<p>থাইল্যান্ডের মায়ানমার সীমান্তবর্তী এলাকায় উৎসব চলাকালে বোমা হামলায় অন্তত তিনজন নিহত এবং ৪৮ জন আহত হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার থাইল্যান্ডের পুলিশ এসব তথ্য জানিয়েছে। গত শুক্রবার রাতে দেশটির উত্তরাঞ্চলীয় তাক প্রদেশের উমফাং জেলায় উৎসবের নৃত্যমঞ্চে বোমা বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। অনুষ্ঠানে ৮ থেকে ৯ হাজার মানুষ অংশ নিয়েছিল। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের মধ্যে একজন প্রতিবেশী মায়ানমারের জাতিগত সংখ্যালঘু গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়নের (কেএনইউ) সদস্য। মায়ানমারের কারেন রাজ্যে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার জন্য কয়েক দশক ধরে দেশটির সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে গোষ্ঠীটি। তাক প্রদেশের পুলিশ প্রধান মেজর জেনারেল সামরিত একামল বলেন, প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসীদলের একজনের মুখোমুখি হওয়ার পর মায়ানমারের সন্দেহভাজন ব্যক্তিটি বোমা নিক্ষেপ করে। বোমা হামলার সঙ্গে সংশ্লিষ্টতা অস্বীকার করে নাম প্রকাশে অনিচ্ছুক কেএনইউয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ওই অঞ্চলে তাদের দলের কোনো লোক নেই। বোমা হামলার বিষয়ে নিরাপত্তা বাহিনীকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। সূত্র : এএফপি</p> <p> </p>