বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দুই দিনের যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বৈঠক করেছন। গতকাল বৃহস্পতিবার মোদির সঙ্গে মাস্কের বান্ধবী শিভন জিলিস এবং তাদের তিন সন্তানও উপস্থিত ছিলেন। এনডিটিভির প্রতিবেদনে এই খবর বলা হয়েছে।
ইলন মাস্কের সন্তানদের রবীন্দ্রনাথ ঠাকুরের বই উপহার দিলেন মোদি
অনলাইন ডেস্ক

ব্লেয়ার হাউসে অনুষ্ঠিত এই বৈঠকে মোদি ইলন মাস্কের সন্তানদের বই উপহার দিয়েছেন। বইগুলো হলো নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের দ্য ক্রিসেন্ট মুন, দ্য গ্রেট আর কে নারায়ণের সংগ্রহ এবং পণ্ডিত বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে দেখা গেছে মাস্কের সন্তানরা বই পড়ছে।
সোশ্যাল মিডিয়ায় মোদি একটি পোস্টে বলেছেন, ‘ইলন মাস্কের পরিবারের সঙ্গে দেখা করে এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে পেরে আনন্দিত হয়েছি।
প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে, মোদি এবং মাস্ক উদ্ভাবন, মহাকাশ অনুসন্ধান, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র-ভারত সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। তাদের আলোচনায় উদীয়মান প্রযুক্তি, উদ্যোক্তা এবং সুশাসনের ক্ষেত্রে সহযোগিতা আরো গভীর করার সুযোগগুলোও তুলে ধরা হয়েছে।
মোদির সঙ্গে ছিলেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, মার্কিন রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা এবং বিদেশ সচিব বিক্রম মিস্রি। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদির দেখা করার কয়েক ঘন্টা আগে এই বৈঠকটি হয়েছিল।
সূত্র: হিন্দুস্তান টাইমস।
সম্পর্কিত খবর

ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্কারোপ ট্রাম্পের
অনলাইন ডেস্ক

ব্রাজিলের পণ্যের ওপর অতিরিক্ত ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি। এর মধ্য দিয়ে ব্রাজিলের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা মোট শুল্ক ৫০ শতাংশে দাঁড়াল।
হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
হোয়াইট হাউসের এক ঘোষণায় বলা হয়েছে, ব্রাজিল সরকারের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দমন–পীড়ন, ভয়ভীতি প্রদর্শন, হয়রানি, সেন্সরশিপ এবং সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো ও তার হাজার হাজার সমর্থকের বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা গ্রহণ মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। এগুলো ব্রাজিলে আইনের শাসনকে দুর্বল করে দিয়েছে।
ঘোষণায় আরো উল্লেখ করা হয়েছে, ব্রাজিলের অস্বাভাবিক ও ব্যতিক্রমী নীতি ও পদক্ষেপ যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো, মার্কিন নাগরিকদের মতপ্রকাশের অধিকার, মার্কিন পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ক্ষতি করছে। ঘোষণায় বলসোনারোর বিচারে যুক্ত ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে মোরায়েসের নামও আলাদাভাবে উল্লেখ করা হয়েছে।
ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের মধ্যে শতাব্দীপ্রাচীন বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। ব্রাসিলিয়ার সঙ্গে ওয়াশিংটনের বাণিজ্য উদ্বৃত্ত ২৮ কোটি ৪০ লাখ ডলার।
তবে ট্রাম্পের আরোপ করা শুল্ক কবে থেকে কার্যকর হবে, তা হোয়াইট হাউসের ঘোষণায় জানানো হয়নি। এর আগে ১ আগস্ট থেকে শুল্ক কার্যকরের কথা জানিয়েছিলেন ট্রাম্প।
সূত্র : সিএনএন

