ঢাকা, শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২, ২৫ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২, ২৫ শাওয়াল ১৪৪৬

গাজায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
গাজায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়াল
২৩ মার্চ গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলায় নিহত স্বজনদের জানাজায় ফিলিস্তিনিদের শোক। ছবি : এএফপি

হামাসশাসিত গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে অন্তত ৫০ হাজার ২১ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে এক লাখ ১৩ হাজার ২৭৪ জন।

মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে এসব তথ্য জানায়। পাশাপাশি গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থাও তাদের নিজস্ব তথ্যের ভিত্তিতে জানিয়েছে, নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।

স্বাধীনভাবে এই সংখ্যা যাচাই করা যায়নি, তবে যুদ্ধের পুরো সময়জুড়ে জাতিসংঘ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে স্বীকৃতি দিয়েছে।

গত জানুয়ারির ১৯ তারিখ থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইসরায়েল গাজার ওপর ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে, ফলে এই সপ্তাহে নিহতের সংখ্যা দ্রুত বেড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ৩৯ জন নিহত হয়েছে। এতে মঙ্গলবার থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৬৭৩-এ পৌঁছেছে।

 

ব্রিটিশ মেডিক্যাল জার্নাল দ্য ল্যানসেটে জানুয়ারির শুরুতে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাবের চেয়ে প্রকৃত মৃতের সংখ্যা প্রায় ৪০ শতাংশ বেশি হতে পারে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, তাদের সর্বশেষ পরিসংখ্যানে ২৩৩ জন নিখোঁজ ব্যক্তি অন্তর্ভুক্ত রয়েছে, যাদের মৃত্যু ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে।

ইসরায়েলি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলে এক হাজার ২১৮ জন নিহত হয়, যাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক।

সূত্র : এএফপি

মন্তব্য

সম্পর্কিত খবর

দানিউব নদীতে ৮২ হাজার লিটার ডিজেল ছড়িয়ে পড়েছে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
দানিউব নদীতে ৮২ হাজার লিটার ডিজেল ছড়িয়ে পড়েছে
দানিউব নদী। ফাইল ছবি : এএফপি

দানিউব নদীতে প্রায় ৮২ হাজার লিটার তেল ছড়িয়ে পড়েছে। সার্বিয়ার রাজধানী বেলগ্রেড থেকে প্রায় ২০ কিলোমিটার ভাটিতে একটি বার্জে তেল স্থানান্তরের সময় এ দুর্ঘটনা ঘটে। পানির নমুনা বিশ্লেষণ করে সংশ্লিষ্ট কর্মকর্তারা বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে ভয়ভদিনা প্রদেশের পরিবেশ সুরক্ষা দপ্তর জানিয়েছে, তেল একটি সুরক্ষামূলক বাধার মধ্যে আটকে আছে এবং এটি নদীতে ছড়িয়ে পড়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।

পানচেভো তেল শোধনাগারে গত ২১ এপ্রিল ঘটনাটি ঘটেছে। সেদিন সেখানে নোভি সাদভিত্তিক তেলজাত পণ্য কম্পানি নাফটাচেমের মালিকানাধীন একটি বার্জে তেল স্থানান্তর করা হচ্ছিল। স্থানীয় কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, সম্ভবত বার্জকর্মীদের অবহেলার ফলে এ দুর্ঘটনা ঘটেছে।

পরিবেশ সুরক্ষা প্রতিষ্ঠান জানিয়েছে, ‘৮২ কিউবিক মিটার ইউরো (মান) ডিজেল ছড়িয়ে পড়েছে এবং জ্বালানিটি বার্জ ঘিরে থাকা সুরক্ষামূলক বাধার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

এদিকে দানিউব নদীতে দূষণের মাত্রা ও দায়ীদের চিহ্নিত করতে সরকারি কৌঁসুলির দপ্তর তদন্ত শুরু করেছে।

