টিউটরিয়াল : স্পোকেন ইংলিশ

  • মো. মশিউর রহমান খান, প্রভাষক (ইংরেজি), জয়পুরহাট বিএড কলেজ, জয়পুরহাট সদর, জয়পুরহাট
শেয়ার
টিউটরিয়াল : স্পোকেন ইংলিশ

পর্ব-৩২

আমি জানি কিভাবে কাজটি করতে হবে, কখন কাজটি করতে হবে, কোথায় কাজটি করতে হবে, কেন কাজটি করতে হবে। বাংলা বাক্য এমন হলে নিচের নিয়মটি ব্যবহার করতে হয়।

 

 How to      

Structure

Subject + know/knows + how to + verb1+ object+ ext.

 

Practice

1.       I know how to do the work.

আমি জানি কিভাবে কাজটি করতে হবে।

2.       I know how to write a letter.

আমি জানি কিভাবে চিঠি লিখতে হবে।

3.       I know how to drive a bike.

আমি জানি কিভাবে মোটরসাইকেল চালাতে হবে।

4.       He knows how to speak English fluently.

সে জানে কিভাবে দ্রুত ইংরেজি বলতে হবে।

5.       They knew how to play cricket.

তারা জানত কিভাবে ক্রিকেট খেলতে হতো।

 

          When to

          Structure

Subject + know/knows + when to + verb1+object+ ext.

1.       I know when to do the work.

আমি জানি কখন কাজটি করতে হবে।

2.       I know when to write a letter.

আমি জানি কখন চিঠি লিখতে হবে।

3.       I know when to drive a bike.

আমি জানি কখন মোটরসাইকেল চালাতে হবে।

4.       He knows when to speak English fluently.

সে জানে কখন দ্রুত ইংরেজি বলতে হবে।

5.       They knew when to play cricket.

তারা জানত কখন ক্রিকেট খেলতে হতো।

 

 Where to

          Structure

Subject + know/knows + where to + verb1+object+ ext.

1.       I know where to do the work.

আমি জানি কোথায় কাজটি করতে হবে।

2.       I know where to write a letter.

আমি জানি কোথায় চিঠি লিখতে হবে।

3.       I know where to drive a bike.

আমি জানি কোথায় মোটরসাইকেল চালাতে হবে।

4.       He knows where to speak English fluently.

সে জানে কোথায় দ্রুত ইংরেজি বলতে হবে।

5.       They knew where to play cricket.

তারা জানত কোথায় ক্রিকেট খেলতে হতো।

 

 Why to

          Structure

Subject + know/knows + why to + verb1+ object + ext.

1.       They know why to do the work.

তারা জানে কেন কাজটি করতে হবে।

2.       I know why to write a letter.

আমি জানি কেন চিঠি লিখতে হবে।

3.       I know why to drive a bike.

আমি জানি কেন মোটরসাইকেল চালাতে হবে।

4.       He knows why to speak English fluently.

সে জানে কেন দ্রুত ইংরেজি বলতে হবে।

5.       They knew why to play cricket.

তারা জানত কেন ক্রিকেট খেলতে হতো।

মন্তব্য

সম্পর্কিত খবর

অষ্টম শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

    সাধন সরকার, সহকারী শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ
শেয়ার
অষ্টম শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম অধ্যায়

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব

বহু নির্বাচনী প্রশ্ন

১। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগাযোগের সহায়ক মাধ্যম ছিল কোনটি?

    ক. টেলিভিশন   খ. রেডিও 

    গ. কম্পিউটার        ঘ. মোবাইল

২। অতীতে বিদেশে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল কোনটি?

    ক. ইন্টারনেট        খ. ফ্যাক্স 

    গ. টেলিভিশন        ঘ. চিঠি

৩। ইনফরমেশন শেয়ারিং কী?

    ক. তথ্য সংরক্ষণ খ. তথ্য বিনিময় 

    গ. তথ্য ভান্ডার      ঘ. তথ্য প্রদান

৪।

ব্যাংকের এটিএম বুথের মাধ্যমে কখন টাকা উত্তোলন করা যায়?

    ক. সকালে          খ. বিকেলে

    গ. দুপুরে               ঘ. যেকোনো সময় 

৫। বর্তমানে মানুষের গুরুত্বপূর্ণ পরিচয় কোনটি?

    ক. ফ্যাক্স           খ. চিঠি 

    গ. ই-মেইল অ্যাড্রেস   ঘ. ইউটিউব

৬। কিসের মাধ্যমে এখন সহজেই ব্যবসা পরিচালনা করা সম্ভব হচ্ছে?

