ঢাকা, বৃহস্পতিবার ২৮ আগস্ট ২০২৫
১২ ভাদ্র ১৪৩২, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

ঢাকা, বৃহস্পতিবার ২৮ আগস্ট ২০২৫
১২ ভাদ্র ১৪৩২, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

বিমান ট্র্যাজেডির জন্য দায়ী ডাইভারসিটি পলিসি : ট্রাম্প

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
বিমান ট্র্যাজেডির জন্য দায়ী ডাইভারসিটি পলিসি : ট্রাম্প

সংকটের সময়ে মার্কিন প্রেসিডেন্টের একটি বিশেষ দায়িত্ব পালনের রীতি আছে, যাকে বলা হয় কনসোলার-ইন-চিফ। গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস রুমের ক্যামেরার সামনে সেই দায়িত্ব পালন করতেই দাঁড়িয়েছিলেন ডোনাল্ড  ট্রাম্প।

কনসোলার-ইন-চিফের প্রচলিত বাংলা না থাকলেও প্রধান সান্ত্বনাদানকারী ব্যক্তি হিসেবে একে বর্ণনা করা যেতে পারে। সংকটের মুহূর্তে জনগণকে সান্ত্বনা ও আশ্বাসের বাণী শোনানো তাঁর কাজ।

ওয়াশিংটন ডিসিতে একটি যাত্রীবাহী জেট বিমানের সঙ্গে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনায় সেই দায়িত্ব পালন করতে গিয়ে সমবেদনা প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, পুরো যুক্তরাষ্ট্র শোকাহত। দুর্ঘটনার পর প্রাথমিকভাবে উদ্ধার তৎপরতায় সাড়া দেওয়া ব্যক্তি ও ভুক্তভোগীদের প্রতি শ্রদ্ধা জানান ট্রাম্প।

তিনি বলেন, এই দুর্ঘটনার কারণ জানি না আমরা।

তবে বেশ কিছু দৃঢ় ধারণা ও মতামত পাওয়া যাচ্ছে। তাঁর অনুমান, বারাক ওবামা এবং জো বাইডেনের আমলে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনে নিম্নমানের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলার নিয়োগই এই দুর্ঘটনার কারণ হতে পারে।

এক দশকের মধ্যে সবচেয়ে বড় বিমান দুর্ঘটনার ২৪ ঘণ্টা না পেরোতেই এর কারণ হিসেবে তাঁদের সেই বক্তব্যকেই সামনে নিয়ে এলেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট, পরিবহন ও প্রতিরক্ষামন্ত্রীরা।

একজন সাংবাদিক জানতে চান, তদন্ত মাত্র শুরু হয়েছে। এর মধ্যেই কিভাবে ডাইভারসিটি প্রগ্রামকে দোষ দিচ্ছেন? জবাবে ট্রাম্প বলেন, আমার সাধারণ জ্ঞান আছে। পরে অবশ্য তিনি জানান,  দুর্ঘটনার কোনো নিশ্চিত কারণ জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আমেরিকান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী জেট বিমানের সঙ্গে একটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনায় দুই বিমানের কোনো আরোহীই বেঁচে নেই বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

যাত্রীবাহী বিমানটিতে মোট ৬০ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন। আর হেলিকপ্টারে তিনজন মার্কিন সেনা ছিলেন।

গতকাল পর্যন্ত ২৮ জনের মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছেন দায়িত্বশীলরা। এর মধ্যে ২৭ জন বিমানের, একজন হেলিকপ্টারের আরোহী ছিলেন। সূত্র : বিবিসি

মন্তব্য

সম্পর্কিত খবর

ব্রাজিলের বিচারমন্ত্রীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ব্রাজিলের বিচারমন্ত্রীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক দ্বন্দ্বের অংশ হিসেবে ব্রাজিলের বিচারমন্ত্রী রিকার্দো লেওয়ানডোস্কির মার্কিন ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা মন্ত্রিসভায় এই কথা জানিয়েছেন। এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের দায়িত্ব্বজ্ঞানহীন কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন তিনি। প্রেসিডেন্ট লুলা বলেন, আমার সহকর্মী লেওয়ানডোস্কির মার্কিন ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।