পানচেভোর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক লিলিয়ানা লাজিচ বলেন, ‘পরিদর্শকের চিহ্নিত সাতটি স্থান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। বিশ্লেষণ চলছে এবং আমরা দেখব ফলাফল কী আসে।’

সার্বিয়ায় পানিদূষণ আগে থেকেই একটি গুরুতর সমস্যা।

সরকারিভাবে পাওয়া তথ্য অনুযায়ী, দেশটি তাদের নোংরা পানির মাত্র ১৫ শতাংশেরও কম পরিশোধন করে। বাকি অংশ পয়োনিষ্কাশনসহ সরাসরি নদীতে নিষ্কাশন করা হয়।

সূত্র : এএফপি

মন্তব্য

পাকিস্তানিদের জন্য ভিসাসেবা স্থগিত ভারতের

    ৭২ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ
বিবিসি
বিবিসি
শেয়ার
পাকিস্তানিদের জন্য ভিসাসেবা স্থগিত ভারতের
পাকিস্তানি পাসপোর্ট। ফাইল ছবি : এএফপি

পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম অবিলম্বে স্থগিত করার ঘোষণা দিয়েছে ভারত। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানি নাগরিকদের জন্য ভারতের ইস্যু করা সব বৈধ ভিসা ২৭ এপ্রিল থেকে বাতিল করা হচ্ছে।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ভারতে অবস্থানকারী সব পাকিস্তানি নাগরিককে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই ভারত ত্যাগ করতে হবে। সে হিসাবে, তারা ভারত ত্যাগ করার জন্য ৭২ ঘণ্টার সময় পাবেন।

পাকিস্তানি নাগরিকদের জন্য ইস্যু করা শুধু মেডিক্যাল ভিসা ২৯ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে।

এ ছাড়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় নাগরিকদের পাকিস্তান ভ্রমণে বিরত থাকা এবং সে দেশে অবস্থানকারী ভারতীয়দের দ্রুত দেশে ফেরার পরামর্শ দিয়েছে।

আরো পড়ুন
ভারতের বিরুদ্ধে যেসব সিদ্ধান্ত জানাল পাকিস্তান

ভারতের বিরুদ্ধে যেসব সিদ্ধান্ত জানাল পাকিস্তান

 

বুধবার রাতেই পাকিস্তানের বিরুদ্ধে ভারত প্রতিশোধমূলক পদক্ষেপ ঘোষণা করে, যার মধ্যে রয়েছে সার্কের ভিসা প্রকল্প বাতিল করা।

এ ছাড়া ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে ভারতের প্রতিশোধমূলক পদক্ষেপের জবাব দিয়েছে পাকিস্তান।

দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি বৃহস্পতিবার ভারতীয় নাগরিকদের ভিসা স্থগিত, ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধ ও ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণাসহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে।

আরো পড়ুন
পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক পদক্ষেপের আশঙ্কা বাড়ছে

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক পদক্ষেপের আশঙ্কা বাড়ছে

 
মন্তব্য

ভারতের বিরুদ্ধে যেসব সিদ্ধান্ত জানাল পাকিস্তান

    পাকিস্তানিদের জন্য ভিসাসেবা স্থগিত ভারতের
বিবিসি
বিবিসি
শেয়ার
ভারতের বিরুদ্ধে যেসব সিদ্ধান্ত জানাল পাকিস্তান
ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারতের অভিযোগের জবাব নিয়ে বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ছবি : পিএমও/ডন

ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে ভারতের প্রতিশোধমূলক পদক্ষেপের জবাব দিয়েছে পাকিস্তান। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি বৃহস্পতিবার ভারতীয় নাগরিকদের ভিসা স্থগিত, ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধ ও ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণাসহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কার্যালয় থেকে ‘কঠোর ভাষায়’ পাঠানো এক বিবৃতিতে ইসলামাবাদ জানিয়েছে, তারা ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, পানি বন্ধ বা অন্য দিকে প্রবাহিত করার যেকোনো প্রচেষ্টা ‘যুদ্ধের উসকানি’ হিসেবে বিবেচনা করা হবে।

