<p>পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মীদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংঘর্ষের পরিপ্রেক্ষিতে উভয় পক্ষকে সংযম বজায় রাখার আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইসলামাবাদকে মানবাধিকার রক্ষার আহবান জানিয়েছে ওয়াশিংটন। গতকাল মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘পাকিস্তানি কর্তৃপক্ষকে মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি সম্মান জানানো এবং পাকিস্তানের আইন ও সংবিধানের প্রতি সম্মান নিশ্চিত করার আহবান জানাচ্ছি।’ একই সঙ্গে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন এবং সহিংসতা থেকে বিরত থাকার আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানে চলমান আন্দোলনে বিক্ষোভকারীদের কথিত হামলায় দুই পুলিশ সদস্য নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করল ওয়াশিংটন। পিটিআইর প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে দলটির নেতাকর্মীরা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বাধা উপেক্ষা করে রাজধানী ইসলামাবাদে প্রবেশের পর থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। ইসলামাবাদে পিটিআই নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে পুলিশ। গাড়িচাপায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর আরো চার সদস্য নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে সীমা অতিক্রম না করার আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। সূত্র : জিও নিউজ</p>