    ক. চিঠি        খ. রেডিও 

    গ. কম্পিউটার        ঘ. ইন্টারনেট

৭। ই-পর্চা কোন ধরনের সেবা?

    ক. আয়কর সেবা খ. ইন্টারনেট সেবা

    গ. সরকারি সেবা      ঘ. সমাজসেবা

৮।

এটিএম বুথের সঙ্গে সম্পর্ক

          i. ক্রেডিট কার্ড    ii. ব্যাংক

          iii. ডেভিট কার্ড  

    নিচের কোনটি সঠিক?

    ক. i iii

    খ. i ii   

    গ. ii iii

   ঘ. i, ii iii

৯। নিচের কোনটি তথ্য-প্রযুক্তির অবদান?

    ক. সমাজ      খ. সভ্যতা

    গ. নেটওয়ার্ক    ঘ. মানুষ

    নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও :

    নাদিয়া তার নানার বাড়িতে বসে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করে চাকরির দরখাস্ত করল। বাড়িতে যাওয়ার জন্য ট্রেনের টিকিটও কাটল।

১০।

নাদিয়া চাকরির আবেদন করতে ব্যবহার করে

          i. ইন্টারনেট ii. মোবাইল

          iii. কম্পিউটার   

    নিচের কোনটি সঠিক?

    ক. i iii

         খ. i ii   

    গ. ii iii

   ঘ. i, ii iii

১১। টিকিট কাটতে নাদিয়া কোন যোগাযোগ মাধ্যম ব্যবহার করে?

    ক. মোবাইল     খ. রেডিও   

    গ. ইন্টারনেট   ঘ. ই-মেইল

১২। ইন্টারনেটে সংযুক্ত হওয়ার মাধ্যম কোনটি?

    ক. রেডিও          খ. মডেম 

    গ. টেলিভিশন        ঘ. মোবাইল

১৩। দেশে সবচেয়ে প্রযুক্তিবিষয়ক কম্পানি কোনটি?

    ক. কম্পিউটার কম্পানি  খ. মোবাইল কম্পানি 

    গ. ক্যামেরা কম্পানি    ঘ. টেলিভিশন কম্পানি

১৪। আধুনিক বিশ্বের সম্পদ কোনটি?

    ক. তথ্য            খ. উপাত্ত 

    গ. টাকা                ঘ.  ই-মেইল

১৫।

দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি কোনটি?

    ক. টেলিভিশন        খ. টেলিফোন

    গ. ক্যামেরা        ঘ. রেডিও

১৬। রোগ নির্ণয়ে ব্যবহার করা হয়

          i. ইন্টারনেট ii. আলট্রাসনোগ্রাম

          iii. কম্পিউটার   

    নিচের কোনটি সঠিক?

    ক. i ii

   খ. i iii           

    গ. ii iii

         ঘ. i, ii iii

১৭। যোগাযোগ করার পদ্ধতিকে মোটামুটি কয় ভাগে ভাগ করা যায়?

    ক. ৫        খ. ৪

    গ. ৩             ঘ. ২

১৮। গবেষণার অপরিহার্য অঙ্গ

          i. ইন্টারনেট ii. ওয়েবসাইট

          iii. কম্পিউটার   

    নিচের কোনটি সঠিক?

    ক. i ii

    খ. i iii           

    গ. ii iii

   ঘ. i, ii iii

১৯। ব্যবসায়ের একটি বড় খরচ কী?

    ক. পণ্যের মজুদ      খ. উৎপাদন 

    গ. প্রচার            ঘ. বাজার বিশ্লেষণ

২০। SMS-এর পূর্ণরূপ কোনটি?

    ক. Short Message Service

    খ. Shorts Message Service

    গ. Short Messege Service

    ঘ. Short Message Services

২১। ইন্টারনেটের অধিবাসীদের কী বলা হয়?

    ক. নেটিজেন     খ. জেন জি  

    গ. সিটিজেন             ঘ. ইউজার

২২। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো?

    ক. বাণিজ্য          খ. সরকার 

    গ. ইন্টারনেট        ঘ. রাজনীতি

২৩। আউটসোর্সিং-এর জন্য অত্যাবশ্যক কোনটি?

    ক. পেনড্রাইভ        খ. ইন্টারনেট

    গ. সুইচ   ঘ. রাউটার

২৪। সরকারি সব তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া হয় কিসের মাধ্যমে

          i. ইন্টারনেট ii. ওয়েবসাইট

          iii. ওয়েব পোর্টাল 

    নিচের কোনটি সঠিক?

