসেবা ও কল্যাণ খাতে ব্যয়ের চাপ বাড়ছে। কিন্তু সঙ্কুচিত শ্রমশক্তি তা মেটাতে হিমশিম খাচ্ছে।</p> <p>২০২৩ সালের সেপ্টেম্বরের পরিসংখ্যান অনুযায়ী, জাপানে ১০০ বা তার বেশি বছর বয়সী মানুষের সংখ্যা ৯৫ হাজারেরও বেশি, যার মধ্যে ৮৮ শতাংশই নারী। জাপানের মোট ১২ কোটি ৪০ লাখ জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশের বয়সই ৬৫ বছর বা তার বেশি।</p> <p>সূত্র : এএফপি</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চলে গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/08/20/1724161677-fce89c0b86d82317580663c86abbda90.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চলে গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/08/20/1416944" target="_blank"> </a></div> </div>