<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন কিভাবে ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্কে নতুন মাত্রা আনবে তা দেখতে যখন পুরো বিশ্ব অপেক্ষায়, ততক্ষণে দক্ষিণ আমেরিকায় নিজের অবস্থান শক্ত করার নির্ণায়ক পদক্ষেপ নিয়ে ফেলেছে চীন। গত বৃহস্পতিবার পেরুর চাংকাই সমুদ্রবন্দর উদ্বোধন করেছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। দক্ষিণ আমেরিকায় চীনের অর্থায়নের তৈরি প্রথম সমুদ্রবন্দর এটি। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে ডিঙিয়ে দক্ষিণ আমেরিকায় চীন নিজের ভিত মজবুত করতে যাচ্ছে বলে মত বিশ্লেষকদের। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ফোরামে (এপেক) অংশ নিতে পেরুতে আছেন শি চিনপিং। তবে সবার নজর ছিল চীনা অর্থায়নে নির্মিত ৩৫০ কোটি ডলারের চাংকাই সমুদ্রবন্দরের দিকে। বিশ্লেষকরা বলছেন, ঐতিহ্যগতভাবে দক্ষিণ আমেরিকায় প্রভাব বজায় রেখে এসেছে যুক্তরাষ্ট্র। তবে পেরুর এই বন্দরে বিনিয়োগের মধ্য দিয়ে সেই প্রভাবে ভাগ বসাতে এসেছে চীন। প্রতিবেশীদের চাহিদার প্রতি দীর্ঘদিনের উদাসীনতার মূল্য পরিশোধ করছে যুক্তরাষ্ট্র। এই প্রকল্পের নেপথ্যে রয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত কম্পানি কসকো শিপিং। এরই মধ্যে পেরুর উপকূলীয় শহরটি একটি লজিস্টিক্যাল পাওয়ার হাউসে পরিণত হয়েছে, যা শিগগিরই দেশটির অর্থনীতিকে রূপান্তরিত করবে। সূত্র : বিবিসি </span></span></span></span></span></p> <p> </p>