    ক. i ii

    খ. i iii           

    গ. ii iii

         ঘ. i, ii iii

২৫। চিকিৎসাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ঘটিয়ে

          i. চিকিৎসা ব্যয় কমানো সম্ভব

          ii. শিশুমৃত্যুহার কমানো সম্ভব

          iii. মাতৃমৃত্যু স্থির করা সম্ভব  

    নিচের কোনটি সঠিক?

    ক. i ii

         খ. i iii           

    গ. ii iii

         ঘ. i, ii iii

২৬। বর্তমান বিশ্বে কিসের মাধ্যমে শিক্ষাদান সর্বোত্তম?

    ক. স্যাটেলাাইট      খ. টেলিভিশন

    গ. ইন্টারনেট        ঘ. কম্পিউটার

২৭। কোনটির প্রভাবে পৃথিবী নানাভাবে বদলে যাচ্ছে?

    ক. আইসিটি         খ. রেডিও 

    গ. টেলিভিশন        ঘ. মোবাইল

২৮। তথ্য-প্রযুক্তি ব্যবহারের ফলে কর্মীর কী বৃদ্ধি পায়?

    ক. বেতন       খ. ব্যস্ততা 

    গ. দক্ষতা          ঘ. যোগাযোগ

২৯। ঘরে বসে কাজ করার অফিসকে কী বলা হয়?

    ক. হোম অফিস       খ. টিউটর 

    গ. দক্ষতা          ঘ. ভার্চুয়াল অফিস

৩০। অনলাইন পত্রিকা দেখার জন্য প্রয়োজন?

          i. স্মার্ট মোবাইল   ii. কম্পিউটার

          iii. ইন্টারনেট

    নিচের কোনটি সঠিক?

    ক. i ii

         খ. i iii           

    গ. ii iii

    ঘ. i, ii iii

 

    উত্তর : ১. খ ২. ঘ ৩. খ ৪. ঘ ৫. গ ৬. ঘ  ৭. গ ৮. ঘ ৯. গ ১০. ক ১১. গ ১২. খ ১৩. খ ১৪. ক ১৫. খ ১৬. গ ১৭. ঘ ১৮. ঘ ১৯. ক  ২০. ক ২১. ক ২২. খ ২৩. খ ২৪. ঘ ২৫. ক  ২৬. গ ২৭. ক ২৮. গ ২৯. ঘ ৩০. ঘ।

মন্তব্য

টিউটরিয়াল : স্পোকেন ইংলিশ

    মো. মশিউর রহমান খান, প্রভাষক (ইংরেজি), জয়পুরহাট বিএড কলেজ, জয়পুরহাট সদর, জয়পুরহাট
শেয়ার
টিউটরিয়াল : স্পোকেন ইংলিশ

পর্ব-৪৫

 According to (নিজের মতো করে)

তোমরা কোনো একটা কাজ নিজের মতো করতে চাচ্ছো বা করতে বলছএমন কথা প্রকাশ করতে নিচের Structureটি ব্যবহার করো।

 

          Structure

(i) Verb + according to + obj.   (ii) Verb + obj + according to + obj.

   

          Practice

1.       Ask him according to you.

তুমি তোমার মতো করে তাকে জিজ্ঞাসা করো।

2.       Do the work according to you.

তুমি তোমার মতো করে কাজটি করো।

3.       Think according to you.

তুমি তোমার মতো করে চিন্তা করো।

4.       Drive according to you.

তুমি তোমার মতো করে গাড়ি চালাও।

5.       Answer the ques tion according to you.

তুমি তোমার মতো করে প্রশ্নটির উত্তর দাও।

 

          Being trapped (কারো কথায় বা পাল্লায় পড়ে কিছু করা)

    কারো কথায় বা পাল্লায় পরে কিছু করেছএমন কথা প্রকাশ করতে তোমরা নিচের Structureটি ব্যবহার করো। 

 

          Structure

Being trapped + in + possessive form (his, her, their, your etc.) + s tory/ word + sub + verb+  obj + ext. (Being trapped পরের অংশেও লেখা যাবে।

)

 

 

Practice

1.       Being trapped in their s tory we made this mis take.

আমরা তাদের পাল্লায় পরে এই ভুল করলাম।

2.       Being trapped in your s tory/word he los t everything.

তোমার কথায় সে সব কিছু হারাল।

3.       Being trapped in his s tory/word I sold this land.

তার পাল্লায় পরে আমি এই জমি বিক্রি করলাম।

4.       Being trapped in your s tory I bought this mobile phone. 

তোমার পাল্লায় পরে আমি এই ফোন কিনলাম।

5.       I went to Japan being trapped in my brother story.

আমার ভাইয়ের পাল্লায় পরে আমি জাপান গিয়েছিলাম।

মন্তব্য

নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান

    সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক, সরকারি মুজিব কলেজ, সখীপুর, টাঙ্গাইল
শেয়ার
নবম ও দশম শ্রেণি : জীববিজ্ঞান
মাইটোসিস কোষ বিভাজন।ছবি : পাঠ্যবই
মন্তব্য

