মিউজিক শুনলে শরীর দুলে ওঠার মূল কারণ হলো আমাদের মস্তিষ্কের এবং শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া। তবে এটি বেশ কয়েকটি জৈবিক, মনস্তাত্ত্বিক এবং স্নায়ুবিজ্ঞানগত কারণের ওপর নির্ভর করে। মিউজিক শুনলে মস্তিষ্কে ডোপামিন নামক একটি রাসায়নিক নিঃসৃত হয়, যা সুখের অনুভূতি জাগায়। এই সুখের অনুভূতি শরীরকে স্বতঃস্ফূর্তভাবে নড়াচড়া করতে প্ররোচিত করে।
মিউজিক নিয়ে নতুন গবেষণা
কালের কণ্ঠ ডেস্ক

মিউজিকের তালের সঙ্গেও মস্তিষ্কের সংযোগ রয়েছে। কারণ আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই ‘রিদম’ বা তাল ও বিট শনাক্ত করতে পারে। এমনকি যারা সুর বা তাল সম্পর্কে জানে না, তাদের মস্তিষ্কও এ তালকে গ্রহণ করে এবং শরীরকে সেই তালের সঙ্গে সামঞ্জস্য করে দুলতে বা নড়তে প্ররোচিত করে।
ছোট বাচ্চাদের ক্ষেত্রেও এমন হয়, কারণ তাদের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র তাল ও সুরের প্রতি স্বাভাবিকভাবে সংবেদনশীল।
গবেষকরা বলেন, মানুষের মধ্যে মিউজিকের প্রতিক্রিয়া অনেকাংশে বিবর্তনমূলক এবং সামাজিক।
মিউজিক শুনলে মানুষের শরীর ও মস্তিষ্কে যেসব প্রতিক্রিয়া হয়, সেটি নিয়ে গবেষণা নতুন কিছু নয়। তবে এ ক্ষেত্রে সম্প্রতি সাড়া-জাগানো একটি গবেষণা করেছেন কানাডার কনকর্ডিয়া ইউনিভার্সিটির একদল গবেষক।
যেসব মানুষ সংগীতের প্রতি স্বভাবগতভাবে আকর্ষণ অনুভব করে না (ডাক্তারি ভাষায় মিউজিক্যাল আনহেডোনিয়া), তাদের নিয়েই গবেষকরা এ গবেষণাটি চালান। গবেষকরা দেখতে পান, মিউজিকের প্রতি টান না থাকলেও মিউজিকের তালে তালে তাদের দেহও সাড়া দেয়। কেউ মিউজিক শোনার পর অবচেতনভাবে দেহের কোনো কোনো অঙ্গ নাড়াতে থাকলে ধরে নেওয়া হয়, লোকটি মিউজিক সত্যিই উপভোগ করছে। কিন্তু গবেষণাটি এটাই প্রমাণ করছে, এ ধারণাটি সঠিক নয়। বরং তাঁদের গবেষণার ফল এটা প্রমাণ করছে, মানুষ মিউজিক পছন্দ করুক আর না-ই করুক, মিউজিকের তাল ও বিট শোনার পর তা আমাদের মস্তিষ্কে সাড়া জাগাতে পারে প্রাকৃতিক নিয়মে। সূত্র : গালফ নিউজ
সম্পর্কিত খবর

ইসরায়েলি পতাকা পোড়ায় বিক্ষুব্ধ জনতা


ভেনেজুয়েলার কাছে বন্দিবিনিময়ের প্রস্তাব এল সালভাদরের
কালের কণ্ঠ ডেস্ক

মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে ২৫২ জন ভেনেজুয়েলানকে ফেরত পাঠানোর প্রস্তাব দিয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত হয়ে এখন তাঁরা এল সালভাদরের জেলে বন্দি রয়েছেন। তবে ভেনেজুয়েলাকে একই সংখ্যক রাজনৈতিক বন্দিকে মুক্তি দিতে হবে। নায়েব বুকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটার) এক পোস্টে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে এই প্রস্তাব দেন।

ভারতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৮ মাওবাদী নিহত
কালের কণ্ঠ ডেস্ক

ভারতের ঝাড়খণ্ডের বোকারো জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আট মাওবাদী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মাওবাদী নেতা বিবেকও রয়েছে। তাঁকে গ্রেপ্তারে পুরস্কার ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। এ সময় ঘটনাস্থল থেকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্রও উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।

সংক্ষিপ্ত
হংকং ইস্যুতে মার্কিন কর্মকর্তাদের ওপর চীনের নিষেধাজ্ঞা
কালের কণ্ঠ ডেস্ক

হংকংসংক্রান্ত ইস্যুতে ‘জঘন্য আচরণের’ জন্য কয়েকজন মার্কিন কংগ্রেস সদস্য, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রধানদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। চীন ও হংকংয়ের ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া হিসেবে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গত মাসে যুক্তরাষ্ট্র চীন ও হংকংয়ের ছয়জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।