<p>পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ভারতের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য হবে আজ শনিবার। কংগ্রেস সূত্রে এ কথা জানা গেছে। মনমোহন সিংয়ের মৃত্যুতে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। মনমোহন সিংহকে শেষ শ্রদ্ধা জানাতে গতকাল শুক্রবার সকালে নয়াদিল্লির মতিলাল নেহরু মার্গে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নড্ডাও মনমোহনের বাড়িতে পৌঁছান। রাজনৈতিক দূরত্ব ভুলে গতকাল সকাল থেকে ওই বাড়িতে একে একে জড়ো হন শাসক এবং বিরোধী দলের নেতারা। কংগ্রেস সূত্রে জানা গেছে, মনমোহনের ছোট মেয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্ট্যানফোর্ড ল স্কুলের অধ্যাপক। সেখান থেকে গতকাল শুক্রবার বিকোলে তাঁর ভারতে ফেরার কথা। সে কারণেই শেষকৃত্য হবে আজ শনিবার। গত বৃহস্পতিবার রাতে নয়াদিল্লির একটি হাসপাতালে মারা যান মনমোহন সিং। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।</p> <p>সূত্র : আনন্দবাজার পত্রিকা</p> <p> </p> <p> </p>