গোয়েন্দা

    সপ্তম শ্রেণির আনন্দপাঠ বইয়ের ‘খুদে গোয়েন্দার অভিযান’ গল্পে তোমরা ‘গোয়েন্দা’ সম্পর্কে পড়েছ। রহস্য উন্মোচনের এই নায়কদের বিষয়ে আরো যা জানতে পারো—
শেয়ার
গোয়েন্দা
সত্যজিৎ রায়ের ফেলুদা চরিত্রে কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।ছবি : সংগৃহীত

তোমরা কি কখনো ভেবেছ, কিভাবে রহস্যের পর্দা উন্মোচিত হয়? কারা অপরাধীদের শনাক্ত করে? কোথাও গোপন কোনো তথ্য থাকলে, কারা সেটি খুঁজে বের করে? উত্তর একটাইগোয়েন্দা। গোয়েন্দারা যে শুধু বই বা সিনেমার চরিত্র তা নয়, বাস্তবেও এই পেশার অস্তিত্ব রয়েছে।

গোয়েন্দা হলো এমন ব্যক্তি বা সংস্থা, যারা গোপন তথ্য সংগ্রহ, তদন্ত ও বিশ্লেষণ করে থাকে। অপরাধমূলক, সামরিক, রাজনৈতিক বা করপোরেট বিভিন্ন ক্ষেত্রে এটা হতে পারে।

অপরাধীদের খুঁজে বের করে, গোপন তথ্য উদ্ধার করে এবং নানা রহস্যের সমাধান করে গোয়েন্দারা। গোয়েন্দার ইংরেজি প্রতিশব্দ Detective.

গোয়েন্দাদের কাজ কিন্তু মোটেই সহজ নয়। একজন গোয়েন্দাকে আশপাশের পরিবেশ ও মানুষের আচরণ গভীরভাবে পর্যবেক্ষণ করতে হয়, সঙ্গে তথ্য সংগ্রহে অবলম্বন করতে হয় বিভিন্ন উপায়। প্রকৃত গোয়েন্দারা সিনেমার মতোই ছদ্মবেশ নিতে পারে।

কখনো তারা সাংবাদিক, কখনো ব্যবসায়ী বা পর্যটক সেজে গোপন তথ্য সংগ্রহ করে। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৬ এর অনেক এজেন্ট এতটাই দক্ষ যে তারা মিনিটের মধ্যেই এক ছদ্মবেশ থেকে আরেকটিতে রূপান্তরিত হতে পারে। কথিত আছে, বিখ্যাত কাল্পনিক গোয়েন্দা চরিত্র জেমস বন্ড বাস্তবের এক ব্রিটিশ গোয়েন্দা ফিটজরয় ম্যাকলিন থেকে অনুপ্রাণিত চরিত্র। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেশ কিছু দুঃসাহসিক মিশন পরিচালনা করেছিলেন।

একসময় সিআইএ (সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি) বিড়ালকে গুপ্তচর বানানোর চেষ্টা করেছিল। তারা বিড়ালের শরীরে ছোট মাইক্রোফোন লাগাত, যাতে এটি শত্রুদের কথোপকথন গোপনে শুনতে পারে।

গোয়েন্দাদের কাজ যেমন চ্যালেঞ্জিং, তেমনি রোমাঞ্চকরও। গোয়েন্দারা দেশ ও জাতির নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

গল্প-উপন্যাস ও সিনেমায় অনেক বিখ্যাত গোয়েন্দা চরিত্র রয়েছে।

তারা মানুষের মাঝে রহস্যের প্রতি আগ্রহ বাড়িয়েছে। শার্লক হোমস বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কাল্পনিক গোয়েন্দা, যার বিশ্লেষণী ক্ষমতা অসাধারণ। সত্যজিৎ রায়ের সৃষ্টি এক বুদ্ধিমান গোয়েন্দা ফেলুদা। শুধু বুদ্ধি দিয়েই রহস্যের জট খুলে ফেলে সে। এ ছাড়া শ কনারি, পিয়ার্স ব্রসনান, মাসুদ রানা, ব্যোমকেশ বকশী, কিরীটী রায়, কাকাবাবু প্রভৃতি কাল্পনিক গোয়েন্দা চরিত্র।

সাদিয়া আফরিন হীরা

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