<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর  বলেছেন,  বিতাড়িত  অবৈধবাসীদের সঙ্গে যাতে কোনো দুর্ব্যবহার না করা হয় তা নিশ্চিত করতে ভারত সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে।  হাতকড়া পরিয়ে অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরত পাঠানো নিয়ে বিতর্কের মুখে গতকাল বৃহস্পতিবার পার্লামেন্টে এ কথা বলেন তিনি। মার্কিন সামরিক বিমানে গত বুধবার ১০৪ অবৈধ অভিবাসীকে ভারতে ফেরত পাঠানো হয়। বিতাড়িত এক অবৈধ অভিবাসী বিবিসিকে বলেছেন, ৪০ ঘণ্টার ফ্লাইটে তাঁদের হাতকড়া পরিয়ে রাখা হয়েছিল। এ ঘটনা নিয়ে পার্লামেন্টে বিরোধীদের বিক্ষোভের জেরে মুখ খুলেছে ভারত সরকার। জয়শঙ্কর বলেছেন, নারী ও শিশুদের শিকল-হতাকড়া পরানো হয়নি। তিনি আরো বলেন, বেশ কয়েক বছর ধরেই ভারতে অবৈধ অভিবাসীদের বহনকারী ফ্লাইট আসছে। যুক্তরাষ্ট্রের রীতিতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দমনমূলক পদ্ধতির ব্যবহার অনুমোদন দেয়। গত বুধবার দুপুরে অবৈধ অভিবাসীদের নিয়ে পাঞ্জাবের  অমৃতসরের শ্রী গুরু রামদাসজি বিমানবন্দরে অবতরণ করে মার্কিন সেনাবাহিনীর সি-১৭ বিমান। সূত্র</span></span><span dir="RTL" lang="AR-YE" style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""> : </span></span><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিবিসি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, আনন্দবাজার পত্রিকা</span></span></span></span></p>