<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ইমরান খানের মুক্তির দাবিতে চূড়ান্ত আন্দোলনে নেমেছেন দলটির নেতাকর্মীরা। পুলিশের তীব্র দমন-পীড়ন, রাস্তা অবরোধ এবং গণগ্রেপ্তারের পরও ইসলামাবাদমুখী গাড়িবহর এগিয়ে যাচ্ছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। এই জনস্রোতে যোগ দিয়েছেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও। ইমরান খানের মুক্তি ছাড়া ঘরে ফিরবেন না বলে জানিয়েছেন তিনি। গতকাল সোমবার গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওই প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গত রবিবার রাতেই বুশরা বিবির গাড়িবহর আটক হয়ে হাসানাবদালে পৌঁছায়। পাঞ্জাবে প্রবেশের মুখে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। তবে সর্বশেষ খবর অনুযায়ী, বুশরা বিবি ইসলামাবাদমুখী সমর্থকদের একটি বহরের নেতৃত্ব দিচ্ছেন। যেখানে খাইবারপাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুরও রয়েছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাড়ির ভেতর থেকে মাইক্রোফোনে সমর্থকদের উদ্দীপ্ত করেন বুশরা বিবি। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আপনারা দ্রুত গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করুন। আমরা ইমরান খানকে ফিরিয়ে আনার জন্য এখানে আছি এবং তাকে ছাড়া ফিরব না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশজুড়ে বিক্ষোভ চলছে। হাজার হাজার প্রতিবাদকারী দেশটির বিভিন্ন স্থান থেকে রাজধানী ইসলামাবাদের দিকে মিছিল নিয়ে জড়ো হচ্ছে। রবিবার শুরু হওয়া এই মিছিলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি সংঘাত বাধে। পুলিশ জানায়, বিক্ষোভকারীরা তাদের দিকে পাথর ছুড়েছে, যার ফলে ১৪ জন কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের মতে, স্থানীয় সময় গতকাল সকালে ইসলামাবাদের বিভিন্ন স্থানে বহু বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই মিছিলকে ইমরান খানের দেওয়া </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চূড়ান্ত</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বিক্ষোভের জবাব হিসেবে দেখা হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ইমরান খান তার সমর্থকদের ইসলামাবাদে থাকার অনুরোধ করেছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৭২ বছর বয়সী ইমরান খান দুর্নীতির মামলায় তিন বছরের কারাদণ্ড ভোগ করছেন, তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। গত আগস্ট থেকে জেল খাটছেন সাবেক এই ক্রিকেটার। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র : বিবিসি, ডন, এক্সপ্রেস ট্রিবিউন</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>