ঢাকা, রবিবার ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান

ভারতে মোদির নেতৃত্বে বেড়েছে মুসলিমবিদ্বেষী বক্তব্য

  • বিজেপির হিন্দু জাতীয়তাবাদী উগ্র কথাবার্তায় ভারতের ২২ কোটির বেশি মুসলিম জনগণ তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়িয়ে তুলেছে
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ভারতে মোদির নেতৃত্বে বেড়েছে মুসলিমবিদ্বেষী বক্তব্য

ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করে গত বছর ঘৃণামূলক বক্তব্যের মাত্রা অবিশ্বাস্য রকমভাবে বেড়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গতকাল সোমবার এক প্রতিবেদনে এ কথা জানায়।

ইন্ডিয়া হেইট ল্যাব (আইএইচএল) নামের গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, ঘৃণামূলক বক্তব্যের উদ্বেগজনক মাত্রায় বৃদ্ধি ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং বিস্তৃত হিন্দু জাতীয়তাবাদী আন্দোলনের আদর্শিক উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে গভীরভাবে জড়িত। গত বছর ভারতের লোকসভা নির্বাচন হয়।

সমালোচক ও অধিকার গোষ্ঠীগুলোর অভিযোগ, নির্বাচনী প্রচারণাকালে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের নিজেদের পক্ষে টানতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দল বিজেপি মুসলিমদের বিরুদ্ধে নজিরবিহীন মাত্রায় বক্তব্য দিয়ে বেড়িয়েছে। নিজের নির্বাচনী সমাবেশগুলোতে মোদি মুসলিমদের অনুপ্রবেশকারী হিসেবে আখ্যা দিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন, ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস জয়ী হলে দেশের সম্পদ মুসলিমদের মধ্যে পুনর্বণ্টন করবে। প্রতিবেদনে বলা হয়, ৪৫০টিরও বেশি ঘৃণামূলক বক্তব্য বিজেপির নেতারা দিয়েছেন, যার মধ্যে ৬৩টির জন্য মোদি নিজে দায়ী।
গত জুনে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসেন মোদি। তবে এক দশকের মধ্যে প্রথমবার বিজেপি সংখ্যাগরিষ্ঠতা হারানোয় মোদি জোট সরকার গড়তে বাধ্য হন। বিজেপির হিন্দু জাতীয়তাবাদী উগ্র কথাবার্তায় ভারতের ২২ কোটির বেশি মুসলিম জনগণ তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়িয়ে তুলেছে। আইএইচএল বলছে, ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে ঘৃণামূলক বক্তব্যের ঘটনা ২০২৩ সালের ৬৬৮টি থেকে বেড়ে ২০২৪ সালে এক হাজার ১৬৫টিতে পৌঁছেছে, যা ৭৪.৪ শতাংশ বৃদ্ধি।
সূত্র : এএফপি

মন্তব্য

সম্পর্কিত খবর

ইকুয়েডরে মোরগ লড়াইয়ের আসরে হামলায় নিহত ১২

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ইকুয়েডরে মোরগ লড়াইয়ের আসরে হামলায় নিহত ১২

ইকুয়েডরে মোরগ লড়াইয়ের এক আসরে হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। সেনার ছদ্মবেশে হামলাকারীরা আসরটিতে তাণ্ডব চালায়। এতে আরো ৯ জন আহত হয়। গত শুক্রবার দেশটির পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে মানাবি প্রদেশের গ্রামীণ এলাকা লা ভ্যালেন্সিয়ার একটি মোরগ লড়াইয়ের আসরে এই হামলা চালানো হয়।

হামলাকারীদের সঙ্গে লোস লোবস মাদকচক্রের সম্পর্ক আছে বলে ধারণা করা হচ্ছে। মোরগ লড়াই দেখতে বহু দর্শনার্থী ভিড় করেছিল। হামলাকারীরা সেখানে এসে নির্বিচার গুলিবর্ষণ শুরু করলে লোকজনের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে ও বিশৃঙ্খলা দেখা দেয়। হামলাকারীরা মোরগ লড়াইয়ের আসর থেকে ২০ হাজার ডলার লুট করার পর তিনটি গাড়িতে চড়ে পালিয়ে যায়।
পরবর্তী সময়ে একটি গাড়ি অগ্নিদগ্ধ অবস্থায় পাওয়া যায়। আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। ইকুয়েডরের জাতীয় পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হামলাকারীদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছে। সূত্র : ইন্ডিয়া টুডে

