কুয়েতে নির্বাচনের কয়েক সপ্তাহ পর পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেছেন দেশটির আমির শেখ মিশাল আল-আহমেদ আল-সাবাহ। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এরই মধ্যে আমির বেশ কিছু দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন।
গত শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে আমির বলেন, ৫০ সদস্যের পার্লামেন্টের কিছু ক্ষমতা গ্রহণ করবেন তিনি ও রাজ্য নিযুক্ত মন্ত্রিসভা। একই সঙ্গে সুনির্দিষ্ট নয় সংবিধানের এমন কয়েকটি অনুচ্ছেদ আগামী চার বছরের জন্য স্থগিত করেছেন তিনি।