ঢাকা, বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫
১৬ শ্রাবণ ১৪৩২, ০৫ সফর ১৪৪৭

ঢাকা, বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫
১৬ শ্রাবণ ১৪৩২, ০৫ সফর ১৪৪৭

কুয়েতের পার্লামেন্ট বিলুপ্ত করলেন আমির

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
কুয়েতের পার্লামেন্ট বিলুপ্ত করলেন আমির

কুয়েতে নির্বাচনের কয়েক সপ্তাহ পর পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেছেন দেশটির আমির শেখ মিশাল আল-আহমেদ আল-সাবাহ। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এরই মধ্যে আমির বেশ কিছু দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন।

গত শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে আমির বলেন, ৫০ সদস্যের পার্লামেন্টের কিছু ক্ষমতা গ্রহণ করবেন তিনি ও রাজ্য নিযুক্ত মন্ত্রিসভা। একই সঙ্গে সুনির্দিষ্ট নয় সংবিধানের এমন কয়েকটি অনুচ্ছেদ আগামী চার বছরের জন্য স্থগিত করেছেন তিনি।

যদিও এর কোনো ব্যাখ্যা দেননি তিনি। ৮৩ বছর বয়সী এই শাসক বলেন, কয়েক বছর ধরে অসততার কারণে কুয়েতের বেশির ভাগ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। দুর্ভাগ্যবশত এটি নিরাপত্তা ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকেও গ্রাস করেছে। এমনকি বিচারব্যবস্থাও এর প্রভাব থেকে রক্ষা পায়নি।
তিনি বলেন, ‘আমরা যেসব অসুবিধা ও বাধার সম্মুখীন হয়েছি, তা সহ্য করা যায় না।’ সত্ভাই ও পূর্বসূরি শেখ নাওয়াফ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর পর গত ডিসেম্বরে ক্ষমতায় বসেন কুয়েতের আমির শেখ মিশাল। তাঁর অধীনে গত এপ্রিলে প্রথমবারের মতো নির্বাচন হয়। পার্লামেন্ট ও মন্ত্রিসভার মধ্যে ক্রমাগত বিরোধের কারণে পার্লামেন্ট বিলুপ্ত করা হয়।
এ ছাড়া তেল থেকে অর্জিত রাজস্ব নির্ভরতা কমাতে নেওয়া বিনিয়োগ ও সংস্কারের সিদ্ধান্তও বাতিল করা হয়েছে। আগামীকাল সোমবার নতুন পার্লামেন্টের অধিবেশন হওয়ার কথা ছিল। তবে সরকারে যোগ দিতে অস্বীকৃতি জানান বেশ কয়েকজন রাজনীতিক। কুয়েতের আমির বলেন, কিছু আইনপ্রণেতার শর্ত সরকার গঠনে ব্যর্থতার অন্যতম কারণ।

তিনি বলেন, ‘ইদানীং কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে কুয়েত।

দেশকে রক্ষা এবং দেশের সর্বোচ্চ স্বার্থ সুরক্ষিত করতে কঠিন সিদ্ধান্ত নিতে দ্বিধা বা বিলম্বের কোনো অবকাশ নেই।’ সূত্র : আলজাজিরা

 

 

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

শিশুদের জন্য ইউটিউব নিষিদ্ধ করছে অস্ট্রেলিয়া

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
শিশুদের জন্য ইউটিউব নিষিদ্ধ করছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া সরকার ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য ইউটিউব নিষিদ্ধ করছে। এর ফলে দেশটিতে কিশোর-কিশোরীদের অনলাইনে ক্ষতিকারক কনটেন্ট থেকে রক্ষা করার লক্ষ্যে প্রস্তাবিত সামাজিক যোগাযোগ মাধ্যম আইনের পরিধি আরো বাড়বে। গতকাল বুধবার দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ১৬ বছরের কম বয়সী শিশুরা ইউটিউবে অ্যাকাউন্ট খুলতে পারবে না।