মন্তব্য
সংক্ষিপ্ত

সিরিয়ায় মার্কিন সেনার সংখ্যা কমছে

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
সিরিয়ায় মার্কিন সেনার সংখ্যা কমছে

সিরিয়ায় মোতায়েনকৃত মার্কিন সেনার সংখ্যা প্রায় অর্ধেক কমিয়ে এক হাজারেরও নিচে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার পেন্টাগন একথা জানায় । কট্টরপন্থী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে ওয়াশিংটন বছরের পর বছর ধরে সিরিয়ায় সেনা মোতায়েন করে আসছে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে বলেছেন, সিরিয়ায় মার্কিন বাহিনীকে একত্রীকরণের নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

এই সুপরিকল্পিত এবং শর্তভিত্তিক প্রক্রিয়ার ফলে আগামী মাসগুলোতে সিরিয়ায় মার্কিন বাহিনীর সংখ্যা এক হাজারেরও কম হবে। এই অঞ্চলের জন্য দায়িত্বপ্রাপ্ত সামরিক কমান্ডের কথা উল্লেখ করে পার্নেল আরো বলেন, এই একত্রীকরণের সময় মার্কিন কেন্দ্রীয় কমান্ড সিরিয়ায় (আইএস) অবশিষ্টাংশের বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। গত ডিসেম্বরে সিরিয়ার রাজনৈতিক পালাবদল ঘটেছে। বিদ্রোহীদের অভিযানের মুখে সিরিয়ার আসাদ সরকারের অবসান ঘটে।
আসাদের উত্খাতের পর ওয়াশিংটন সিরিয়ায় আইএসের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ জোরদার করেছে। যদিও সম্প্রতি তাঁরা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে হামলার দিকে মনোনিবেশ করেছে। এদিকে ইরাকও সেখানে মার্কিন নেতৃত্বাধীন জোটের উপস্থিতির অবসান চেয়েছে। সূত্র : এএফপি

মন্তব্য

ম্যারাথনে মানুষ বনাম রোবটের প্রতিযোগিতা

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ম্যারাথনে মানুষ বনাম রোবটের প্রতিযোগিতা

চীনের রাজধানী বেইজিংয়ে ২১ কিলোমিটারের হাফ-ম্যারাথন আয়োজিত হয়েছে। গতকাল শনিবার ড্যাক্সিং শিল্প জেলার রাজধানী বেইজিং ইকোনমিক টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এরিয়া বা ই-টাউনে  প্রথমবারের মতো মানুষ ও রোবটের মধ্যে প্রতিযোগিতা হয়। মানুষের সঙ্গে পাল্লা দিয়ে ম্যারাথনে দৌড়েছে ২১টি রোবট।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণাকেন্দ্র এবং প্রযুক্তি সংস্থার টিম এই ম্যারাথনে অংশ নেয়।

সেই সঙ্গে অংশগ্রহণ করে ড্রইডবিভিপি, নয়েটিক্স রোবোটিক্সের মতো সংস্থার মোট ২১টি রোবট। মানুষের আদলে তৈরি রোবটগুলোর কোনোটির উচ্চতা ৩.৯ ফুট, কোনোটির ৫.৯ ফুট। এমনকি নারী শরীরের আদলে তৈরি রোবটও দৌড়ে অংশ নেয়। তারা আবার হাসতে, চোখ টিপ দিতেও সক্ষম।
সেই ম্যারাথনকে ঘিরেই সবমিলিয়ে নজিরবিহীন দৃশ্যের সাক্ষী হলো বিশ্ববাসী।

দৌড়ের সময় রোবটগুলোকে সাহায্যের জন্য উপস্থিত ছিলেন তাদের প্রশিক্ষকরাও। কিছু রোবটকে জুতা পায়ে দিয়েও দৌড়াতে দেখা গেছে। সূত্র : বিবিসি

মন্তব্য

টেক্সাসে আবাসন প্রকল্প নিয়ে মুসলিমদের হুমকি

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
টেক্সাসে আবাসন প্রকল্প নিয়ে মুসলিমদের হুমকি

