পর্ব-৩২
আমি জানি কিভাবে কাজটি করতে হবে, কখন কাজটি করতে হবে, কোথায় কাজটি করতে হবে, কেন কাজটি করতে হবে। বাংলা বাক্য এমন হলে নিচের নিয়মটি ব্যবহার করতে হয়।
How to
Structure
Subject + know/knows + how to + verb1+ object+ ext.
Practice
1. I know how to do the work.
—আমি জানি কিভাবে কাজটি করতে হবে।
2. I know how to write a letter.
—আমি জানি কিভাবে চিঠি লিখতে হবে।
3. I know how to drive a bike.
—আমি জানি কিভাবে মোটরসাইকেল চালাতে হবে।
4. He knows how to speak English fluently.
—সে জানে কিভাবে দ্রুত ইংরেজি বলতে হবে।
5. They knew how to play cricket.
—তারা জানত কিভাবে ক্রিকেট খেলতে হতো।
When to
Structure
Subject + know/knows + when to + verb1+object+ ext.
1. I know when to do the work.
—আমি জানি কখন কাজটি করতে হবে।
2. I know when to write a letter.
—আমি জানি কখন চিঠি লিখতে হবে।
3. I know when to drive a bike.
—আমি জানি কখন মোটরসাইকেল চালাতে হবে।
4. He knows when to speak English fluently.
—সে জানে কখন দ্রুত ইংরেজি বলতে হবে।
5. They knew when to play cricket.
—তারা জানত কখন ক্রিকেট খেলতে হতো।
Where to
Structure
Subject + know/knows + where to + verb1+object+ ext.
1. I know where to do the work.
—আমি জানি কোথায় কাজটি করতে হবে।
2. I know where to write a letter.
—আমি জানি কোথায় চিঠি লিখতে হবে।
3. I know where to drive a bike.
—আমি জানি কোথায় মোটরসাইকেল চালাতে হবে।
4. He knows where to speak English fluently.
—সে জানে কোথায় দ্রুত ইংরেজি বলতে হবে।
5. They knew where to play cricket.
—তারা জানত কোথায় ক্রিকেট খেলতে হতো।
Why to
Structure
Subject + know/knows + why to + verb1+ object + ext.
1. They know why to do the work.
—তারা জানে কেন কাজটি করতে হবে।
2. I know why to write a letter.
—আমি জানি কেন চিঠি লিখতে হবে।
3. I know why to drive a bike.
—আমি জানি কেন মোটরসাইকেল চালাতে হবে।
4. He knows why to speak English fluently.
—সে জানে কেন দ্রুত ইংরেজি বলতে হবে।
5. They knew why to play cricket.
—তারা জানত কেন ক্রিকেট খেলতে হতো।