‘জাতীয় ক্ষমতার পূর্ণ শক্তি দিয়ে এর প্রতিক্রিয়া জানানো হবে’ বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

একই সঙ্গে ভারতের সঙ্গে সব দ্বিপক্ষীয় চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তাৎক্ষণিকভাবে ওয়াগাহ সীমান্ত বন্ধ করার ঘোষণা দিয়েছে তারা। পাশাপাশি ভারতীয় নাগরিকদের জন্য ‘বিনা ভিসা প্রকল্পের’ আওতায় দেওয়া সব ভিসা স্থগিত করেছে পাকিস্তান।

আরো পড়ুন
পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক পদক্ষেপের আশঙ্কা বাড়ছে

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক পদক্ষেপের আশঙ্কা বাড়ছে

 

এ ছাড়া ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনে কূটনীতিকদের সংখ্যা ৩০ জনে কমিয়ে আনতে এবং ভারতীয় প্রতিরক্ষা, নৌ ও বিমান উপদেষ্টাদের ৩০ এপ্রিলের আগে পাকিস্তান ছেড়ে যেতে বলা হয়েছে।

ভারতীয় মালিকানাধীন বা ভারতীয়দের পরিচালিত বিমান সংস্থাগুলোর জন্য তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে। ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্যও স্থগিত করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘বিশ্বস্ত তদন্ত ও যাচাইযোগ্য প্রমাণের অনুপস্থিতিতে’ পেহেলগাম হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতা প্রমাণে ভারতের প্রচেষ্টা ‘অপ্রাসঙ্গিক, যুক্তিহীন ও সর্বাংশে অযৌক্তিক’।

পাকিস্তান ও দেশটির সশস্ত্র বাহিনী ‘নিজেদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সম্পূর্ণ সক্ষম ও প্রস্তুত’ বলেও এতে উল্লেখ করা হয়েছে।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পেহেলগামে হামলার ফলে উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করার জন্য বৃহস্পতিবারের এই বৈঠক ডাকা হয়েছিল। এই বৈঠকে ইসলামাবাদের শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নিয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বৈঠকে উপস্থিত ছিলেন উপপ্রধানমন্ত্রী ইসাক দার, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার, আইনমন্ত্রী আজম নাজির তারার, তারিক ফাতেমি ও অ্যাটর্নি জেনারেল মনসুর উসমান আওয়ান।

রেডিও পাকিস্তান জানিয়েছে, নয়াদিল্লি পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক পানি বণ্টন চুক্তি স্থগিতের পর পাকিস্তানের নেতারা এখন ‘ভারতের তাড়াহুড়া করে নেওয়া, আবেগপ্রবণ ও অবাস্তব পানি ব্যবস্থাপনার’ প্রতিক্রিয়া পর্যালোচনা করবে।

পাকিস্তানিদের জন্য ভিসাসেবা স্থগিত ভারতের
অন্যদিকে পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম অবিলম্বে স্থগিত করার ঘোষণা দিয়েছে ভারত।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানি নাগরিকদের জন্য ভারতের ইস্যু করা সব বৈধ ভিসা ২৭ এপ্রিল থেকে বাতিল করা হচ্ছে।’

এতে আরো বলা হয়েছে, ‘ভারতে অবস্থানকারী সব পাকিস্তানি নাগরিককে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই ভারত ত্যাগ করতে হবে।’

পাকিস্তানি নাগরিকদের জন্য ইস্যু করা শুধু মেডিক্যাল ভিসা ২৯ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে।

এ ছাড়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় নাগরিকদের পাকিস্তান ভ্রমণে বিরত থাকা এবং সে দেশে অবস্থানকারী ভারতীয়দের দ্রুত দেশে ফেরার পরামর্শ দিয়েছে।

বুধবার রাতেই পাকিস্তানের বিরুদ্ধে ভারত প্রতিশোধমূলক পদক্ষেপ ঘোষণা করে, যার মধ্যে রয়েছে সার্কের ভিসা প্রকল্প বাতিল করা।

