<p>ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘জম্মু-কাশ্মীর বিধানসভায় ৩৭০ ধারাসংক্রান্ত যে <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">প্রস্তাব</span> বুধবার পাস করা হয়েছে<span dir="RTL" lang="AR-YE" style="font-family:"Times New Roman",serif">, </span><span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">দেশবাসী</span> তা মানবে না। মোদি যতক্ষণ আছে, কংগ্রেস কাশ্মীরের কিচ্ছু করতে পারবে না। সেখানে <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">কেবল</span> ভিমরাও আম্বেদকরের তৈরি সংবিধান চলবে। কোনো শক্তিই ৩৭০ ধারা আর ফেরাতে পারবে না।’</p> <p>মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন উপলক্ষে রাজ্যের নাসিক শহরে গতকাল শুক্রবার বিজেপির এক জনসভায় নরেন্দ্র মোদি এই কথা বলেন। তিনি বলেন, ‘কংগ্রেস ও তাদের জোটসঙ্গীরা জম্মু-কাশ্মীর থেকে বাবাসাহেব আম্বেদকরের সংবিধান ছুড়ে ফেলতে চাইছে। যে মুহূর্তে কংগ্রেস এবং ইন্ডিয়া জোট জম্মু-কাশ্মীরে সরকার গড়ার সুযোগ পেল সেই মুহূর্ত থেকেই তারা কাশ্মীরের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল।’</p> <p>এদিকে জম্মু-কাশ্মীরকে আবার ৩৭০ ধারার অধীনে নেওয়ার <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">প্রস্তাব</span> ঘিরে বিধানসভায় ধস্তাধস্তি হয়েছে। বিধানসভা নির্বাচনের পর জম্মু-কাশ্মীর বিধানসভার <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">প্রথম</span> অধিবেশনেই বিধায়কদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সেটাও হলো ৩৭০ ধারা ফিরিয়ে আনা নিয়ে। এই ৩৭০ ধারার জন্যই কাশ্মীর কিছু বিশেষ অধিকার ভোগ করত।</p> <p>২০১৯ সালে ৩৭০ ধারা বিলোপ করে নরেন্দ্র মোদি সরকার। গত বুধবার বিজেপির বিরোধের মধ্যে জম্মু-কাশ্মীর বিধানসভায় ধ্বনি ভোটে একটি <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">প্রস্তাব</span> গৃহীত হয়। সেখানে ৩৭০ ধারা আবার চালু করার দাবি করা হয়েছে। সে জন্য নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় সরকারকে আলোচনা করার কথাও বলা হয়েছে। গত বৃহস্পতিবার এর বিরুদ্ধে বিধানসভায় প্রতিবাদ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। বিজেপির বিধায়ক সুনীল শর্মা যখন কথা বলছিলেন তখন বিধায়ক শেখ খুরশিদ একটা ব্যানার নিয়ে ওয়েলে নেমে পড়েন। খুরশিদ হলেন বারামুলার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার রশিদের ভাই। সেই ব্যানারে ৩৭০ ধারা ও সংবিধানের ৩৫-এ অনুচ্ছেদ ফিরিয়ে আনার দাবি ছিল। রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিও করা হয়েছিল। সে সময় বিজেপির কয়েকজন বিধায়কও ওয়েলে নেমে পড়েন। একজন খুরশিদের হাত থেকে ব্যানারটি ছিনিয়ে নিতে যান। অন্যরা ব্যানারটি ছিঁড়তে চান। সে সময় পিপলস কনফারেন্সের সাজ্জাদ লোন সেদিকে চলে যান। বিধায়কদের মধ্যে ধস্তাধস্তি <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">শুরু</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">হয়।</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">কিছুক্ষণ</span> ধরে <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">গোলমাল</span> চলতে থাকে। পরে <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">স্পিকার</span> অধিবেশন মুলতবি ঘোষণা করেন।</p> <p>প্রায় ১০ বছর পর জম্মু-কাশ্মীরে এ বছর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনের প্রচারে কাশ্মীরবাসীকে উপত্যকায় ৩৭০ ধারা ফেরানোর <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">প্রতিশ্রুতি</span> দিয়েছিল <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">ন্যাশনাল</span> কনফারেন্স (এনসি)। সেই <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">প্রতিশ্রুতি</span> সামনে রেখেই নির্বাচনে জয় পায় তারা।</p> <p>এদিকে সাজ্জাদ লোন সাংবাদিকদের বলেছেন, ‘ন্যাশনাল কনফারেন্স বিধায়করা খুরশিদকে বাঁচাতে আসেননি। আমরা তাঁর সঙ্গে নির্বাচনে লড়েছি। কিন্তু কাশ্মীরি হিসেবে আমি যখন দেখেছি তিনি আক্রান্ত হয়েছেন তখন তাঁকে বাঁচাতে গেছি।’</p> <p>বিরোধী নেতা সুশীল শর্মা বলেছেন, ‘ওই <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">প্রস্তাব</span> যতক্ষণ প্রত্যাহার না করা হচ্ছে ততক্ষণ আমরা বিধানসভা চালাতে দেব না। বিজেপি বিধানসভার বাইরেও রাস্তায় নেমে <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">প্রতিবাদ</span> জানাবে।’</p> <p>জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, ‘পিডিপি <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">প্রথমে</span> একটা <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">প্রস্তাব</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">এনেছিল।</span> কিন্তু <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">তাদের</span> উদ্দেশ্য <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">ঠিক</span> থাকলে তারা নিশ্চয়ই ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">আলোচনা</span> করত। জম্মু<span dir="RTL" lang="AR-YE" style="font-family:"Times New Roman",serif">-</span><span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">কাশ্মীরের</span> মানুষ ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত সমর্থন করে না।’ <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">সূত্র</span><span dir="RTL" lang="AR-YE" style="font-family:"Times New Roman",serif"> : </span><span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">হিন্দুস্তান</span> টাইমস, ডয়চে ভেলে</p> <p> </p>