<p>ইন্টার মায়ামির প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক হাভিয়ের মাসচেরানো। তাকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ায় দীর্ঘদিনের সতীর্থকে নিজের কোচ হিসেবে পেতে যাচ্ছেন মেসি। </p> <p>নিজেদের ওয়েবসাইটে বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে এক বিবৃতিতে মাসচেরানোকে তিন বছরের চুক্তিতে দায়িত্ব দেওয়ার কথা জানায় ইন্টার মায়ামি। এ চুক্তিতে ২০২৭ সাল পর্যন্ত দলটির ডাগআউটে দেখা যাবে তাকে।</p> <p>মাচসেরানো দলটির সাবেক কোচ জেরার্দো টাটা মার্তিনোর স্থলাভিষিক্ত হচ্ছেন। কয়েকদিন আগে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে মায়ামির কোচের পদ থেকে সরে দাঁড়ান এই আর্জেন্টাইন। এবার তার জায়গায় আরেক আর্জেন্টাইনকে নিয়োগ দিল ক্লাবটি। </p> <p>মেসি ও মাসচেরানো আর্জেন্টিনা দলে ২০০৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত সতীর্থ ছিলেন। একসঙ্গে ২০১০ থেকে ১৮ পর্যন্ত বার্সেলোনার জার্সিতেও মাঠ মাতিয়েছেন। </p> <p>মাসচেরানো এর আগে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ ও আর্জেন্টিনা অলিম্পিক দলকে কোচিং করিয়েছেন। </p>