মন্তব্য

কোকেন সরবরাহের দায়ে অস্ট্রেলীয় রাজনীতিকের সাজা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
কোকেন সরবরাহের দায়ে অস্ট্রেলীয় রাজনীতিকের সাজা
স্পিয়ার্সের আইনজীবীর মতে, কাজের চাপ থেকে মুক্তি পেতে তিনি মাদক সেবন করতেন। ছবি : এবিসি নিউজ

অস্ট্রেলিয়ার এক রাজনীতিককে মাদক সরবরাহের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। যদিও শুরুতে তিনি একটি ভিডিওকে ‘ডিপফেইক’ বলে দাবি করেছিলেন, যেখানে তাকে সাদা রঙের গুঁড়াজাতীয় পদার্থ নাক দিয়ে টানতে দেখা যায়।

দক্ষিণ অস্ট্রেলিয়ার লিবারেল পার্টির সাবেক নেতা ডেভিড স্পিয়ার্সকে বৃহস্পতিবার অ্যাডিলেইডের একটি আদালত ৯ হাজার অস্ট্রেলীয় ডলার (প্রায় পাঁচ হাজার ৭২০ মার্কিন ডলার) জরিমানা ও সাড়ে ৩৭ ঘণ্টা কমিউনিটি সার্ভিস করার নির্দেশ দিয়েছেন।

গত সেপ্টেম্বর মাসে নিউজ কর্প একটি ভিডিও প্রকাশ করার পর তাকে গ্রেপ্তার করা হয়, যেখানে দেখা যায়, তিনি একটি প্লেট থেকে কিছু টানছেন।

শুরুতে তিনি এই অভিযোগ অস্বীকার করেন এবং দাবি করেন এটি একটি ‘ডিপফেইক’। পাশাপাশি তিনি কখনো কোকেন ব্যবহার করেননি বলেও দাবি করেন।

তবে পরে স্পিয়ার্স স্বীকার করেন, তিনি মিথ্যা বলেছেন এবং এসংক্রান্ত কেলেঙ্কারি ও অভিযোগের কারণে তাকে পার্লামেন্ট থেকে পদত্যাগ করতে হয়। এ ছাড়া আগস্ট মাসে দুই ব্যক্তিকে কোকেন সরবরাহ করার অভিযোগে স্পিয়ার্স গত মাসে দোষী সাব্যস্ত হন।

স্পিয়ার্সের আইনজীবীর মতে, কাজের চাপ থেকে মুক্তি পেতে তিনি মাদক ব্যবহার করতেন, তবে অপরাধগুলো কোনো অফিশিয়াল কার্যক্রমের সময় ঘটেনি।

এই মামলাটি গণমাধ্যমে ব্যাপক নজর কাড়ে। প্রসিকিউটররা বলেন, স্পিয়ার্সের উচ্চ পদমর্যাদা বিবেচনায় এটি জনস্বার্থে গুরুত্বপূর্ণ। তার আইনজীবী আদালতে অনুরোধ করেছিলেন, যেন দণ্ডের রেকর্ড না রাখা হয়, যাতে তার মক্কেল বিদেশ ভ্রমণ করতে পারেন।

তবে ম্যাজিস্ট্রেট বলেন, অপরাধটি ‘অত্যন্ত গুরুতর’।

ম্যাজিস্ট্রেট ব্রায়ান নিটস্কি বলেন, ‘এই ধরনের অপরাধের বিরুদ্ধে জনসমক্ষে নিন্দা ও সাধারণভাবে নিরুৎসাহিত করার প্রয়োজন এতটাই গুরুত্বপূর্ণ যে দণ্ড রেকর্ড না করে উপেক্ষা করা যায় না।’

২০২২ সালে স্পিয়ার্স দক্ষিণ অস্ট্রেলিয়ার লিবারেল নেতার দায়িত্ব নেন এবং ১০ বছর ধরে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। রায় ঘোষণার পর তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি।

সূত্র : বিবিসি

মন্তব্য

সর্বশেষ সংবাদ