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বসবাসরত মুসলিমদের হুমকি দেওয়া নতুন কিছু নয়। তবে সম্প্রতি সেখানকার মুসলিম আবাসন সম্প্রসারণ প্রকল্পের নির্মাতা ইমরান চৌধুরীর কাছে হুমকি দেওয়া ফোনকলের সংখ্যা ক্রমেই বাড়ছে।

পূর্ব টেক্সাসের ঘনবসতিপূর্ণ ইস্ট প্লানো এলাকার কাছে ক্রমবর্ধমান মুসলিম সম্প্রদায়ের জন্য এক হাজার নতুন বাড়ি, একটি কমিউনিটি সেন্টার, স্কুল, হাসপাতাল, একটি মসজিদ ও ইসলামিক স্কুল নির্মাণের পরিকল্পনা রয়েছে ইমরানের।

সম্প্রতি অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ইমরানকে ফোন করে হুমকি দিয়ে বলেন, আমি আপনাকে আমেরিকা থেকে বের হয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছি।

এটি এখনো একটি বিকল্প।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পৃক্ত এই অঙ্গরাজ্যের রক্ষণশীল, শ্বেতাঙ্গ খ্রিস্টানরা ইমরানের প্রকল্পকে মোটেও স্বাগত জানাচ্ছে না। তারা এরই মধ্যে প্রকল্পের বৈধতার তদন্ত চেয়েছে।

তবে ইমরান বলছেন, ভুল বুঝিয়ে চাপ দেওয়া হচ্ছে।

তাঁর ভাষ্য, অঙ্গরাজ্য থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রতিটি আইন অনুসরণের চেষ্টা করছি আমরা।

তবে গত সপ্তাহে সিনেটর জন কর্নিন এই প্রকল্পের সাংবিধানিক বৈধতা তদন্তের আহবান জানিয়েছেন, যা ইস্ট প্লানো ইসলামিক সেন্টার নামের বিদ্যমান প্রকল্পের সম্প্রসারণ। তিনি বলেন, এই প্রকল্প ইহুদি ও খ্রিস্টানদের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করতে পারে।

এদিকে টেক্সাসের গভর্নর ও ট্রাম্পের মিত্র গ্রেগ অ্যাবট এই প্রকল্পকে ইসলামী আইন প্রতিষ্ঠার প্রচেষ্টা আখ্যা দিয়েছেন।

তিনি বলেন, স্পষ্ট করে বলতে চাই, টেক্সাসে শরিয়াহ আইনের অনুমোদন নেই।

যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে শরিয়াহ আইনবিরোধী বিল কার্যকর হয়েছে, তার একটি টেক্সাস। বিদ্বেষবিরোধী সংগঠন সাউদার্ন পভার্টি ল সেন্টার শরিয়াহ আইনবিরোধী বিলকে অতি ডানপন্থী ষড়যন্ত্র আখ্যা দিয়েছে।

ষড়যন্ত্র তত্ত্বের আওতায় দাবি করা হয়, শরিয়াহ আইন আমেরিকান আইনি ব্যবস্থার ওপর হস্তক্ষেপ করছে। তবে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন ও অন্য আইন বিশেষজ্ঞরা তা প্রত্যাখ্যান করেছেন।

শুধু মুসলিমদের জন্য একটি শহরের পরিকল্পনার কথা অস্বীকার করে ইমরান বলেন, এটি সবার জন্য উন্মুক্ত, যে কেউ আমাদের পরিষেবা, কমিউনিটি সেন্টার ও স্কুল ব্যবহার করতে পারবে।

বছর বিশেক আগে ডালাসের উত্তরে প্লানোতে এপিক ইসলামিক কমিউনিটি প্রতিষ্ঠিত হয়। এই এলাকায় প্রায় পাঁচ হাজার মানুষের বাস। সেখানকার মসজিদের ইমাম ইয়াসির কাধি বলেন,  উষ্ণ আবহাওয়া, কম কর এবং ভালো খাবারের কারণে মুসলিমরা টেক্সাসকে পছন্দ করে।

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের হিসাব অনুযায়ী, টেক্সাসে তিন কোটি ১০ লাখ মানুষের বসবাস। এর মধ্যে মুসলিম তিন লাখ ১৩ হাজার। সূত্র : এএফপি

মন্তব্য

সর্বশেষ সংবাদ