<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর নতুন বছরের শুরুতেই ফের উত্তপ্ত হয়ে উঠেছে। রাজ্যটিতে দুর্বৃত্তদের গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার জেরে মণিপুরের পাঁচ জেলায় কারফিউ জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী বীরেন সিং মন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠক করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল বুধবার মণিপুরের পশ্চিম ইম্ফল জেলার কদংবন্দ অঞ্চলে কয়েকজন হামলা চালায়। তাদের সঙ্গে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তারা বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ ছাড়া বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। আচমকা হামলার জেরে আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা। অনেকেই বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ আরো জানায়, স্থানীয় সময় গত মঙ্গলবার রাত ১টার দিকে কদংবন্দে পাহাড়ের উঁচু জায়গা থেকে হামলা চালানো হয়। পাহাড়ের নিচের দিকে থাকা গ্রাম লক্ষ্য করে গুলি ও বোমা নিক্ষেপ করা হয়। গ্রামে মোতায়েন থাকা স্বেচ্ছাসেবক দল সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিতে শুরু করে। খবর দেওয়া হয় নিরাপত্তা বাহিনীকেও। পুলিশ জানিয়েছে, দ্রুত বাহিনী পৌঁছে গিয়ে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঘটনাচক্রে গত মঙ্গলবারই মণিপুরের মুখ্যমন্ত্রী ২০২৩ সালের মে মাস থেকে চলতে থাকা অশান্তির জন্য ক্ষমা প্রার্থনা করেছেন রাজ্যবাসীর কাছে। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই পুরো বছরটি দুর্ভাগ্যজনক ছিল। গত বছরের ৩ মে থেকে আজ পর্যন্ত যা যা ঘটেছে, তার জন্য আমি রাজ্যের জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। সূত্র : আনন্দবাজার পত্রিকা</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>