মডেল প্রশ্ন
১। কোনটির আকার দিন দিন ছোট হয়ে আসছে?
ক) ইলেকট্রনিক ডিভাইস
খ) ডেটাবেইস
গ) ভিডিও ঘ) সফটওয়্যার
নিচের উদ্দীপকটি পড়ে ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
বিশ্বখ্যাত অনেক কম্পানি আছে যারা দক্ষ ফ্রিল্যান্সারদের নিয়ে কাজ করে। তবে ফ্রিল্যান্সারদেরকে একটি নির্দিষ্ট ভাষায় পারদর্শী হতে হয়।
২।
উদ্দীপকে কোন ভাষার কথা বলা হয়েছে?
ক) ইংরেজি খ) বাংলা
গ) হিন্দি ঘ) উর্দু
৩। উদ্দীপকে বলা হয়েছে এমন কম্পানি হলো—
i. ইনটেল ii. গুগল
iii. প্যাপল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৪। ইন্টারনেটের ব্রাউজারে ক্যাশ মেমোরিতে জমা হয়—
i. টেম্পোরারি ফাইল
ii. কুকিজ iii. ই-ফাইল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৫। হার্ডডিস্কের ধারণাক্ষমতা বাড়ানোর জন্য কী প্রয়োজন?
ক) ডিস্ক ক্লিনআপ খ) ডিস্ক ফরম্যাট
গ) ডিস্ক রিমুভ ঘ) ডিস্ক ডিলিট
৬।
সফটওয়্যার ইনস্টল করার পূর্বে কয়টি বিষয় লক্ষ্য করা প্রয়োজন?
ক) ১ খ) ২
গ) ৫ ঘ) ৬
৭। কোন সফটওয়্যারটির ইনস্টল প্রক্রিয়া ভিন্ন ধরনের?
ক) মিডিয়া প্লেয়ার খ) ইন্টারনেট ব্রাউজার
গ) ফটোশপ ঘ) অপারেটিং সিস্টেম
৮। কত সালে ই-মেইল সিস্টেম চালু হয়?
ক) ১৯৬১ খ) ১৯৭১
গ) ১৯৮১ ঘ) ১৯৭২
৯। তথ্য প্রযুক্তি বিকাশের ফলে বর্তমানে যোগাযোগ—
i. অনেক সাশ্রয়ী ii. অনেক নিরাপদ
iii. অনেক কঠিন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১০।
ইন্টারনেট চালু হয় কত সালে?
ক) ১৯৭১ খ) ১৯৮১
গ) ১৯৭৭ ঘ) ১৯৬৬
১১। কোন শতকে ইলেকট্রনিক্স এর বিকাশ ঘটে?
ক) একুশ খ) উনিশ
গ) আঠারো ঘ) বিশ
১২। ই-গভর্ন্যান্সের মূল বিষয় হলো মানুষকে—
i. হয়রানিমুক্ত করা
ii. উন্নত জীবনযাপন দেওয়া
iii. প্রকৃতিভিত্তিক সেবা দেওয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৩। ডেটাবেইসের অন্তর্গত রিপোর্ট সংযোজন করা যায়—
i. এনিমেশন ii. ছবি
iii. গ্রাফ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৪। কোন ডেটার সাহায্যে গাণিতিক করা যায় না?
ক. নম্বর খ. সময়
গ. বর্ণভিত্তিক ঘ. তারিখ
১৫।
অ্যাকসেস প্রোগ্রামে কত প্রকার ডেটা ইনপুট করা যায়?
ক. ৫ খ. ৬
গ. ৭ ঘ. ৮
১৬। ফিল্ডের ক্ষেত্রে—
i. ফিল্ড সাইজ প্রয়োজনের তুলনায় বড় হওয়া ভালো
ii. অপ্রয়োজনে ফিল্ডের সাইজ বড় করা ঠিক নয়
iii. ফিল্ডের নিজস্ব মান থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর : ১. ক ২. ক ৩. ক ৪. ক ৫. ক ৬. গ ৭. ঘ ৮. খ ৯. ক ১০. ক ১১. ঘ ১২. ক ১৩. গ ১৪. গ ১৫. খ ১৬. ঘ।