তারা ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, টিকটক, এক্সসহ অন্যান্য প্ল্যাটফর্মেও অ্যাকাউন্ট খুলতে পারবে না। গতকাল দেশটির যোগাযোগমন্ত্রী আনিকা ওয়েলস বলেন, প্রতি দশজনের মধ্যে চার অস্ট্রেলিয়ান শিশু ইউটিউবে ক্ষতিকারক কনটেন্ট দেখে। সূত্র : এএফপি, ডয়চে ভেলে

 

মন্তব্য

জাপানে রেকর্ড তাপমাত্রা

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
জাপানে রেকর্ড তাপমাত্রা

জাপানের ইতিহাসে গতকাল বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন রাজধানী টোকিও থেকে ৫৬০ কিলোমিটার দূরের টাম্বা শহরে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে ২০২০ সালে একই শহরে ৪১.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ ছাড়া জাপানের কোয়োতোর ফুকুচিয়ামা শহরে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

পাশাপাশি ওকাইয়ামার মানিওয়া শহর ও হুয়োগোর নিশিওয়াকি শহরে একই ধরনের তাপমাত্রা দেখা গেছে। জাপানের সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, ৩৩ এলাকায় হিটস্ট্রোক অ্যালার্ট জারি করা হয়েছে। গত সপ্তাহে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে জাপানের ১০ হাজার ৮০০ জন নাগরিক হাসপাতালে ভর্তি হয়েছিল। এ ছাড়া গরমে মৃত্যু হয়েছিল ১৬ জনের।
সূত্র : আলজাজিরা

 

মন্তব্য

ফের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ থাইল্যান্ডের

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ফের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ থাইল্যান্ডের

কম্বোডিয়ার বিরুদ্ধে দ্বিতীয়বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে থাইল্যান্ডের সামরিক বাহিনী। বিতর্কিত সীমান্তের তিনটি পৃথক স্থানে গতকাল বুধবার কম্বোডিয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে তারা। থাই বাহিনী সতর্ক করেছে, অব্যাহত আগ্রাসন থাই বাহিনীকে আরো দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করতে পারে। পাঁচ দিনের তীব্র লড়াইয়ের পর গত সোমবার মধ্যরাতে কার্যকর হওয়া যুদ্ধবিরতিতে উভয় সরকার সম্মত হওয়ার দুই দিনেরও কম সময়ের মধ্যে দুইবার এই অভিযোগ উঠল।

তবে কম্বোডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। থাইল্যান্ড জানিয়েছে, উত্তর-পূর্ব থাইল্যান্ডের সিসাকেত প্রদেশে কম্বোডিয়ান বাহিনী তাদের অবস্থানগুলোতে গুলি চালিয়েছে। সূত্র : এএফপি

মন্তব্য
সংক্ষিপ্ত

ভারত প্রক্সি যুদ্ধ আরো তীব্র করেছে : আসিম মুনির

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ভারত প্রক্সি যুদ্ধ আরো তীব্র করেছে : আসিম মুনির

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বলেছেন, ২২ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ১৯ দিনের সামরিক সংঘাতে পরাজয়ের পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ আরো তীব্র করেছে। গতকাল বুধবার বেলুচিস্তানে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। সন্ত্রাসী ছদ্মবেশধারীদের ভারতের স্পষ্ট পৃষ্ঠপোষকতার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এই প্রক্সিরাও তাদের মতোই পরিণতি ও অপমানের মুখোমুখি হবে। আসিম মুনির জোর দিয়ে বলেন, সন্ত্রাসীরা ধর্ম, সম্প্রদায় বা জাতিগততার কোনো সীমানা জানে না।

তাই ঐক্যবদ্ধ জাতীয় প্রতিক্রিয়া প্রয়োজন। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, মুনির আঞ্চলিক শান্তির প্রতি পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সূত্র : জিও নিউজ

মন্তব্য

সর্বশেষ সংবাদ