তুরস্কের শীর্ষস্থানীয় বিনিয়োগকারী কম্পানি কোচ হোল্ডিং তাদের সহযোগী প্রতিষ্ঠান বেকো এবং আইগ্যাসের উচ্চপদস্থ নির্বাহী কর্মকর্তারা বাংলাদেশ সফর করেছেন। এ সময় তাঁরা এ দেশে তাঁদের বিনিয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। প্রতিনিধিদলে ছিলেন কোচ হোল্ডিংয়ের সিইও মিস্টার লেভেন্ত চাকিরোলু, কনজিউমার ডিউরেবলস গ্রুপের প্রেসিডেন্ট ড. ফাতিহ কেমাল এবিচলিওলু, এনার্জি গ্রুপের প্রেসিডেন্ট মিস্টার ইয়াগিজ ইউবোলু, আইগ্যাসের জেনারেল ম্যানেজার মেলিহ পয়রাজ, বেকোর তুরস্ক ও দক্ষিণ এশিয়ার প্রধান বাণিজ্যিক কর্মকর্তা জান ডিনচার, বেকোর চিফ মার্কেটিং অফিসার আকিন গারজানলি, বেকোর চিফ সাসটেইনেবিলিটি, কোয়ালিটি ও কাস্টমার কেয়ার অফিসার ফাতিহ ওজকাদি এবং বেকোর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা জাফের উস্তুনের।
তুরস্কের কোচ গ্রুপের কনজিউমার ডিউরেবল ব্যবসার ফ্লাগশিপ প্রতিষ্ঠান বেকো।