ঢাকা, বুধবার ২৩ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বুধবার ২৩ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৬

বাংলাদেশে বিনিয়োগ বাড়াবে তুরস্কের কোচ গ্রুপ

বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
বাংলাদেশে বিনিয়োগ বাড়াবে তুরস্কের কোচ গ্রুপ

তুরস্কের শীর্ষস্থানীয় বিনিয়োগকারী কম্পানি কোচ হোল্ডিং তাদের সহযোগী প্রতিষ্ঠান বেকো এবং আইগ্যাসের উচ্চপদস্থ নির্বাহী কর্মকর্তারা বাংলাদেশ সফর করেছেন। এ সময় তাঁরা এ দেশে তাঁদের বিনিয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। প্রতিনিধিদলে ছিলেন কোচ হোল্ডিংয়ের সিইও মিস্টার লেভেন্ত চাকিরোলু, কনজিউমার ডিউরেবলস গ্রুপের প্রেসিডেন্ট ড. ফাতিহ কেমাল এবিচলিওলু, এনার্জি গ্রুপের প্রেসিডেন্ট মিস্টার ইয়াগিজ ইউবোলু, আইগ্যাসের জেনারেল ম্যানেজার মেলিহ পয়রাজ, বেকোর তুরস্ক ও দক্ষিণ এশিয়ার প্রধান বাণিজ্যিক কর্মকর্তা জান ডিনচার, বেকোর চিফ মার্কেটিং অফিসার আকিন গারজানলি, বেকোর চিফ সাসটেইনেবিলিটি, কোয়ালিটি ও কাস্টমার কেয়ার অফিসার ফাতিহ ওজকাদি এবং বেকোর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা জাফের উস্তুনের।

তুরস্কের কোচ গ্রুপের কনজিউমার ডিউরেবল ব্যবসার ফ্লাগশিপ প্রতিষ্ঠান বেকো।

সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, বেকোর একটি অঙ্গপ্রতিষ্ঠান। সিঙ্গার বাংলাদেশের উচ্চপদস্থ নির্বাহীরা এই সফরের আয়োজক ছিলেন। এ ছাড়া ইউনাইটেড আইগ্যাস এলপিজি, যা ইউনাইটেড এন্টারপ্রাইজেস এবং আইগ্যাসের যৌথ উদ্যোগ এই সফরের অন্যতম অংশীদার ছিল। প্রবৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে, কোচ হোল্ডিংয়ের সিইও লেভেন্ত চাকিরোলু বলেন, কোচ গ্রুপে আমাদের মূলনীতি হলো ধারাবাহিকতা বজায় রাখা, আমাদের অংশীদারদের সঠিক মূল্যায়ন করা, বিশ্ববাজারে উপস্থিতি সম্প্রসারণ ও বৈচিত্র্যময় করা এবং গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনকে অগ্রাধিকার দেওয়া।

মন্তব্য

সম্পর্কিত খবর

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

শেয়ার

মুদ্রাবাজার

শেয়ার

প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান হলেন নেয়ামত উল্যা

শেয়ার
প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান হলেন নেয়ামত উল্যা

প্রবাসী কল্যাণ ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে ড. নেয়ামত উল্যা ভূঁইয়াকে নিয়োগ দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত রবিবার এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়াকে প্রবাসী কল্যাণ ব্যাংক আইন, ২০১০-এর ১১(২) ধারা অনুযায়ী প্রবাসী কল্যাণ ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

 

মন্তব্য

দেশে রক এনার্জিকে নিয়োগ দিল ক্যাস্ট্রল

বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
দেশে রক এনার্জিকে নিয়োগ দিল ক্যাস্ট্রল

বাংলাদেশের বাজারে তাদের এক্সক্লুসিভ আফটারমার্কেট ডিস্ট্রিবিউটর হিসেবে রক এনার্জি লিমিটেডকে নিয়োগ দিয়েছে লুব্রিক্যান্ট ব্র্যান্ড ক্যাস্ট্রল। এর ফলে বাংলাদেশে ক্যাস্ট্রলের পণ্য আরো বেশি সহজলভ্য হয়ে উঠবে। এ ব্যাপারে ক্যাস্ট্রল সাউথ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট কেদার লেলে বলেন, ‘রক এনার্জির সঙ্গে আমরা ক্যাস্ট্রলের ডিরেক্ট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্র আরো বড় করতে চাই। এতে করে গ্রাহকদের সঙ্গে আমাদের যোগাযোগ অনেক বেশি বাড়বে।

ক্যাস্ট্রল ব্র্যান্ডটি বাংলাদেশে আরো বেশি বড় হয়ে উঠবে।’ তিনি আরো বলেন, ‘এই পার্টনারশিপটি ২০২৫ সালে আমাদের আরো ভালো কাস্টমার সার্ভিস দেওয়ার সক্ষমতা বাড়াবে।

 

 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