এটি যুক্তরাষ্ট্রের দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ। আমি ও আমার সরকার লেওয়ানডোস্কির প্রতি সংহতি প্রকাশ করছি। আমরা সমান শর্তে আলোচনার টেবিলে বসতে ইচ্ছুক। আমরা যে ব্যাপারে রাজি নই, তা হলো আমাদের সঙ্গে অধস্তনের মতো আচরণ করা।
আমরা কারোর এমন আচরণ গ্রহণ করব না। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের কয়েক ডজন আমদানিপণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এ ছাড়া তিনি ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিচার কার্যক্রম পরিচালনাকারী বিচারকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
সূত্র : এএফপি, আলজাজিরা

 

মন্তব্য
সংক্ষিপ্ত

গাজায় অনাহারে আরো ১০ ফিলিস্তিনির মৃত্যু

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
গাজায় অনাহারে আরো ১০ ফিলিস্তিনির মৃত্যু

ফিলিস্তিনের গাজা উপত্যকায় অনাহারে আরো ১০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল বুধবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দুর্ভিক্ষ ও অপুষ্টিজনিত কারণে দুই শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অবরুদ্ধ উপত্যকাটিতে অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৩ জনে, যার মধ্যে ১১৯ জনই শিশু। এদিকে এই সময়ের মধ্যে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে ১৮ জন ত্রাণপ্রত্যাশী ছিল।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটি দখলের লক্ষ্যে ইসরায়েল তীব্র সামরিক অভিযান শুরু করেছে। ট্যাংক ও যুদ্ধবিমান দিয়ে পুরো এলাকা ধ্বংস করে দেওয়া হচ্ছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত কমপক্ষে ৬২ হাজার ৮৯৫ জন ফিলিস্তিনি নিহত ও এক লাখ ৫৮ হাজার ৯২৭ জন আহত হয়েছে। সূত্র : আলজাজিরা

 

মন্তব্য

খালি পাত্র নিয়ে খাবারের জন্য অপেক্ষা করছে ফিলিস্তিনি নারী ও শিশু

শেয়ার
খালি পাত্র নিয়ে খাবারের জন্য অপেক্ষা করছে ফিলিস্তিনি নারী ও শিশু

গাজা উপত্যকার খান ইউনিসে গতকাল খালি পাত্র নিয়ে খাবারের জন্য অপেক্ষা করছে ফিলিস্তিনি নারী ও শিশু-কিশোররা। ছবি : এএফপি

মন্তব্য
স্বীকারোক্তি ইউক্রেন

রুশ বাহিনী ঢুকে পড়েছে শিল্পশহর নিপ্রোপেত্রভস্কে

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
রুশ বাহিনী ঢুকে পড়েছে শিল্পশহর নিপ্রোপেত্রভস্কে

রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শিল্প এলাকা নিপ্রোপেত্রভস্কে ঢুকে পড়েছে এবং সেখানে অবস্থান গড়ার চেষ্টা করছে বলে স্বীকার করেছে ইউক্রেনীয় বাহিনী। বিবিসিকে নিপ্রো অপারেশনাল-স্ট্র্যাটেজিক গ্রুপের কর্মকর্তা ভিক্টর ত্রেহুবভ বলেন, নিপ্রোপেত্রভস্ক অঞ্চলে এত বড় আকারে হামলার ঘটনা এটাই প্রথম।

বেশ কিছুদিন ধরেই রাশিয়া দাবি করে আসছিল যে তারা ওই এলাকায় ঢুকেছে। দোনেত্স্ক অঞ্চল থেকে আরো ভেতরে ইউক্রেনের ভূখণ্ডে ঢোকার চেষ্টায় তাদের সেনারা এই পদক্ষেপ নিচ্ছে।

জুনের শুরুর দিকে রুশ কর্মকর্তারা বলেছিলেন, নিপ্রোপেত্রভস্ক অঞ্চলে অভিযান শুরু হয়েছে। তবে ইউক্রেনের সাম্প্রতিক প্রতিবেদনগুলো বলছে, রুশ সেনারা আঞ্চলিক সীমান্ত সামান্যই অতিক্রম করতে পেরেছে। সূত্র : বিবিসি

মন্তব্য

সর্বশেষ সংবাদ