<p> সুরের মূর্ছনায় সংবাদকর্মীদের মাতালেন ক্লোজআপ ওয়ানখ্যাত তারকাশিল্পীরা। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বার্ষিক ফ্যামিলি ডে ও বনভোজনের সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী রাজীব, মাহাদী, কিশোর ও হেমা। গাজীপুর জাতীয় উদ্যানের চম্পা স্পটে ছিল এ আয়োজন।</p> <p> শিল্পীরা সমবেত কণ্ঠে দেশের গান 'সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি' দিয়ে শুরু করেন তাঁদের পরিবেশনা। এরপর মাহাদী গেয়ে শোনান তাঁর জনপ্রিয় গান 'তুমি বরুণা হলে আমি হব সুনীল'। কিশোর এসে পরপর কয়েকটি গান গেয়ে মাতিয়ে তোলেন অনুষ্ঠান। তিনি শুরু করেন সদ্য মুক্তি পাওয়া সিনেমা 'অন্যরকম ভালোবাসা'র 'আকাশ বাতাস সাক্ষী রেখে তোমায় দিলাম প্রাণ' গানটি দিয়ে। এরপর গেয়ে শোনান 'চুমকি চলেছে একা পথে', 'তরে পুতুলের মতো করে সাজিয়ে' প্রভৃতি গান। রাজীব এসে দর্শক-শ্রোতাদের উন্মাতাল করে তোলেন। তিনি গেয়ে শোনান 'কালিয়া সোনারে গত নিশি' গানটি। এরপর তিনি হেমার সঙ্গে যুগল কণ্ঠে পরিবেশন করেন 'আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে'। সব শেষে হেমা গেয়ে শোনান 'বন্ধু তুমি কই কই'সহ কয়েকটি গান। অনুষ্ঠানে শিল্পী-সাংবাদিক রেজা করিমও গান পরিবেশন করেন।</p> <p> মেঘনা গ্রুপের সহযোগিতায় ছিল এই সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান উপস্থাপনা করেন ডিআরইউর সাংস্কৃতিক সম্পাদক আজিজুল পারভেজ। ডিআরইউর এ আয়োজনে আরো ছিল নারী সদস্যদের জন্য খেলা এবং সব সদস্যের জন্য র‌্যাফেল ড্র। আয়োজনে বিভিন্ন পর্বে বক্তব্য দেন সংগঠনের সভাপতি শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বনভোজন কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম আজাদ। উপস্থাপনায় ছিলেন ইলিয়াস হোসেন।</p> <p> ঠাকুর ঘরে কে রে : নাটুকে থিয়েটার গ্রুপের দম ফাটানো হাসির নাটক 'ঠাকুর ঘরে কে রে'-এর ২৫তম প্রদর্শনী আজ শনিবার রাজধানীর গুলশান ক্লাবে সন্ধ্যা ৭টায়। নাটকটির অনুবাদক ও নির্মাতা আল-নোমান। পরিবেশনার উদ্যোক্তা গুলশান ক্লাব ও কেডিন ফাউন্ডেশন। এর আগে নাটকটি ঢাকায় আন্তর্জাতিক ফরাসি নাটোৎসবসহ দেশে-বিদেশে প্রদর্শিত হয়।</p> <p> শিশুকিশোরদের চিত্র প্রদর্শনী সাদা-কালো : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশু-কিশোরদের আঁকা চিত্র নিয়ে 'সাদা-কালো উৎসব' অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে ছবির হাটে দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী ও বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।</p> <p> উৎসবে ৩০০ শিক্ষার্থীর সাদা-কালো রঙে আঁকা চিত্র প্রদর্শন করা হয়। স্টুডিও গ্রীন এ উৎসবের আয়োজন করে। শিশু-কিশোরদের মধ্যে বিশেষ করে ইংরেজি মাধ্যমে পড়ালেখা করা শিক্ষার্থীদের বাংলা ভাষায় পড়ালেখায় উৎসাহিত করতে এ আয়োজন করা হয়। এতে ইউসেপ, সাউথ ব্রিজ স্কুল, সাউথ পয়েন্ট স্কুল, স্কলাসটিকা ও ম্যাপেল লিফ ইন্টারন্যাশনালের শিক্ষার্থীরা অংশ নেয়।</p> <p>  </p> <p>  </p>