<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশে খুন, ডাকাতি, দস্যুতা বেড়ে যাওয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক অবস্থার সৃষ্টি হয়েছে। এসব আতঙ্ক ছড়িয়ে পড়ছে মানুষের মধ্যে। লেক, নদী বা খোলা মাঠ থেকে উদ্ধার হচ্ছে লাশ। যৌথ বাহিনীর বিশেষ অভিযান, র‌্যাব-পুলিশের তৎপরতাও কাজে আসছে না। পরিস্থিতি স্বাভাবিক করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অপরাধ বিশ্লেষকরা বলছেন, এসব হত্যাকাণ্ডের পেছনে সামাজিক অস্থিরতা, রাজনৈতিক বিরোধ, আর্থিক টানাপড়েনের সঙ্গে রয়েছে হতাশা, পূর্বশত্রুতা, ব্যক্তিগত ও রাজনৈতিক ক্ষোভের বহিঃপ্রকাশ। পাশাপাশি পেশাগত অপরাধীদের তৎপরতা বেড়ে যাওয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এর সঙ্গে যুক্ত হয়েছে অভ্যন্তরীণ সংকটে পড়া পুলিশের কাজের ধীরগতি।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সর্বশেষ গতকাল চাঁদপুরে মেঘনা নদীতে নোঙর করে রাখা একটি জাহাজে পাঁচজনের গলা কাটা লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। এ ছাড়া সেখান থেকে গুরুতর আহত তিনজনকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরো দুজন মারা যান।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে গত বৃহস্পতিবার কেরানীগঞ্জে ব্যাংকে ঢুকে কর্মকর্তাদের জিম্মি করে ১৮ লাখ টাকা ডাকাতির চেষ্টায় তিনজনকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে দস্যুতার মামলা হয়েছিল ২১২টি। চলতি বছর হয়েছে ২৩১টি। গত বছর ডাকাতির মামলা হয়েছিল ৪৩টি। এ বছর দুই মাসে ডাকাতির মামলা হয়েছে ১১১টি, যা আগের বছরের তুলনায় ৬৮টি বেশি। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ সদর দপ্তরের তথ্য মতে, চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত দেশে তিন হাজার ৮০৪টি হত্যাকাণ্ড হয়েছে। এর মধ্যে ডিএমপিতে ৫১৪টি হত্যা মামলা হয়। চলতি বছরের (জুলাই-নভেম্বর) পর্যন্ত সারা দেশে হত্যা মামলা হয় দুই হাজার ২৭১টি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর মাসে সারা দেশে খুনের শিকার হয়েছেন ৫৮৩ জন, অক্টোবর মাসে ৩৯৯ জন ও নভেম্বরে ৩৩৭ জন। ২০২৩ সালের এই তিন মাসে খুনের ঘটনা আরো কম ছিল। ২০২৩ সালের সেপ্টেম্বরে খুন হয়েছিল ২৩৮ জন, অক্টোবরে ২৫৮ জন ও নভেম্বরে ২২৭ জন।  একই সময়ে ঢাকায় চলতি বছরের নভেম্বরে খুনের মামলা হয়েছে ৫৫টি, অক্টোবরে ৫৭টি ও সেপ্টেম্বরে ১৪৮টি। ২০২৩ সালের এই সময়ে খুনের ঘটনায় মামলা ছিল যথাক্রমে নভেম্বরে ১৭টি, অক্টোবরে ১৯টি ও সেপ্টেম্বরে ১২টি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তবে ডিএমপির মুখপাত্র ও ডিসি মিডিয়া মোহাম্মদ তালেবুর রহমান কালের কণ্ঠকে বলেন, চলতি বছরের নভেম্বরে রাজধানীতে ২৭টি ও অক্টোবরে ২১টি খুনের ঘটনা ঘটেছে। এ ছাড়া সেপ্টেম্বর মাসে ৪৭টি খুনের ঘটনা ঘটে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাবেক আইজিপি নূর মোহাম্মদ কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অপরাধপ্রবণতা বাড়ে-কমে। পুলিশের পরিসংখ্যানে যদি বাড়ার বিষয়টি দেখা যায় তা হলে বেড়েছে বলেই ধরে নিতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর কালের কণ্ঠকে বলেন, অপরাধ কখনো বাড়ে, আবার কখনো কমে। এটি একটি স্বাভাবিক প্রবণতা। অপরাধের যেসব কারণ, সেগুলোকে সামাজিকভাবে ও ফৌজদারি বিচারের মাধ্যমে মোকাবেলা করা হয়। অপরাধের মাত্রা কমিয়ে আনার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে পুলিশ তৎপর। </span></span></span></span></p> <p> </p> <p><strong><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকায় ছিনতাই বেড়েই চলেছে </span></span></span></span></strong></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় মোহাম্মদপুর শেখেরটেকের ৬ নম্বর সড়ক দিয়ে কোচিং সেন্টার থেকে বাসায় ফেরার পথে হাসিব নামের এক তরুণকে ব্যস্ত সড়কেই ধারালো অস্ত্র ঠেকিয়ে চার ছিনতাইকারী তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা তাকে মারধরও করে। এর এক দিন আগে ১৬ ডিসেম্বর হাতিরঝিল এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. রাকিব নামের এক গার্মেন্টসকর্মী নিহত হন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকার ছিনতাইপ্রবণ এলাকাগুলোকে চিহ্নিত করে কারা ছিনতাই করে তাদের চিহ্নিত করছি। তাদের আইনের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফুট প্যাট্রল, গাড়িতে প্যাট্রল ও মোটরসাইকেল প্যাট্রল অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, এখন শীতের রাত, গভীর রাতেও ছিনতাই হচ্ছে। বিশেষ করে দূরপাল্লার যেসব গাড়ি ঢাকায় আসছে সেসব গাড়ির যাত্রীরা ছিনতাইয়ের কবলে পড়ছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি আরো বলেন, মোবাইল প্যাট্রলগুলো যেন ঠিকঠাক মতো চলে, তা নিশ্চিতে পুলিশের প্রতিটি বিভাগের ডিসি, এডিসি ও এসিকে নজরদারি করার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতি রাতে তাঁরা গাড়ি নিয়ে তদারকি করছেন। এ ছাড়া ডিএমপি কন্ট্রোলরুম থেকে ওয়্যারলেসে প্যাট্রলগুলোর লোকেশন নেওয়া হচ্ছে এবং তারা সজাগ আছে কি না সেটিও তদারকি করা হচ্ছে।</span></span></span></span></p> <p> </p> <p><strong><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বেড়ে চলেছে খুন</span></span></span></span></strong></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংশ্লিষ্ট ব্যক্তিরা  বলছেন, সম্প্রতি খুনের সংখ্যা বাড়ছে। গত ১৮ ডিসেম্বর যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। একই দিন ঢাকার অদূরে পূর্বাচলের একটি লেক থেকে দুই তরুণ-তরুণীর লাশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার চট্টগ্রাম ও মুন্সীগঞ্জ থেকে পৃথক দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। ১৬ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়।</span></span></span></span></p>