অর্থদান বিষয়ে ওয়ারেন বাফেটের নেওয়া সিদ্ধান্তের বিষয়ে প্রথমবার কথা বলেছেন মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ব্যাপারটি আগে থেকেই জানতেন। তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে এমন কোনো সিদ্ধান্ত আসবে বলেই ধারণা করেছিলাম। কিভাবে তিনি সম্পদের বণ্টন চান সে বিষয়ে তাঁর চিন্তা-ভাবনা ইতিবাচকভাবে পরিবর্তিত হয়েছে।
বিশ্ববাণিজ্য
ইলন মাস্কের সমাজসেবা নিয়ে মেলিন্ডার প্রশ্ন
বাণিজ্য ডেস্ক

এক মাস আগেই বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে অর্থ না দেওয়ার ঘোষণা দেন ওয়ারেন বাফেট। যদিও জীবিত থাকা অবস্থায় দান করে যাওয়ার কথা জানান তিনি। তবে তাঁর মৃত্যুর পর আর কোনো অর্থ পাবে না বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। এর বদলে সম্পদের ভাগ পাবে তাঁর তিন ছেলে-মেয়ের নিজস্ব দাতব্য প্রতিষ্ঠান।
মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস নিজেও বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। এবার তিনি লিঙ্গবৈষম্য ও নারী স্বাস্থ্যবিষয়ক সমস্যা দূর করতে আলাদা একটি দাতব্য সংস্থা গড়ে তুলতে চান।
সম্পর্কিত খবর

প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান হলেন নেয়ামত উল্যা

প্রবাসী কল্যাণ ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে ড. নেয়ামত উল্যা ভূঁইয়াকে নিয়োগ দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত রবিবার এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়াকে প্রবাসী কল্যাণ ব্যাংক আইন, ২০১০-এর ১১(২) ধারা অনুযায়ী প্রবাসী কল্যাণ ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
।

দেশে রক এনার্জিকে নিয়োগ দিল ক্যাস্ট্রল
বাণিজ্য ডেস্ক

বাংলাদেশের বাজারে তাদের এক্সক্লুসিভ আফটারমার্কেট ডিস্ট্রিবিউটর হিসেবে রক এনার্জি লিমিটেডকে নিয়োগ দিয়েছে লুব্রিক্যান্ট ব্র্যান্ড ক্যাস্ট্রল। এর ফলে বাংলাদেশে ক্যাস্ট্রলের পণ্য আরো বেশি সহজলভ্য হয়ে উঠবে। এ ব্যাপারে ক্যাস্ট্রল সাউথ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট কেদার লেলে বলেন, ‘রক এনার্জির সঙ্গে আমরা ক্যাস্ট্রলের ডিরেক্ট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্র আরো বড় করতে চাই। এতে করে গ্রাহকদের সঙ্গে আমাদের যোগাযোগ অনেক বেশি বাড়বে।