গাজায় পানি সংকট নিরসনে পাইপলাইন স্থাপন করছে সংযুক্ত আরব আমিরাত
অনলাইন ডেস্ক

মিসর থেকে দক্ষিণ গাজায় লবণমুক্ত পানি সরবরাহের জন্য সংযুক্ত আরব আমিরাত একটি গুরুত্বপূর্ণ পাইপলাইন স্থাপনের কাজ শুরু করেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম বুধবার জানিয়েছে, প্রকল্পটির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি পরিবহনের কাজ ইতিমধ্যেই শুরু করেছে সংযুক্ত আরব আমিরাতের পাঠানো কারিগরি দল। প্রায় সাত কিলোমিটার দীর্ঘ এ পাইপলাইন গাজা উপত্যকার ‘পানি সংকট’ নিরসনে সহায়তা করবে বলে জানিয়েছে ওয়াম।
এর আগে এ সপ্তাহে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ ফিলিস্তিনি অঞ্চলের বেসামরিক বিষয় তদারকি সংস্থা সিওজিএটি জানায়, পাইপলাইনের নির্মাণ কয়েক দিনের মধ্যে শুরু হবে ও এতে কয়েক সপ্তাহ লাগতে পারে।
এ প্রকল্পটি মিসরের একটি লবণমুক্তকরণ প্ল্যান্টকে গাজার উপকূলবর্তী আল-মাওয়াসি এলাকায় যুক্ত করবে ও প্রতিদিন প্রায় ৬ লাখ মানুষকে পানি সরবরাহ করতে পারবে বলে জানিয়েছে সিওজিএটি।
ওয়াম আরো জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত সুপেয় পানির কূপ খনন ও সংস্কারের ‘একাধিক উদ্যোগ’ গ্রহণ করেছে।
গাজার ২৪ লাখ মানুষের জন্য নিরাপদ পানির প্রাপ্যতা অত্যন্ত সীমিত। অনেক সময় তাদের লবণাক্ত, অনুপযুক্ত পানি কিংবা অনিয়মিত সাহায্যপ্রাপ্ত পানির ওপর নির্ভর করতে হয়।
ফিলিস্তিনি পানি কর্তৃপক্ষের হিসেবে, ইসরায়েল-হামাস যুদ্ধ চলাকালীন গাজার ৮০ শতাংশের বেশি পানির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় অফিস (ওসিএইচএ) জানিয়েছে, ‘জ্বালানি সংকট, ব্যাপক অবকাঠামোগত ক্ষতি ও পানি উৎসে প্রবেশাধিকারের অভাবে গাজার পানিসংকট দ্রুত অবনতি ঘটছে।’
মানবিক সংগঠনগুলো মাসের পর মাস ধরে লাখ লাখ উদ্বাস্তুর আশ্রয় নেওয়া দক্ষিণ গাজায় একটি সম্ভাব্য জনস্বাস্থ্য বিপর্যয়ের ব্যাপারে সতর্ক করে আসছে। জাতিসংঘ সংস্থাগুলো মঙ্গলবার খাদ্য সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে।
জাতিসংঘ-সমর্থিত বিশেষজ্ঞরা মঙ্গলবার সতর্ক করে বলেছেন, ‘সবচেয়ে ভয়ংকর দুর্ভিক্ষের পরিস্থিতি এখন গাজায় বাস্তবে রূপ নিচ্ছে, যা শুধুমাত্র তাৎক্ষণিক ও বাধাহীন মানবিক সহায়তা পৌঁছালে রোধ করা সম্ভব।’
সূত্র : এএফপি

যৌথভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ করল ভারত ও যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক

ভারত ও যুক্তরাষ্ট্র যৌথভাবে বুধবার একটি শক্তিশালী নতুন আর্থ মনিটরিং রাডার স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। এটি পৃথিবীর ভূমি ও বরফ-পৃষ্ঠের সূক্ষ্ম পরিবর্তন শনাক্ত করতে পারবে এবং প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিপর্যয় পূর্বাভাসে সহায়তা করবে।
নিসার (নাসা-ইসরো সিনথ্যাটিক অ্যাপারচার রাডার) নামের এ ট্রাক আকৃতির মহাকাশযানটি ভারতের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিটে ইসরোর জিওসিংক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল রকেটে চড়ে মহাকাশে পাড়ি জমায়।
বিজ্ঞানীদের কাছে অত্যন্ত প্রত্যাশিত এ মিশনটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার নিদর্শন হিসেবে প্রশংসা পাচ্ছে।
নাসার আর্থ সায়েন্স বিভাগের পরিচালক ক্যারেন সেন্ট জার্মেইন সাংবাদিকদের বলেন, ‘আমাদের গ্রহের পৃষ্ঠে প্রতিনিয়ত অর্থবহ পরিবর্তন ঘটে। কিছু পরিবর্তন ধীরে ঘটে, কিছু হঠাৎ করে ঘটে। কিছু পরিবর্তন বড়, কিছু আবার সূক্ষ্ম। ভূপৃষ্ঠের উল্লম্ব গতিবিধির এক সেন্টিমিটার মতো ছোট পরিবর্তন শনাক্ত করতে সক্ষম নিসার।
সেন্ট জার্মেইন বলেন, ‘গ্রিনল্যান্ড, অ্যান্টার্কটিকাসহ আমরা ভূমির সংকোচন ও স্ফীত হওয়া, চলাচল, বিকৃতি এবং গ্লেশিয়ার ও বরফ গলার চিত্র দেখতে পারব। আমরা বনভূমির আগুনও দেখতে পারব।’
১২ মিটার চওড়া একটি ডিশ নিয়ে মহাকাশে যাওয়া নিসার পৃথিবী থেকে ৪৬৪ মাইল উচ্চতা থেকে প্রতি ১২ দিনে একবার পৃথিবীর প্রায় সব ভূমি ও বরফাঞ্চলের চিত্র ধারণ করবে।
নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি ও ভারতের ইসরো যৌথভাবে এ প্রকল্পে কাজ করেছে। উভয় পক্ষ পৃথকভাবে স্যাটেলাইটটির বিভিন্ন অংশ তৈরি করে ও পরে ভারতের বেঙ্গালুরুতে ইসরোর স্যাটেলাইট ইন্টিগ্রেশন অ্যান্ড টেস্টিং এস্টাবলিশমেন্টে একত্র করে পরীক্ষা চালায়।
এ প্রকল্পে নাসার খরচ প্রায় ১২০ কোটি ডলার আর ইসরোর খরচ হয়েছে প্রায় ৯ কোটি ডলার।
ভারতের মহাকাশ কর্মসূচি সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
সম্প্রতি ভারতীয় বিমানবাহিনীর টেস্ট পাইলট শুভাংশু শুক্লা প্রথম ভারতীয় নাগরিক হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়ার কৃতিত্ব অর্জন করেন। তিনি দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে যান। এটি ভারতের নিজস্ব মহাকাশযান কর্মসূচির আওতায় ২০২৭ সালে পরিকল্পিত মানব মহাকাশ মিশনের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সূত্র : এএফপি

ইরানের পারমাণবিক স্থাপনায় নতুন করে হামলার হুমকিতে উদ্বেগ রাশিয়ার
অনলাইন ডেস্ক

ইরানের পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য নতুন হামলার হুমকিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বুধবার এ তথ্য জানিয়েছেন। এ ছাড়া তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে জানিয়েছেন তিনি।
ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে—এমন দাবি করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গত জুন মাসে ইরানের পারমাণবিক কারখানাগুলোতে হামলা চালায়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর নিয়মিত ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার হুমকি অত্যন্ত উদ্বেগজনক। এর পেছনে কথিত পারমাণবিক অস্ত্র বিস্তারের আশঙ্কা দেখিয়ে যে ধরনের মন্তব্য করা হচ্ছে, তা ভয়াবহ রকমের প্রচ্ছন্নতার উদাহরণ।’
তিনি আরো বলেন, ‘বিশ্ব পরিমণ্ডলে পারমাণবিক স্থাপনায় বোমা হামলা যেন স্বাভাবিক বা নিয়মিত ঘটনা হয়ে না দাঁড়ায়।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে মস্কো। এ বছর ইরানের সঙ্গে কৌশলগত অংশীদারির চুক্তি স্বাক্ষর করেছে রাশিয়া।
জাখারোভা জানিয়েছেন, তেহরান ও জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থার মধ্যে সহযোগিতা স্বাভাবিক করতে হলে টেকসই শান্তিপূর্ণ সমাধান ও ইরানে নতুন হামলা না চালানোর প্রতিশ্রুতি নিশ্চিত করা জরুরি।
সূত্র : রয়টার্স